একটা বড় ছবি থেকে কেটে কেটে চারটা ছবি বানানো আছে। বলুন তো ছবিগুলোর আবেদন কি ভিন্ন হয়ে গেছে আপনার কাছে? কোন ছবিটা কী বলছে আপনাকে?
অভিব্যক্তিহীন ছবির পরে সম্পর্কহীন অন্য ছবি বসিয়ে অর্থ তৈরির নিরীক্ষা যেন কে করেছিলেন? কুলোশভ? এই যে ছবিটির মেয়ের মুখে একটি অভিব্যক্তি, কী বলা যায় একে? কোনো বিশেষ অর্থ াছে কি এর? মোনালিসার হাসি কি আসলে হাসি নাকি মুখের মাংসপেশির অসুখ সে নিয়ে কত গবেষণা হয়েছে। তেমন কিছু খুঁজছি না। ধরা যাক ছবির এই মেয়েটির নাম ইসাবেলা। তো ইসাবেলা যে তাকিয়ে আছে। আর ওর চোখের সামনে ঝুলে আছে এক গোছা চুল। ওর চোখ আর তাকানোতো যে অভিব্যক্তি ফুটে উঠেছে, কী বলবেন একে আপনি?
বড় ছবিতে আশপাশের অনেক দালান কোঠা ছিল। ছবিটিতে কাটতে কাটতে 1, 2, 3 করে 4 নাম্বারে যখন এসে পৌঁছাই তখন ছবিটির আবেদন কি ভিন্ন হয়ে ধরা দেয় আপনাদের কাছে? কোনটি বেশি ভালোলাগার মনে হয়?
(এখন থেকে আমার পোস্টে মন্তব্য করাটা অবশ্য দায়িত্ব। কিছুই বলতে ইচ্ছে না করলে একটি বর্ণ লিখুন। তাও লিখুন।)
মন্তব্য
নতুন মন্তব্য করুন