আজিজ বনাম আলী ও কাউয়া নিতাইর রসিকতা

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: মঙ্গল, ২১/১১/২০০৬ - ৬:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:


কিছু কিছু কমেডি থাকে যা খুব সূক্ষম। নেচে কুঁদে কোনো ভাঁড়ামির চেষ্টা নেই, গলা বিকৃত করে বা মুখ ভেংচিয়ে দৃষ্টি আকর্ষণের কোনো চেষ্টা নেই, বরং চরিত্রটি নিজের মত সিরিয়াসলি নিজের কাজকর্ম করে। কিন্তু তার কাছে যা সিরিয়াস আমাদের কাছে তা হাসির হয়ে দেখা দেয়। অথবা তার কোন ছোট্ট মন্তব্য। মানে তার চরিত্রানুগ কথাবার্তা যত সিরিয়াসই হোক আমাদেরকে একরকম হাস্যরসের চালান দিচ্ছে। আমার খুব ভালো লাগে এরকম কমেডি।

ঠিক এই কারণে কাউয়া নিতাইকে আমার ভালো লাগে। আলীর কাট পেস্টের সংখ্যা যত হয়, তার চেয়ে ঠিক একটি বেশি হয় কাউয়া নিতাইর পোস্টের সংখ্যা। আহা আলী, কাট-পেস্টেও কাজ হচ্ছে না তার। এই জায়গাটায় বিষয়টা কমেডি হয়ে ওঠে। আর কাউয়া নিতাইর কাছে এই সুক্ষম প্যাঁচে আলীর হেরে যাওয়া দেখে বেদম হাসি পায়। কাউয়া নিতাইর কমেডির স্বার্থকতা এখানেই।

কাউয়া নিতাই কবিতাকে বলে কাউয়াতা। কমেডিকে কি বলে?
তাছাড়া তার এই যে আলীর সাথে পালটাপালিট কাউয়াতা বা রসিকতা এর কি কোনো নাম আছে?

থাকতেই পারে। নাও পারে। হয়তো বানানো যেতে পারে। তবে আমি বলি; নিতাই, ন্যাতায়া পড়বেন না, আলীর সাথে তালি দিয়ে কাউয়াতা চালিয়ে যান। দেখেন কে আগে যায় আজিজ না আলী?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।