পানিতে ব্যায়াম বিষয়ক পরামর্শ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: মঙ্গল, ১১/০৪/২০০৬ - ১২:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


সুইমিংপুলের এবড়ো থেবড়ো মেঝে থেকে পা বাঁচানোর জন্য পায়ে কিছু পরে নিন (যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য জরুরি)। এতে পুলে বা পুলের আশেপাশে চলাফেরা করতে সুবিধা হবে। রাবারের সোলসহ টেরি ক্লথ স্লিপার (এগুলো পানিতে বাড়ে, সুতরাং আপনার পায়ের মাপের চেয়ে এক সাইজ ছোট কিনুন) থেকে শুরু করে পানিতে ব্যায়ামের জন্য বিশেষভাবে তৈরি জুতা ব্যবহার করতে পারেন। কিছু কিছু জুতায় সহজে পরার জন্য ভেলক্রো টেপ লাগানো আছে। রাবারের সোলের বিচ সু্য এবং মেশ টপও ভালো কাজ দেয়।

যদি ঠান্ডাতে আপনার অসুবিধা হয় বা রেইনড ফিনোমেনন থেকে থাকে তবে, একজোড়া ডিসপোজেবল ল্যাটেক্স সার্জিক্যাল গ্লাভস্ পরে নিন। বেশিরভাগ কেমিস্টের দোকানে গ্লাভস কিনতে পাওয়া যায়। গ্লাভসের মাঝে আটকে রাখা গরম পানি হাতকে গরম রাখে। যদি পানিতে আপনার ঠান্ডা লাগে তবে গরম লাগার জন্য একটি টি-শার্ট বা পা পর্যন্ত লম্বা লাইক্রার ব্যায়ামের টাইটস্ পরে নিন।

যদি পুলে সিঁড়ি না থাকে এবং মই বেয়ে ওঠা-নামা যদি আপনার জন্য কঠিন হয় তবে সিড়ির রেইলের পাশে একটি তিন ধাপের টুল রাখতে বলুন। এটা হচ্ছে কম খরচে পুলে ওঠা-নামার সহজ উপায়। তাছাড়া দরকার মত এটা সরিয়ে অন্য কোথাও রাখা যায়।

ভেসে থাকার সুবিধার জন্য লাইফ জ্যাকেট বা অন্যকিছু পরতে পারেন এতে হিপ, হাঁটু বা পায়ের ওজন কম লাগে ও ভেসে থাকা সহজ হয়। এতে এসব জোড়ার জন্য ব্যায়াম করা সহজ হয়ে ওঠে।

আপনার নড়াচড়ার ভঙ্গি দিয়ে আপনি পানিতে বেশি ব্যায়াম করাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ব্যায়ামকে সহজ করার জন্য ধীরে ধীরে নড়াচড়া করুন। ব্যায়ামের মাত্রাকে নিয়ন্ত্রণ করার আরেকটা উপায় হলো নড়াচড়া করার সময় আপনি যে পরিমাণ পানি সরাচ্ছেন তা বদলানো। যেমন, যখন আপনি পানির নীচে আপনার হাতগুলো সামনে পেছনে নাড়ান তখন যদি হাতের তালুুগুলো মুখোমুখি থাকে এবং তালির মত করে এসে লাগে তবে আপনার জন্য ব্যায়াম করাটা কঠিন হবে। যদি আপনি হাতের তালুকে নীচের দিকে দেন এবং হাতের সরু অংশ দিয়ে পানিকে ধাক্কা দেন তবে ব্যায়াম করাটা সহজ হবে।

যদি আপনার হাঁপানি থেকে থাকে, তবে অন্যান্য ব্যায়ামে হাঁপানির লক্ষণগুলো খারাপ হওয়ার যে আশংকা থেকে থাকে পানিতে ব্যায়াম করলে তা এড়ানো যায়। ফুসফুসের ওপর জলীয় বাষ্পের উপকারী প্রভাব থেকে সম্ভবত: এটা হয়। তবে মনে রাখবেন, যেসব লোকের ফুসফুসের অসুখ আছে তাদের ক্ষেত্রে পায়ের চেয়ে হাতের ব্যায়ামের কারণে শ্বাসকষ্ট হয়। একারণে পানিতে ব্যায়াম করার সময় আপনি বেশিরভাগ পায়ের ব্যায়াম করতে পারেন।

যদি আগে আপনার স্ট্রোক হয়ে থাকে, বা আপনার শরীরের অবস্থা এমন হয় যা আপনার শক্তি ও ব্যালেন্সের ক্ষতি করতে পারে তবে পুলে নামা ও ওঠার সময় সাহায্য করার জন্য কাউকে সাহায্য করতে বলবেন। আপনার ব্যায়ামকে নিরাপদ ও বিপদমুক্ত করতে দেয়ালের কাছাকাছি কোন জায়গা বেছে নিন। অথবা কোন বন্ধুর কাছে দাঁড়ান যিনি প্রয়োজনে আপনাকে সাহায্য করতে পারবেন। এমনকি পানিতে ব্যায়াম করার সময় আপনি অল্প পানিতে চেয়ার নিয়ে বসতে পারেন।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।