তিনি প্রথম বাংলাদেশি যিনি পেলেন নোবেল প্রাইজ। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সাথে ভাগাভাগি করে। কিন্তু এই নোবেল-প্রাপ্তির সাথে সাথে তীব্র সমালোচনায় পোস্টের পর পোস্ট পড়েছিলো এই ব্লগ-সাইটে। বিভিন্ন দিক থেকে তার এই নোবেল প্রাপ্তির বিশ্লেষণ ও বিদ্রুপ করেছেন ব্লগারুরা। দেশবাসী অবশ্য তার নোবেল-প্রাপ্তিকে আনন্দের সাথেই নিয়েছিলেন। ড. ইউনুসের ভাষ্যে একাত্তরের পর নাকি এই প্রথম এতটা উদ্বেলিত হয়ে উঠলো জাতি। http://amadershomoy.com/news.php?id=118510&sys=3
সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান অবশ্য খুশিই ছিলেন নোবেলটা অর্থনীতিতে দেয়া হয় নাই। তবু রসিকতা করতে ছাড়েননি শিশির ভট্টাচার্য্য (কাটর্ুন দেখুন)। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন পর্যনত্দ সম্বর্ধনা দিয়ে পেলেন ইউনুসের পরামর্শ। ড. ইউনুস জাতির ক্রানত্দিলগ্নে রাষ্ট্রপতিকে দিলেন মোৰম মন্ত্র, "আপনি সবার কথাই শুনবেন, কিন্তু কারো কথা শুনেই কাজ করবেন না। সিদ্ধানত্দ নেবেন চোখ বুঁজে।" ড. ইউনুসের চোখ বুঁজা তত্ত্ব নিয়ে ড. ইয়াজের একমাস গত।
বিশ্বকে দিয়েছেন গ্রামীণ ব্যাংক এখন দেশকেও দিতে হয়। খোকার সভায় গিয়ে তিনি দিলেন দেশ বাঁচানোর কবিরাজি ফমর্ুলা। সব পক্ষের দলগুলোকে নিয়ে হামানদিসত্দার মধ্যে একটা ঘুঁটা দিতে হবে আর শেষে তিনি দেবেন ফুঁ। তাহলেই দেশে বইবে শানত্দির লু-হাওয়া। তার কবিরাজিতে বিরক্ত সবাই। সাংস্কৃতিক কর্মীরা উল্টো তাকে ফমর্ুলা দিলেন; কি করলে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন আর শক্তি দই দরিদ্র মানুষের কাজে লাগবে। তারা বলেছেন, গ্রামীণ ব্যাংকের চড়াসুদ কমিয়ে 2% সার্ভিস চার্জ রাখলে, গ্রামীণ ফোনের নু্যনতম চার্জ কমিয়ে গ্রামাঞ্চলে 25 ও শহরে 50 পয়সা করলে, এবং সম্পূর্ণ বিদেশি অনুদানে স্থাপিত শক্তি দইয়ের মূল্য 5 টাকা থেকে 1 টাকা করলে দেশে দারিদ্র্য কমে শানত্দি আসবে। তারা ইউনুসকে বলেছেন অন্যকে ভুয়া ফমর্ুলা না দিয়ে নিজের কাজে মনোযোগ দিতে।
বস্নগের বস্নগারম্নরা হয়তো ইউনুস-সমালোচনার দায়িত্বটুকু আগেই প্রাণভরে পালন করে ফেলেছেন। তবে সঠিক সময়টা এখনই। তার এই ফমর্ুলা-ফ্যাক্টরির দূষণ ঠেকাতে এখন ফমর্ুলা দরকার। তিনি ফমর্ুলা পছন্দ করেন, সুতরাং ফমর্ুলা ছাড়া অন্যকিছুতে কাজ হবে না। জপ্রকুউ'র দশক পূর্তিতে তাই বস্নগারদের কাছে প্রশ্ন হচ্ছে, আপনার মতেঃ
ফমর্ুলা দেয়া থেকে ইউনুসকে থামানোর ফমর্ুলা কী?
যুৎসই ফমর্ুলা দেয়ার জন্য কূটক ব্লগারের জন্য থাকবে বিশেষ পদকঃ "ইয়েস-বেল"।
অংশগ্রহণকারী বাকীদের জন্যও ফাও হিসেবে থাকছে ইউনুসের নতুন কোনো ফমর্ুলা।
সুতরাং নেমে পড়ুন ময়দানে, পেড়ে নিন, "ইয়েস-বেল"।
মন্তব্য
নতুন মন্তব্য করুন