অনেকদিন পর বাংলাদেশ।অনেকদিন পর বাঁধ ভাঙার আওয়াজ। যদিও ঢাকার বাইরে কোথাও এখনও যাওয়া হয়নি তবুও এই ইট-সিমেন্টের শহরটাকেই বাংলাদেশ মনে করে অনেক আনন্দে আছি। বাড়তি আনন্দ যোগ করলো বাঁধ ভাঙার আওয়াজের বন্ধুদের সাথে মুখোমুখি দেখা হওয়া, আড্ডা মারা। যদিও ব্লগের ভাচর্ুয়াল পরিচিতিকে বাস্তবে আনার পক্ষপাতী আমি ছিলাম না। তবুও প্রাণোচ্ছোল কিছু ব্লগাররা রীতিটা চালু করেছিলেন। আমার কাছেও এখন মনে হচ্ছে বিষয়টা খুব স্বাভাবিক এবং এরকম দেখা হওয়াই উচিত।
ঢাকায় যারা আছেন তাদের অনেকের সাথেই হয়তো দেখা হয়ে যাবে। তবে প্রবাসী কয়েকজনের সাথে দেখা হলো ডিসেম্বরের লম্বা বন্ধের সুবিধায়। আর অনেকদিন পর ব্লগসাইটে ঢুকে দেখলাম আরো অনেক নতুন ব্লগার যোগ দিয়েছেন। অনেক অনেক নতুন লেখা পড়া হয়নি।
আরেকটা কাজ হয়তো করতে হবে। সেটা হলো সামহোয়ার ইনের অফিসে যাওয়া।
অনেকগুলো বিশেষ বিশেষ দিন মাঝে চলে গেছে। সবাইকে সেইসব বিশেষ দিনগুলোর শুভেচ্ছা। শুভ বড়দিন, শুভ 2007, ও ঈদ মোবারক।
মন্তব্য
নতুন মন্তব্য করুন