সোনার ঘড়ি

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শুক্র, ১৭/০৩/২০০৬ - ৩:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


গগনে উদিল উষা, হল ফরসা,
ঘরে একা বসে আছি, নাহি ভরসা;
রাশি রাশি ভারা ভারা বই পড়া হল সারা
ব্রীফ নাই পড়ি ধারা, আঁখি সরসা;
পড়িতে পড়িতে বই হল ফরসা।

একখানি ছোটো মেস, আমি একেলা,
চারিদিকে বখা ছেলে করে জটলা;
দ্যালে ঝোলে দেশী-আঁকা কালী তারা কালিমাখা
আমদানি নাহি টাকা প্রভাতবেলা,
চেয়ারেতে বসে তাই ভাবি একেলা।

পান খেয়ে সিঁড়ি বেয়ে কে আসে দ্্বারে?
মক্কেল মনে হয় যেন উহারে,
ভারী চালে চলে যায়, কোনো দিকে নাহি চায়,
আশাগুলি নিরুপায় করে হা হা রে,
মক্কেল মনে হয় যেন উহারে।

ওগো তুমি কোথা যাও-বাড়ি, কি দেশে-
বারেক দাঁড়াও মোর নিকটে এসে;
যেয়ো যেথা যেতে চাও, যারে খুশি কেস দাও।
আগে তো তামাকু খাও ক্ষণেক বসে?
উপদেশ কিছু মোর লইয়ো শেষে।

খাও, খাও, রাখো কেন মেঝের 'পরে?
আছে কিছু? নাই বুঝি, -দিতেছি ভ'রে,
এতকাল পুঁথি খুলে যা কিছু খেয়েছি গুলে
খাটাব তা বিনা মূলে তোমারই তরে,
আমারে উকীল দাও করুণা ক'রে।

কেস নাই, কেস নাই, ছোটো চাকরি,
মামলা বলুন দেখি কেমনে করি?
এত বলি ধীরে ধীরে গেল সে চলি বাহিরে
শূন্য চেয়ারে আমি রহিনু পড়ি;
চেয়ে দেখি, নিয়ে গেছে সোনার ঘড়ি।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।