ইরাকের মানবাধিকার: সাদ্দাম ও সাদ্দাম ছাড়া

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শনি, ০৪/০৩/২০০৬ - ৪:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ইরাকে জাতিসংঘের মানবাধিকার প্রধান জন পেস মন্তব্য করেছেন যে ইরাকে মানবাধিকারের অবস্থা এখন সাদ্দামের সময়কালের মতোই করুণ। আইন হাতে তুলে নেয়া, নির্যাতনের ঘটনা মারাত্মকভাবে বেড়েছে। যদিও সাদ্দামের সময় রক্তপাতের ঘটনা খুবই ভয়ংকর রূপ নিয়েছিল কিন্তু এখন গোলাগুলি ও নির্যাতনথেকে কেউই নিরাপদ নয়।
পেস হয়তো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আজ একথা বলছেন কিন্তু একথাতো অনেক আগে থেকেই মানবাধিকার কর্মীরা বলে আসছেন। আমেরিকা ও তার মিত্ররা নানাভাবে এ কথাগুলোকে মিডিয়াচাপা দিয়ে আসছেন। তারা ক্ষমতাধর। সারা বিশ্ব তাদের নানামুখী ক্ষমতার কাছে পর্যুদস্ত। তারা যত তাড়াতাড়ি তাদের এই ব্যর্থতার কথা বুঝে স্বার্থজলাঞ্জলি দিয়ে লেজ গোটাবেন ততই মঙ্গল। কিন্তু কবে? আর কত রক্ত ঝরার পর?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।