পৃথিবীর স্বাধীন ধর্মগুলোর মধ্যে সবচে নবীন হলো বাহাই বিশ্বাস। বাহাইরা বিশ্বাস করে যে বাহাউল্লাহ (1817-1892) হচ্ছেন ঈশ্বরের সর্বশেষ প্রেরিত পুরুষ, যিনি হচ্ছেন ইব্রাহিম, মুসা, বুদ্ধ, জরাথুস্ত, ঈসা, এবং মুহাম্মদের উত্তরসূরি।
বাহাউল্লাহ'র মূল বার্তা হলো যে মানবতা হচ্ছে একটি একক জাতি এবং একটি ঐক্যবদ্ধ বৈশ্বিক সমাজ গড়ে তোলার সময় এসেছে। বাহাউল্লাহ, বলেন, ঈশ্বর ঐতিহাসিক শক্তির বলে যে গতি সৃষ্টি করেছেন তা বংশ, শ্রেণী, গোত্র, ও জাতির মধ্যে প্রচলিত বাধা ভেঙে ফেলছে এবং যথাসময়ে একটি সার্বজনীন সভ্যতার জন্ম হবে। বাহাই বিশ্বাসের একটি অন্যতম উদ্দেশ্য হলো মানবজাতির এই একতাবদ্ধ হওয়াকে সম্ভব করে তোলা। বাহাউল্লাহ শেখান যে, ঈশ্বর এক, মানবজাতি এক, পৃথিবীর সব ধর্ম হচ্ছে এক ঈশ্বরের বিভিন্ন সময়ের প্রকাশ।
বাহাউল্লাহ বলেন যে, যেকথাটি পৃথিবীর সব ধর্মশাস্ত্রে বলা হয়েছে, সেই সময় এসেছে পৃথিবীর সব মানুষকে একটি শানত্দিপূর্ণ ও ঐক্যবদ্ধ সমাজে একতাবদ্ধ করার। তার ভাষায়, "এই পৃথিবী হচ্ছে একটি দেশ, ও মানবজাতি হচ্ছে তার নাগরিক"।
অন্য ধর্মের সাথে বাহাই ধর্মের একটি বড় পার্থক্য হচ্ছে এর একতা। অন্য যেকোনো ধর্ম - বা সামাজিক ও রাজনৈতিক আন্দোলন- চেয়ে আলাদা বাহাই ধর্মে কোনো উপদল বা বিভাজন নেই। তারা তাদের একতা ধরে রেখেছে। একটি বৈশ্বিক সমাজের জন্য বাহাউলস্নাহ বলেন, কয়েকটি মৌলিক নীতি প্রয়োজন। এর মধ্যে থাকা উচিত:
যেকোনো সংস্কার থেকে মুক্তি, সব লিঙ্গের মধ্যে সম্পূর্ণ সমতা, দারিদ্র ও প্রাচুর্যের চরম পার্থক্য দূর করা, সার্বজনীন শিক্ষা, বিজ্ঞান ও ধর্মের ঐক্যতান, প্রকৃতি ও প্রযুক্তির মধ্যে টেকসই সুষম সম্পর্ক, এবং সম্মিলিত নিরাপত্তা ও এক মানবতার ভিত্তিতে একটি বিশ্বব্যাপী ফেডারেল পদ্ধতির প্রবর্তন।
বাহাই ধর্ম যে অন্যান্য ধর্মের চেয়ে কত বেশি আধুনিক তা বাহাই ধর্মের একটি নীতি পড়লেই বুঝা যাবে। (এই সাইটে সবাই ধর্মগ্রন্থের ইংরেজি অনুবাদ দিচ্ছেন। তো আমিও সে ধারা অনুসরণ করে বাহাই ধর্মগ্রন্থের ইংরেজি অনুবাদ দিলাম।)। নীতিটি হচ্ছে লিঙ্গের সমতা প্রশ্নে। (আজ এ পযন্তই। অন্য ধর্মগুলো সম্পর্কেও তো লিখতে হবে।)
THE TENTH PRINCIPLE
মন্তব্য
নতুন মন্তব্য করুন