অদ্্বৈত নামের কচ্ছপটি মারা গেছে। কলকাতার চিড়িয়াখানা কতর্ৃপক্ষের দাবী মতে এটি পৃথিবীর সবচে' বয়স্ক কাছিম যার বয়স 250 বছর। আলডাবরা প্রজাতির কাছিমগুলো এরকমই বাঁচে বলে ধারণা। ভারত মহাসাগরের আলডাবরা দ্্বীপের নামেই তাদের নাম হয়েছে। কিন্তু এটুকু প্রাণীবিদ্যা সংক্রান্ত তথ্যের চেয়েও এই কাছিমটি আমার কাছে গুরুত্বপূর্ণ এ কারণে যে এর সাথে আমাদের উপমহাদেশের ঔপনিবেশিকতার একটি যোগসূত্র আছে। এই কাছিম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভের পোষা কাছিম। ব্রিটিশ নাবিকরা সিসিলি দ্্বীপ থেকে এই কাছিম নিয়ে এসেছিলেন লর্ড ক্লাইভের জন্য উপহার হিসেবে। তার এস্টেটেই প্রতিপালিত হয়েছে কাছিমটি। পরে তাও প্রায় 130 বছর আগে অদ্্বৈতকে চিড়িয়াখানায় আনা হয়। কাছিমটির মৃতু্যর সাথে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির লীলা-খেলার একটি চিহ্নও মুছলো। ঔপনিবেশিকতার একমাত্র জীবিত সাক্ষীটির প্রাণবায়ু গেছে, সংবাদটির ভিন্ন রকম একটি অনুরণন আছে।
মন্তব্য
নতুন মন্তব্য করুন