অনলাইন ইংরেজি থেকে বাংলা অভিধান আছে কি?

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ২৪/০৮/২০০৬ - ৮:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

কেউ কি জানেন এরকম অভিধানের আন্তর্জাল ঠিকানা। জরুরি দরকার ছিল। একটা ইংরেজি বাক্যের হুবহু বাংলা করা দরকার। যুৎসই শব্দ খুঁজছি। Purpose of the annual canvass of electorsক্যানভাস শব্দটার যুৎসই বাংলা লাগবে এখানে। জানা থাকলে আওয়াজ দেন।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।