স্পাই থ্রিলার হিসেবে বাংলাদেশে মাসুদ রানা খুব জনপ্রিয়। প্রথম যখন আয়ান ফ্লেমিং-এর জেমস বন্ড পড়লাম তখন ভেবেছিলাম কাজী আনোয়ার হোসেন হয়তো এ থেকেই সৃষ্টি করেছেন মাসুদ রানাকে। কিন্তু পরে তার সাক্ষাৎকারে পড়েছি যে তিনি জেমস বন্ড পড়েছেন মাসুদরানা কয়েকটি লেখা হয়ে যাওয়ার পর। সত্যিই মনে হয়েছে তার কথাটা। কারণ মাসুদরানার প্রথম বইগুলোতে অনেক বেশি তার নিজস্ব চিন্তা-ভাবনার ছোঁয়া ছিল এবং ততটা পশ্চিমা স্পাইয়িং-এর গল্প ছিল না। তবে পরে বুঝতে পেরেছিলাম কি ধরনের বই থেকে তিনি মাসুদরানার জন্য গল্প বেছে নেন।
মধুমিতায় একটি ছবি এসেছিলো যার নাম ছিলো 'ম্যাকানাস গোলড"। ছবি দেখতে গিয়ে তো অবাক। গল্পটা জানা। পরে বুঝলাম মাসুদরানার বই পড়েছি একটা হুবহু কাহিনীর। এখন আর মনে নেই বইটার নাম (লালপাহাড় বা এরকম কিছু একটা হবে।)।
সে যাক বন্ড আমার খুব প্রিয় এবং বন্ড মুভি। সিনেমা কতটুকু এগিয়েছে প্রযুক্তির দিক থেকে তার একটা প্রদর্শনী থাকে বন্ড মুভিগুলোতে। তবে সর্বশেষ বন্ড মুভি আমার বিবেচনায় এ পর্যন্ত করা সবচে বাজে বন্ড মুভি ছিলো। নতুন নায়ক ড্যানিয়েল ক্রেইগের ছবি 'ক্যাসিনো রয়্যাল' আসছে 17 নভেম্বর। কিন্তু ট্রেইলার দেখে নিজেকে প্রস্তুত রাখতে তো অসুবিধা নেই। আমার মতো যারা বন্ড-ভক্ত তাদের জন্য আগাম ট্রেইলার দেখার লিংক:
http://www.sonypictures.com/movies/casinoroyale/
মন্তব্য
নতুন মন্তব্য করুন