প্রাথমিক উদ্ভবের হৈ-হল্ল া পেরিয়ে বাঁধ ভাঙার আওয়াজে এখন স্বাভাবিক স্থিরতা সৃষ্টি হয়েছে। সবাই আবার ফিরে যাচ্ছে নিজ নিজ গোয়ালে। এখানে যে একটি ভাচর্ুয়াল সমাজ গড়ে উঠেছিলো ভাবনা-বিতর্ক ও রঙ্গ-রসের তা অনেকটাই আলগা হয়ে যাচ্ছে। তা যা হবে তাকে তো আর ঠেকানো যাবে না। তাই বলে আমাদের কুটিল উত্তরের প্রতিভা বিকাশ ও কূটক হওয়ার অভিলাষে ভাটা পরার কোনো কারণ দেখছি না। সুতরাং পর্ব-3। জটিল প্রশ্নের কুটিল উত্তর-3। বিদ্্বৎজনেরা নড়ে চড়ে বসেন। বাচ্চালোগ লাগাও তালিয়া।
এবারের বিষয় একেবারে মুড়ি গরম। অনেকের উৎসাহ আছে দেখেই বিষয়টা নির্বাচন করলাম। প্রশ্নটি হচ্ছে:
" মাহবুব মোর্শেদ তৈলমর্দনের বিনিময়ে কী চান?"
ব্লগারুগণ খেয়াল করবেন, কাকে তৈলমর্দন করছেন তিনি তা বলা হয়নি। কারণ তিনি ব্যাপক তৈলমর্দন চান। সুতরাং এরকম আলোচনায় তার নাম দেখলে তিনি আরো বিকট আনন্দ পাবেন। সুতরাং যতটা সম্ভব নামোচ্চারণ বাদ দিয়েই এই কুটিল উত্তর চালিয়ে যেতে হবে।
দেখা যাক এবার কূটক হিসেবে নতুন প্রতিভা পাওয়া যায় কি না। প্রোফাইলে যার কূটনামি করার অভ্যাসের কথা লেখা আছে সেই লুনা রুশদিকে এ পর্যন্ত পাওয়া যায়নি। অরূপ, মাশীদ, হাসান এরা একেবারেই মুখ খুলছে না। অন্য অনেকেই হাততালি দিয়ে যাচ্ছে কিন্তু মুখ থাকতে হাতে কেন?
মন্তব্য
নতুন মন্তব্য করুন