কাউনিসল নির্বাচন, ব্যালেনসড ভোট ও লেবার পার্টির ভরাডুবি

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শনি, ০৬/০৫/২০০৬ - ৯:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


কাউনিস নির্বাচনে তিনজন কাউনিসরকে ভোট দেয়া যায়। আমি লেবার, লিবডেম ও রেসপেক্ট তিনদলের তিনজনকে দিলাম। সুষম বিতরণ। কিন্তু ব্রিটেনে সবাই আমার মতো করে নিশ্চয়ই ভোট দেয়নি। ফলাফল ক্ষমতাসীন লেবার পার্টির ভরাডুবি। গত বছরের থেকে এবছর 250-এর মত কম কাউনিসলর জিতেছে তাদের। এবং 18টি কাউনিসলে ক্ষমতা হারিয়েছে তারা।

টাওয়ার হ্যামলেটসের মত সংখ্যালঘু অধু্যষিত আসনগুলো লেবারের ভোটব্যাংক। কিন্তু ইরাক যুদ্ধের পর অনেকেরই ব্লেয়ার মোহ কেটে গেছে। লিবারেল ডেমোক্র্যাটরা সত্যিকার বিকল্প হয়ে উঠছিলো। কিন্তুঅতিরিক্ত মদপানের সমস্যা নিয়ে তাদের নেতা কেনেডির পদত্যাগে দলটি সংকটে পরে যায়। অন্যদিকে কনজারভেটিভ পার্টি নতুন নেতা নির্বাচন করেছে ডেভিড ক্যামেরনকে। নতুন নেতার নেতৃত্বে দলটি এখন নতুন সাজে সাজছে। জনপ্রিয়তাও বাড়ছে দলটির। ডেভিড ক্যামেরন যদি আগামী প্রধানমন্ত্রী হয়েও যান তবে অবাক হওয়ার কিছু থাকবে না।

কিন্তু সংখ্যালঘু বা এথনিক মাইনোরিটি এখন আছে ভীষণ রাজনৈতিক সংকটে। প্রকৃত অর্থে কনজারভেটিভ দল কখনও তাদের পছন্দের দল নয়। দলটি যে ইমিগ্রেশনের বিষযে খুব কড়া। আবার ব্লেয়ারের কাজকর্মও তাদের ভালো লাগছে না। তারা চান লেবার ক্ষমতায় থাকুক। তবে এথনিক মাইনোরিটির কথায় আরেকটু কান দিক। টাওয়ার হ্যামলেটসের বাঙালিরা কয়েকমাস আগে ভোট দিয়ে জিতিয়েছেন লেবার থেকে বিতাড়িত জর্জ গ্যালওয়েকে। যিনি নিজেই রেসপেক্ট নামে একটি দল খুলেছেন। এবার কাউনিসল নির্বাচনেও তার দল 12 টি পদ পেয়েছে। তবে তাদের কর্মক্ষেত্র বা সমর্থন টাওয়ার হ্যামলেটসের বেশি। অবশ্য বার্মিংহামে তারা একটি পোস্ট পেয়েছে। সেখানে পাকিস্তানি মুসলিমদের সংখ্যাধিক্যই জর্জকে সুবিধা করে দিয়েছে।

নির্বাচনের আগে -ভাগে বেশ কিছু ঋণাত্মক সংবাদে লেবারের ইমেজ বেশ খারাপ হয়ে যায়। নির্বাচনের পর পরই ব্লেয়ার তাই তার মন্ত্রীসভা অদল-বদল করেছেন। তবে নিজের অবস্থান তার অক্ষুন্ন রয়েছে। লেবারের পেছনের সারির একজন নেতা বলেছেন, এই অদল-বদল করাতে দলের কোনো উন্নতি হবে। কারণ এই অদল-বদল হচ্ছে টাইটানিক জাহাজের ডেকের চেয়ারগুলো অদল-বদল করার মত ঘটনা।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।