ব্যবসায় ভাটা পড়লে সব মুদিই টের পায়। ভোটার কমে গেলে নিরূপায় হয়ে পড়ে রাজনীতিবিদ। পূজারী কমতে থাকলে ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন হয় পুরোহিত। অর্থনৈতিক বিষয়টা বাদ দিলেও মনের শান্তি নষ্ট হওয়াটাও ক্ষুদ্ধ হয়ে ওঠার একটি কারণ হতে পারে। বিশ্বাসের অধোগতিতে বিরক্ত হন ধর্মীয় নেতারা। তেমনি ক্ষুদ্ধ ঈশ্বরপুত্রের ধর্মের অনুসারী পোপ ষোড়শ বেনেডিক্ট। তিনি ক্ষুদ্ধ নানা রকম গানের যন্ত্রের উপর। এমপিথ্রির জনপ্রিয়তায় এখন অসংখ্য মানুষের কানের কাছে গান। আইপড এক্ষেত্রে পছন্দের শীর্ষে। কানের কাছে গান বাজলে ঈশ্বরের কথা তো তার কানে ঢুকবে না। সুতরাং বেনেডিক্ট বিরক্ত। তিনি বিরক্ত গানের যন্ত্রের উপর। তিনি বিরক্ত ইন্টারনেটের উপর। (খ্রিস্টানরা তাদের ধর্মব্যাখ্যা থেকে শয়তান বা ইবলিসকে লুকিয়ে ফেলেছে। এখন ইবলিসের কথা তারা আর তোলে না। নতুবা বেনেডিক্ট এসব যন্ত্রপাতিকে শয়তানের আবিষ্কার বলেই ঘোষণা দিতেন।) ধর্মীয় নেতারা কথা বলেন না বাণী দেন। তবে তারা আগের মত হিংসাত্মক কথা বলেন কম। উৎসাহই দেন। এ উপলক্ষে বেনেডিক্টের অমোঘ বাণীর সারমর্ম হচ্ছে: Tune in to iGod not an iPod। ঈশ্বর বদলে যায়। আইপডও কারো কারো কাছে সিম্বল বা প্রতীক। ঈশ্বরপুত্রের পিতা-ঈশ্বরেও মানুষ বেশিদিন আস্থা রাখেনি। যাদের বিরুদ্ধে ঈশ্বরপুত্র লড়ছিলেন তারাই ছিনতাই করে নিয়ে যায় তার ঈশ্বর-চেতনা। জন্ম হয় রোমান ক্যাথলিক। ক্যাথলিকদের পোপের হুংকারে আর নিয়ন্ত্রণে যখন সাধারণ বিশ্বাসীরা শ্বাস নিতে পারছে না, তখন বিদ্রোহ করলেন জামার্নির এক যাজক মার্টিন লুথার (1483-1546)। জন্ম হলো প্রটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ান ধর্ম। এরকম উদাহরণ ইতিহাসে আরো আছে। আমাদের বাসভূমিতে আছেন চৈতন্যদেব। সে কথা থাক। নতুন পোপ বেনেডিক্টের নয়াবাণীতে আসি। বেনেডিক্ট বলেছেন, বিজ্ঞান আমাদের জীবনকে উন্নত করেছে। কিন্তু একধরনের যুক্তিকে সামনে নিয়ে এসেছে যা মানুষের দৃষ্টিসীমানা থেকে ঈশ্বরকে বিতাড়িত করে দেয়। বিজ্ঞান এমনভাবে কথাগুলো বলে যাতে মনে হয়, এটাই সর্বশ্রেষ্ঠ যুক্তি। বেনেডিক্ট সব ধর্মগুরুদের মনের কথাই বলেছেন নিশ্চয়ই। হারুন ইয়াহিয়া নিশ্চয়ই একথাগুলোকেই আরবিতে বলে নতুন সিডি বের করবে। নিজের জন্মভূমি জার্মানিতে বেড়াতে এসেছেন বেনেডিক্ট। সেখানে লোকজন তাকে সম্বর্ধনা দিয়েছে। আবার কিছু লোক তার ঘরের জানালায় পেইন্ট বল (রং ভর্তি বেলুন) ছুঁড়ে মেরেছে। (প্রশ্ন: এই লোকদের কানে কি আইপড ছিল? ওরা ঈশ্বরের কথা শুনতে পায় না?)শুরুতে যেকথা বলেছিলাম। বিক্রিতে ভাটা টের পায় মুদি। পোপের এত কথার কারণ জার্মানির চার্চে হাজিরার নিম্নগতি। প্রচন্ড সেকু্যলার হয়ে উঠছে জার্মান সমাজ। প্রতিবছর প্রায় 100,000 লোক চার্চ ছাড়ছে জার্মানিতে। ঈশ্বরপুত্রের ধর্মনেতাদের চিন্তিত হওয়ারই কথা। খবরটি পাবেন এখানে..http://washingtontimes.com/culture/20060910-114751-6344r.htm
মন্তব্য
নতুন মন্তব্য করুন