বাংলাদেশ, আছো তুমি বুকের গভীরে

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বুধ, ০১/১১/২০০৬ - ১০:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:


লন্ডনে অনেকগুলো বাংলা চ্যানেল দেখা যায়। কিন্তু বাসায় ক্যাবল লাইন নিলে ইংরেজি কোন চ্যানেলই আর দেখা হবে না এ যুক্তিতে আমি ক্যাবল কানেকশন নেইনি। টেরেস্টেরিয়াল যে পাঁচটা টিভি চ্যানেল আছে তাদের অনুষ্ঠানই দেখি আমি। যে দেশে থাকলাম সে দেশের সংস্কৃতি ও ইতিহাস জানার আগ্রহেই মূলত: এটি করি। দেশ সম্পর্কে তো জানিই। অনেকে আমার এ ধরনের চাওয়াকে খারাপ চোখেই দেখেন। ভাবেন দেশপ্রেমের অভাব। এবার দেশের সংকটময় মুহুর্তেবাংলাদেশের সংবাদ জানার জন্য খুবই উদগ্রীব হয়ে উঠলাম। অরূপের পোস্টে পাওয়া হাসিবের লিংক খুব কাজে লাগলো। গত তিনদিন এনটিভি দেখেই কেটেছে। বিবিসি, আইটিভি, চ্যানেল ফোরের কত প্রিয় অনুষ্ঠান দেখা হলো না। অন্য সময় হলে খুব আফসোস হতো। কিন্তু বাংলাদেশের খবর জানার উৎকণ্ঠ আগ্রহের কাছে অন্য কিছুই কিছু না। অনেক কিছু মিস হয়ে গেছে, ক'দিন বাংলাদেশের অবরোধের সাথে তাল মিলিয়ে আমিও অবরুদ্ধ হয়েছিলাম ঘরের ভেতর। তবু খারাপ লাগছে না। মনে হচ্ছে এরকমই হওয়ার কথা। দেশের চিন্তায় ও মঙ্গলাকাঙ্খায় উদ্্বিগ্ন হওয়ারই কথা। এবারের এই ঘটনাটা না ঘটলে বুঝতেই পারতাম না, বাংলাদেশ কতটা হৃদয়ে প্রোথিত।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।