দু:খিত প্রিয় পাঠক

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: সোম, ১১/০৯/২০০৬ - ৮:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:


বেশ কিছুদিন ধরে ব্লগাই না। মাঝে মাঝে উঁকি দিতাম। শেষ ব্লগিং করেছি 7 তারিখ। কিন্তু কাউন্টার দেখলেই বুঝতে পারি অনেক পাঠক এসে ক্লিক করে ফিরে গেছেন। নতুন কিছু পান নি। দু:খিত, ভীষণ দু:খিত।এইমাত্রকিছুক্ষণ আগে থিসিসের পূর্ণ পান্ডুলিপিটা সেকেন্ড সুপারভাইজারের ইমেইলে পাঠিয়ে দিয়েছি। এখন আমি মুক্ত, ভারমুক্ত। সুতরাং এ ক'দিন যেটুকু নিরাশ করেছি তা পুষিয়ে দেব ন তুন নতুন লেখায়। সুতরাং কার্সর রাখুন ব্লগবগানিতে আর আওয়াজ দিন কী রকম লেখা পড়তে চান। বাঁধ ভাঙার আওয়াজে আবার ভারী ভারী কথার মার্চপাস্ট শুরু হতে যাচ্ছে!!!(আজ চমৎকার আবহাওয়া। বাইরে একটা চক্কর না লাগালে এতদিনের বন্দী জীবনটাকে বিদায় জানানো যাচ্ছে না। ঘুরে এসেই লিখছি।)


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।