হাসিবের কল্যাণে এনটিভি দেখছি। কিন্তু ভয়ানক সব সংবাদে বেড়ে যাচ্ছে রক্তচাপ। এইমাত্র সন্ধ্যার খবরে শুনলাম জামায়াতে ইসলামী ও শিবিরের 4 জন কর্মী মারা গেছেন। তারা বায়তুল মোকাররমের উত্তর গেট আগলে আছেন। জামায়াত ও শিবির উত্তর গেট দখল করে আছে আর 14 দল সেটা দখল করতে চাচ্ছে। আমরা সাধারণত: দক্ষিণ গেটটাই দেখি। ঐপাশে দোকান-পাট আছে। কিন্তু উত্তরগেট কেন দখল করে রাখা দরকার। উত্তর গেটে কী আছে?
মন্তব্য
নতুন মন্তব্য করুন