আমাদের ভার্সিটি কালে যখন যাযাদি কমপ্লেক্স ছিলো না, ইস্টার্নপ্লাজার মত দোকান-পাটে সসত্দা ভিসিডি-ডিভিডির (এসব ফরম্যাটের প্রযুক্তিই আসেনি) রমরমা বাজার ছিল না তখন ছবি দেখার জায়গা ছিল বিভিন্ন দূতাবাসের ইনফরমেশন সেন্টারগুলো। সবাই সোৎসাহে ফিল্ম সোসাইটি করতো যাতে মেম্বারশিপের সুবাদে মুফতে ভালো বিদেশি ছবি দেখার সুযোগ পাওয়া যায়। রাশান কালচারাল সেন্টার, ইন্ডিয়ান ইনফরমেশন সেন্টার, আলিয়ঁস ফ্রঁসেজ, গ্যোয়েটে ইন্সটিটিউট, ব্রিটিশ কাউন্সিল, ফিল্ম আর্কাইভ এবং কালেভদ্রে চীনা, ইরানী সাংস্কৃতিক কেন্দ্রগুলোই ছিল লোভনীয় জায়গা। সুজন সখী, নয়নমণি থেকে চোখ তুলে বিদেশি শিল্পসম্মত ছবি দেখছি। হা-ভাতের মত গিলতাম। পুরো ছবি মনে থাকতো না। একটা দুটো দৃশ্য, কোনো ক্যামেরার কাজ দেখেই মাতাল হয়ে যেতাম। অনেক ছবির দৃশ্য চোখে লেগে আছে এখনও। কিন্তু ভুলে গেছি ছবির বা পরিচালকের নাম। তবে অনেক বিখ্যাত পরিচালকের ছবিই দেখা হয়েছিল তখন। এখন শুধু পরিচালকদের নামই মনে আছে। থিসিসের চরম ব্যসত্দতার সময় মাহবুব মোর্শেদ যখন একের পর এক বিখ্যাত সব চলচ্চিত্রের নাম তুলে দিচ্ছিলেন তখন তাকে ধন্যবাদ দিয়েছি কখনও কখনও কিন্তু অপেক্ষায় ছিলাম কখন অবসর পাবো। আজ তার পোস্টে গিয়ে ছবিগুলোর তালিকা করলাম। বিট টরেন্টে খোঁজ নিতে হবে প্রথমে। যেগুলো পাওয়া যাবে সেগুলো নামাতে হবে। কেমন দেখলাম, কেমন লাগলো নিশ্চয়ই জানাবো। তার আগে ধন্যবাদ মাহবুব মোর্শেদ। 1. Le Miroir by Andrei Tarkovosky
2. Day for Night by F. Truffauts
3. The Wind will Carry Us by Abbas Kiarostami
4. Gabbeh by Mohsen Makhmalbaf
5. Kandahar by Mohsen Makhmalbaf
6. Where is the friend
মন্তব্য
নতুন মন্তব্য করুন