বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক কয়েকটি কর্মকান্ড ক্ষুব্ধ করেছে এই সাইটের ব্লগারদের। তারা প্রতিবাদ হিসেবে তাদের ঘৃণা ছুঁড়ে দিচ্ছেন পুলিশের প্রতি। পালন করছেন ঠোল ধিক্কার দিবস। কানসাট ও চট্টগ্রামের ঘটনার স্মৃতি এখনও জ্বলজ্বলে মানুষের মনে। একথা অনস্বীকার্য যে, একটি স্বাধীন দেশের পুলিশের কাছ থেকে যেরকম আচরণ দেশের মানুষ আশা করে সেরকম আচরণ তারা করেনা। যেহেতু তারা আমাদের দেশের পুলিশ। দেশের শান্তি-শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত একটি বাহিনী সেহেতু আমাদেরই খুঁজে বের করতে হবে সমস্যা কোথায়। আর সেসব সমস্যা সমাধানের চেষ্টাও আমাদের করতে হবে। এই প্রক্রিয়ার জন্য প্রয়োজন জনসচেতনতা। ব্লগে সচেতন ব্লগারদের নেতৃত্বে যে প্রতিবাদ হচ্ছে তা এই জনসচেতনতা তৈরিতে সাহায্য করবে। এ থেকেই হয়তো পরে পুলিশ-প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে উদ্যোগী হবেন নব-প্রজন্মের জন-প্রতিনিধিরা।
আমাদের এই প্রতিবাদ শুধু যে গালাগালি আর অধৈর্য জনগণের প্রলাপ নয় তা প্রমাণ করতে আমি এখানে পুলিশের সমস্যাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করছি। আলোচনা করছি কথাটা না বলে বলা উচিত পয়েন্টগুলো তুলে ধরছি। সেইসাথে কিছুটা ব্রেইনস্টর্মিং।
পুলিশের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা এত কম কেন?
মন্তব্য
নতুন মন্তব্য করুন