যেসব মুসলিমরা ব্রিটেনের ফ্রিডম অব স্পিচ মেনে নিতে পারছেন না এবং যারা শরিয়া আইনের ভিত্তিতে জীবন যাপন করতে চান তাদেরকে ব্রিটেন ছাড়ার পরামর্শ দিয়েছেন স্যার ট্রেভর ফিলিপস। যারা তার নাম শুনেনি তাদেরকে জানাচ্ছি যে তিনি হচ্ছেন সব ধর্মের প্রতিষ্ঠান কমিশন ফর রেস্যিয়াল ইকু্যয়ালিটির চেয়ারম্যান।
স্যার ট্রেভর বলেছেন, যারা ইসলামিক আইনের আওতায় বসবাস করতে চান তাদের অন্যত্রবাস করা উচিত। তিনি বলেন সবার জন্য আমাদের দেশে একই ধরনের আইন রয়েছে। যারা অন্যরকম আইন চান তাদের সেইরকম দেশে যাওয়া উচিত। তিনি সংখ্যালঘু জাতিগোষ্ঠীগুলোকে বৃহত্তর জাতিসত্ত্বার সাথে একীভূত হওয়ারও আহবান জানিয়েছেন।
স্যার ট্রেভর স্পষ্ট করে যা বললেন তা আসলে এ মুহুর্তে ব্রিটেনের সব সচেতন মানুষেরই মনের কথা। ব্রিটেন এমন এক দেশ যা পৃথিবীর সব দেশের বিদ্রোহী, বিরুদ্ধাবলম্বীদেরকে অভয়ারণ্য হিসেবে আশ্রয় দিয়েছে এত কাল। এখন সেই ব্রিটেনকে যদি তার ফটক বন্ধ করতে হয় তবে তা হবে মানবতার জন্য এক বিশাল ক্ষতি। তাই যাদের আপত্তি দেখছেন ব্রিটেনের কাজকর্মে তাদেরই স্বেচ্ছায় এ দেশ ছেড়ে যাওয়াটাই উচিত।
মন্তব্য
নতুন মন্তব্য করুন