সতীর্থ ব্লগার ধানসিঁড়ির একটা পোস্টে দেখলাম racism এর বাংলা নিয়ে কিছু মন্তব্য রয়েছে। তাঁর কাছে মনে হয়েছে racism বর্ণবৈষম্যেরও বেশি। সুতরাং একে বর্ণবাদ বলাটা ভুল। তিনি বলছেন, racism তো শুধু গায়ের রং নিয়ে বিরোধকে বুঝায় না সুতরাং এর বাংলা কেন বর্ণবাদ হবে।
ধানসিঁড়ির ভুলটি বাক্যটি পড়ামাত্র বুঝতে পারি। কিন্তুকয়েকদিন হলো মন্তব্য লিখতে ইচ্ছে করে না । জনৈক টেকনিশিয়ান ব্লগারের (টার্মটির জন্য উৎসকে ধন্যবাদ) পোস্টে মন্তব্য করতে গিয়ে গাল খেয়ে আতংক ধরে গেছে মনে। এই আতংক থেকেই "বিবাদ নয় আসুন বিতর্ক করি" শ্লোগানটি ব্যবহারও বাদ দিয়েছি।
বর্ণবাদ শব্দটি নিয়ে বিভ্রান্তি দেখা দেয়ার বড় কারণ আমাদের অনেকের হাতের কাছে ইংরেজি ডিক্সনারি থাকলেও বাংলা অভিধান থাকে না। সেকারণে বর্ণ শব্দটির অর্থ যে শুধু রং নয় এর আরো অর্থ আছে তা চট করে খেয়াল হয় না। যেহেতু racism এর বেশি প্রকাশ আমরা ত্বকের রংয়ের জন্যই দেখেছি সেহেতু বর্ণবাদ শব্দের বর্ণকে আমরা রং বলেই ধরে নিই। কিন্তু colour, complexion, a letter of the alphabet ছাড়াও race বুঝাতেও বাংলায় বর্ণ শব্দটি ব্যবহার হয়।
বর্ণ শব্দটি caste অর্থেও বাংলায় বিপুল ব্যবহৃত হয়। বিশেষত: হিন্দুধর্মের বর্ণপ্রথা বুঝাতে।
যেহেতু racism একটি ঋণাত্মক ধারণা সেহেতু জাতি শব্দটি আমরা এখানে ব্যবহার করতে পারি না (সেক্ষেত্রেracism এর বাংলা করতে হতো জাতিবাদ) । সুতরাং বর্ণ শব্দটি সবদিক থেকেই যথার্থ বাংলা শব্দ। সুতরাং আমার বিবেচনায় racism এর বাংলা বর্ণবাদ ঠিকই আছে।
বর্ণবাদ বা racism এর ধারণাতেও কারো কারো গন্ডগোল রয়েছে। যদিও বর্ণবাদের অভিধানগত অর্থ হচ্ছে ভিন্ন বর্ণের মানুষের সাথে অন্যায্য আচরণ কিন্তু এর প্রয়োগগত অর্থ আলাদা।
প্রয়োগের দিক থেকে বর্ণবাদ বলতে বুঝায় কালো মানুষদের প্রতি বৈষম্যমূলক আচরণ। উলটা হলে বর্ণবাদ শব্দটি প্রয়োগ করা হয় না। অনেকে অবশ্য একে একটু বদলে বলতে চান কোনো দেশে বা এলাকায় majority মানুষ দ্্বারা minority মানুষের নিগৃহীত হওয়াটাই বর্ণবাদ। কিন্তু এক্ষেত্রে এটা মনে রাখতে হবে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী সরকার ক্ষমতার জোরে শক্তিশালী ছিল সংখ্যার জোরে নয়। সুতরাংmajority ছাড়াই সাদারা সেখানে বর্ণবাদী দেশ প্রতিষ্ঠা করেছিল।
সুতরাং প্রয়োগের ক্ষেত্রে এটি আসলে সাদা মানুষ কতর্ৃক কালো বা অন্য রংয়ের মানুষের প্রতি অশিষ্ট আচরণকেই বুঝায়। এর আওতায়, এখন কাউকে nigger বলাতো অবশ্যই বর্ণবাদী আচরণ এমনকি black বা কালো বলাটাও বর্ণবাদী আচরণ। কারণ কাউকে কালো বলাটা তাকে তুচ্ছতাচ্ছিল্য করার সমান। কিন্তু সাদা বললে তুচ্ছতাচ্ছিল্য বুঝায় না। এ কারণে এখন ত্বকের রং দিয়ে এমন মানুষকে চিহ্নিত না করে চিহ্নিত করা হয় আফ্রিকান, আফ্রো-আমেরিকান, ক্যারিবিয়ান বলে।
কিন্তু কালোরা যদি সাদাদের প্রতি একইরকম অশিষ্ট আচরণ করে তবে তাকে কী বলা হবে? সাধারণ যুক্তিতে বা অভিধানের অর্থ দেখে মনে হতে পারে যে এক্ষেত্রেও racism শব্দটিই ব্যবহার হবে। কিন্তু বাস্তবে তা হয় না। একটু অপ্রচলিত হলেও, উন্নত সংবাদপত্রে বা এ্যাকাডেমিক লেখায় ও সরকারী ভাষ্যে শব্দটি পাওয়া যায়। সেটি হলো, reverse racism। তবে কেউ কেউ anti-racism বলে একটি শব্দও ব্যবহার করেন।
নারী কতর্ৃক পুরুষের প্রতি বৈষম্যকে যেমন discremenation বলে না বলে reverse discremenation তেমনি কালো মানুষের বর্ণবাদী আচরণকে বলে reverse racism।
খুব কি জটিল মনে হচ্ছে। এমনিতেই জটিল লেখা লিখি বলে আমার বদনাম রয়েছে সুতরাং reverse racism আর বেশি ব্যাখ্যা না করেই থামবো।
তার আগে অন্য দুটি অনুরূপ 'বাদ' নিয়ে অল্প কথা। আধুনিক ও উন্নত সমাজে racism এর পাশাপাশি সমান ঘৃণিত আরো কিছু বিষয় আছে। এর মধ্যে sexism ইতোমধ্যে আইনের মাধ্যমে সর্বত্র প্রয়োগ হচ্ছে। আরেকটি অনুরূপ টার্মহচ্ছে homophobic। এরকম মনমানসিকতার লোক এখন অনাধুনিকই ধরা হয়। পশ্চিমা বিশ্বের কোনো দেশে ছাত্র-ছাত্রীরা তাদের পরীক্ষার খাতায় homophobic বা sexist কোনো শব্দ ব্যবহার করলে শাস্তি পেতে হয়।
মন্তব্য
নতুন মন্তব্য করুন