সাগরের গভীরে বাস করা প্রাণীদের নিয়ে মানুষের অনেক কৌতুহল। অনেক দেশে তাই বড় বড় এ্যাকুরিয়াম তৈরি করা হয়। যা এরকম প্রাণীদের চিড়িয়াখানা হিসেবে কাজ করে। বোর্নমাউথে তেমনি একটা এ্যাকুরিয়াম আছে যার নাম ওসেনারিয়াম। খুব বড় এ্যাকুরিয়াম না এটা। তবে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী রাখা আছে। অল্প পরিসরের আয়োজনেই ইউরোপ, আফ্রিকা ইত্যাদি বিভিন্ন ভাগ করে সাজানো হয়েছে এ্যাকুরিয়ামগুলো। একটা বড় এ্যাকুরিয়াম আছে গঙ্গাজলের মাছদের জন্য। তাতে আমাদের পুঁটি, খলসে ও এই আকারের ছোট ছোট মাছগুলো দেখলাম।
এরকম এ্যাকুরিয়ামে মানুষ গেলে সামুদ্রিক মাছগুলোই দেখতে চায়। বিভিন্ন রংয়ের বাহারি মাছ। হাঙ্গর দেখার বিষয়েও মানুষের বিপুল আগ্রহ। আমরা যখন ঢুকলাম তখন হাঙ্গরকে খাওয়ানো হচ্ছে। প্রচুর ভিড় সেখানে। বিশাল একটি সামুদ্রিক কচ্ছপ আছে সবচে বড় এ্যাকুরিয়ামটায়। কাঁচের এই এ্যাকুরিয়ামের নীচে গিয়ে দাঁড়ানো যায়। আরো নিবিড়ভাবে দেখার ব্যবস্থা। বাঁকানো কাঁচের কারণে ও আলো-অন্ধকারের ছবিগুলো ভালো আসেনি। তাই কচ্ছপটার একটু ভিডিও করলাম। নীচে লিংক দেয়া আছে।
উন্নত দেশের মানুষেরা এসব প্রাণীদের প্রতি শুধু আগ্রহী হয়ে উঠছে তা নয় কোনো প্রাণী যাতে লুপ্ত হয়ে না যায় সেজন্য তারা বিপুল অর্থব্যয় করে তাদের ক্ষার চেষ্টাও করে। শিশুদেরকে বিভিন্ন সামুদ্রিক প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য এসব এ্যাকুরিয়ামে নিয়ে আসা হয়। পরিবেশ-প্রতিবেশের জন্য প্রাণীগুলো কেন জরুরি তাও জানানো হয় তাদের। জীববৈচিত্র রক্ষার জন্য পরবর্তী প্রজন্মকে এরকম বন্য বা সামুদ্রিক প্রাণী প্রেমিক করে তোলাটা ভীষণ জরুরি।
সামুদ্রিক কচ্ছপের ভিডিও দেখুন এখানে: http://www.youtube.com/watch?v=PzDylGO3gkY
মন্তব্য
নতুন মন্তব্য করুন