আজিজ গেছেন না আছেন তা নিশ্চিত করতে হাইকোর্ট বসাতে হবে। তিনি বেতন-ভাতাদি নিয়ে পুলিশ-প্রহরায় সরকারী বাড়িতে শুয়ে-বসে মৌজ করছেন। নির্বাচন পার হলে তিনি আবার গদিনশীন হবেন। তারপর কতদিন নন্দলালের মত গাঁট হয়ে বসে থাকবেন তা নির্ভর করবে এই তিনমাসে তার পশ্চাৎদেশে কতটা চর্বি জমবে তার ওপর।
কিন্তু জপ্রকুউ-9 এর শ্রেষ্ঠ কূটকের নাম ঘোষণা না করলে আমার গদি নিয়েই হাল্লা-চিল্লা শুরু হতে দিরং হবে না। সুতরাং আসুন এবার বিজয়ী ব্লগারুর হাতে তুলে দেই শ্রেষ্ঠ কূটকের কাপ।
আমার বিচারে এবার কূটক-শ্রেষ্ঠ হিসেবে নিজের কুশলতা যথার্থ ফুটিয়ে তুলতে পেরেছেন নবীন ব্লগারু: জামাল ভাস্কর।
জামাল ভাস্করকে অভিনন্দন।
নতুন পর্বের জন্য প্রস্তুতি নিন, প্রশ্নও জমা দিতে পারেন।
মন্তব্য
নতুন মন্তব্য করুন