কূটকরা সব নড়ে চড়ে বসেন। প্রশ্ন এসে গেছে। জটিল প্রশ্ন। খুবই জটিল। যারা নিয়মিত ক্লাসে আসেন না (অর্থাৎ ব্লগে আসেন না, ব্লগান না) তাদের জন্য খুব ই জটিল। সরল প্রশ্নের বিষয়ে আমাদের আগ্রহ কম। সরলের সাথে কুটিলতা যায় না। সুতরাং প্রশ্ন এবার খুব জটিল।
তবে তিনবারের প্রতিযোগিতায় মহিলা মহল বেশ পিছিয়ে আছেন। এখনও তারা সেরা কূটকের খেতাব ছিনিয়ে নিতে পারেন নি। যদিও তাদের অনেকেই বিখ্যাত কূটক বলে দাবী করেন। মাশীদ প্রায় ছিকা ছিঁড়ে ফেলেছিলো গতবার কিন্তু কালপুরুষ ভুঁ শ করে ভেসে উঠে সব গোলমাল পাকায়ে দিলেন। সুতরাং নড়ে চড়ে বসুন।
নিয়মিত যারা ক্লাসে আসেন না তাদের অবশ্য হোমওয়ার্ক করা লাগবে। তাদের জন্য একটা লিংক দিচ্ছি। সেখান থেকেই প্রশ্নের উৎপত্তি। লিংকটা হচ্ছে:
http://www.somewhereinblog.net/shahana/post/5789#comment
পড়ে আসুন শাহানার সব মন্তব্য। তারপর বসে পড়ুন উত্তর মুসাবিদা করতে। জটিল প্রশ্ন নাম্বার 4 হলো:
"আস্তমেয়ে হয়ে জন্মাতে হলে আর কী কী জন্ম পার হয়ে আসতে হয়? "
কূটকেরা সব আসো
নড়ে চড়ে সব বসো
বসে লিখো
বসে লিখো ..............
মন্তব্য
নতুন মন্তব্য করুন