দ্রাবিড়, দয়া করে সীমা অতিক্রম করবেন না

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: সোম, ২২/০৫/২০০৬ - ৮:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:


দীক্ষক দ্রাবিড়, আপনাকে বলছি। আপনি অনেকদিন পর ফিরে এসেছেন। এটা এই ব্লগের জন্য সুখবর। আমরা আপনার অনেক ভালো ভালো লেখা পড়েছি। ব্লগের পরিবেশ রক্ষার্থে আপনি যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলোও আমাদের জন্য সুফল বয়ে এনেছে। আপনার প্রতীকি প্রতিবাদ ও অন্যান্যদের অংশগ্রহণে ব্লগ অনেক ভারসাম্যপূর্ণ একটা স্থানে পরিণত হয়েছে।

দয়া করে ভুল বুঝবেন না। আপনি এখন অন্যান্যদের সাথে মিলে যা করছেন, তার বোধহয় খুব একটা প্রয়োজন নেই। এই সাইট এখন আগের চেয়ে অনেক বড় হয়েছে। অনেকে লেখা দেন। লেখার ক্ষেত্রে সহনশীলতাও বেড়েছে। আপনি যেভাবে ব্যক্তিগত আক্রমণ করছেন তা সত্যিই খুব খারাপ দেখায়।

আপনি একটু খেয়াল করলে দেখবেন অন্যান্য যারা আপনার মত এই লোগো নিয়ে লিখছে তারা কাউকে ব্যক্তিগত আক্রমণ করছে না। তাদের লেখা হিউমারিস্টিক এবং স্যাটায়ার ধর্মী। কিন্তু আপনার লেখা পড়লে বুঝা যায় আপনি বিশেষ কাউকে শায়েস্তা করার জন্য এই লোগো ব্যবহার করছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি সীমা অতিক্রম করছেন। অন্যান্যরা যে সীমা বজায় রাখছে আপনি তা রাখছেন না।

আশা করি আপনি ব্যক্তিগত আক্রমণ করে আর লেখা দেবেন না। বরং যেসব লেখায় আপনার সত্যিকার যোগ্যতা ধরা পরে সেরকম লেখা পোস্ট করবেন। আপনাকে ধন্যবাদ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।