পান্না-সবুজ পানি, ছোট্ট দ্বীপে ভিউকার্ড-ছবির চার্চ, পাথুরে পাহাড়ের শীর্ষে ঝুলে থাকা মধ্যযুগীয় দুর্গ এবং জুলিয়ান আল্পস পবর্তমালার কিছু সর্বোচ্চ শৃঙ্গ-এসব মিলিয়ে ব্লেড হচ্ছে স্লোভেনিয়ার সবচে জনপ্রিয় পর্যটন স্থান। ব্লেডের নাম শুনেছিলাম আগেই, আর স্লোভেনিয়ান এ্যাম্বেসিতে লেক ব্লেডের ছবিওলা গাইডবুক দেখেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে রাজধানী লুবিয়ানার বাইরে যদি একটি জায়গায়ও যাই সেটি হবে ব্লেড। আরেকটি বড় কারণ ছিল এর। এরকমই আরেকটি জায়গায় গিয়েছিলাম আমি। সেটি নেপালে; পোখরা। সেখানেও একইরকম ভাবে আছে পাহাড়, পাহাড়ের পাদদেশে টলটলে জলের পোখরা লেক, লেকের মাঝে আছে ছোট্ট একটা দ্বীপ, চার্চের বদলে সেখানে আছে মন্দির, আর সেখানেও লেকে নৌকা ভ্রমণের একমাত্র গন্তব্য হচ্ছে সেই দ্বীপ। পোখরার সাথে ব্লেডের মিল, ভ্রমণে আর প্রাকৃতিক সৌন্দর্য আস্বাদনে যোগ করেছিলো ভিন্ন মাত্রা। এ যেন একই সুরে ভিনদেশি দুটি গান শোনার মত অভিজ্ঞতা।
দ্বীপের মাঝের চার্চে উপাসনা করতেই আগে মানুষেরা আসতো এখানে। পরে 1855 তে এক সুইস ডাক্তার খুললেন স্বাস্থ্য নিবাস; ঝর্ণার জলে ভিজতে আসতো ইউরোপের স্বাস্থ্য-সন্ধানী মানুষেরা। পাহাড়ের নির্মল বাতাস আর মায়াবী আলোও একটি বড় আকর্ষণ। বছরের বিভিন্ন সময় বিভিন্ন সৌন্দর্যে ধরা দেয় লেক আর তার আশ-পাশের এলাকা। 'সামারে' আরো বেশি পর্যটকের জন্য নানা রকম জল-ক্রীড়ার ব্যবস্থা হয়। যদিও এখন প্রচন্ড রোদ পড়েছে এই কয়দিন তবু 'সামারের' পুরো স্বাদ নাকি পাওয়া যাচ্ছে না। শীতে যখন লেকের জল জমে বরফ হয়ে যায় তখন তার উপর স্কেটিং-য়ের আসর বসে। দূরে পাহাড়ের গায়েও তখন থাকে অনেক বেশি বরফ।
জনপ্রতি দশ ইউরো গুণে 'গনডোলা' চড়লাম। গন্তব্য লেকের মাঝের অনু-দ্বীপটি। মোটমাট দশজন যাত্রীকে নিয়ে আমাদের চালক ধীরে এগুতে থাকলো দ্বীপটির দিকে। লেকের পান্না-সবুজ পানির তল থেকে কড়া রোদে জ্বলজ্বল করা পাহাড়ের শৃঙ্গ আর দুর্গটিকে তখন মনে হচ্ছিল ফ্রেমে আঁকা ছবি। দ্বীপটি সমতল নয়, আসলে একটি ছোট্ট পাহাড়। মাঝখানে উঁচুতে যে চার্চ তার দু'দিকে আছে বিশাল দু'টি সিঁড়ি। দ্বীপে পেঁৗছে চার্চে যাবার জন্য আমাদেরকে আধঘন্টার বিরতি দিলো গনডোলা-চালক।
(উৎসর্গ: দীক্ষক দ্রাবিড়: লেকের মাঝের অনু-দ্্বীপটিতে 9ম সেঞ্চুরিতে খৃষ্ট ধর্মাবলম্বীরা চার্চ স্থাপন করে। তার অন্তত: একশ' বছর আগে থেকেই সেখানে ছিলো পাগান মন্দির যাতে উপাসনা করতো স্লাভরা। 'আমাদের ধর্ম, উপাসনালয়গুলো চুরি হয়ে যায়, দীক্ষক'।)
মন্তব্য
নতুন মন্তব্য করুন