নতুন একটা দেশে বেড়াতে এলে কত শত যে নতুন অভিজ্ঞতা হয়। স্লোভেনিয়ার রাজধানী লুবিয়ানার ছোট্ট এয়ারপোর্টটার বাইরে এসে দেশটির চাকচিক্য দেখে অবাক হয়ে গেলাম। একসময় কমু্যনিস্ট যুগোশ্লাভিয়ান ফেডারেশনের একটি সদস্য দেশ ছিলো এটি। অথচ বিরাট বিরাট গাড়ি থেকে নামতে দেখলাম মাখন মাখন চেহারার সুখী সুখী মানুষদেরকে। এত চাকচিক্য লন্ডনেও দেখি না। তবে যা দেখে মনটা ভরে গেলো তা হলো শিশুসন্তানদের প্রতি এদের কোমল ব্যবহার। মানুষগুলোকেও মনে হলো খুবই সুখী সুখী। বহু বিচিত্র জাতির শাসন দেখেছে এই ভূখন্ড। এসব কথা থাক। আমার দেখা স্লোভেনিয়ার টুকরো টুকরো ছবিগুলোই তুলে দেই। ওহ হো, তার আগে এই ব্লগের সুপ্রিয় সব ব্লগারদেরকে স্লোভেনিয়া থেকে শুভেচ্ছা।
মন্তব্য
নতুন মন্তব্য করুন