জন্মদিনে বেড়াতে গিয়েছিলাম ক্যামব্রিজ। আলাদা পোস্টে তা বলেছি। এবারে বাড়তি পাওনা ছিলো সাদিকের আয়োজনে জন্মদিনের শুভেচ্ছা।
এবছরের কেকটাও ছিল ভিন্ন। সাদা, বরফ ঢাকা বরফ ঢাকা। কাটার পর মনে হলো একটা ছবি তুলে রাখি। আপনাদেরকে কেকটা না খাওয়াতে পারি, ছবিটাও যদি অন্তত: দেখেন। পার্টিতে সামিল করলাম আর কি।
অনেকগুলো গিফট পেয়েছি এবার। আর বেশ কয়েকটা চমৎকার কার্ড।
জন্মদিনের কার্ড ব্যবসার উপর অনেক আগে একটা এ্যাসাইনমেন্ট করেছিলাম। কার্ডগুলোতে সুন্দর সুন্দর কবিতা আগেই ছাপা থাকে। মানুষ এখন শুধু স্বাক্ষর করে দেয়। অনেক কবি এখন কার্ড কোম্পানিতে চাকরি করে। তবে তারা ইংরেজিতে কবিতা লেখে।
আমার বউ আমাকে যে কার্ডটা দিয়েছে তাতে সেও অনেক গুরুত্বপূর্ণ সব কথা লিখেছে। তবে কার্ড কোম্পানির কবির কবিতাটাও ওর মনের কথা নিশ্চয়ই। নতুবা সে কার্ডটা পছন্দ করলো কেন? সেকথা জিজ্ঞাসার প্রয়োজন নেই। আমরা বরং কবিতাটার অংশবিশেষ পড়ি:
Back when I first met you
I just couldn't ask for more
But every day there's something new
for me to thank you for...
Each year you grow more special
and I hope you know it's true,
With every single birthday
I'm just more in love with you.
মন্তব্য
নতুন মন্তব্য করুন