বলেছিলাম বেসিকটা ঠিক করতে।
তা অনেককিছুই হচ্ছে সামহোয়ারে। কিন্তু মূল কাজগুলোই ঠিকঠাক মত করা যাচ্ছে না।
মূল কাজ মানে নির্বিঘ্নে লেখা পোস্ট করা।
এই ইউনিজয় না কি যেন সিস্টেমে খন্ড-ত বা ত এর যুক্তাক্ষরগুলো আসে না।
ওয়ার্ডের মত সহজ করে আমরা বোল্ড, ইটালিক ইত্যাদি ফরম্যাটিং করতে পারি না।
লিংকটা সহজে দেয়া যায় না। হাসিব ও অন্যান্যরা আমাকে ঘন্টাখানেক ধরে জটিল একটা পদ্ধতি শিখাতে চেয়েছে, তাদের ধন্যবাদ। আমি শিখতে পারিনি।
এখন দেখা যাচ্ছে হাসিন ইউটিউব বা ভিডিও যোগ করছে, কিন্তু ফিচারটা কোথায়, কীভাবে যোগ হবে?
এইসব সাধারণ বিষয়গুলো সমাধান না হওয়ায় আগের মত করে ব্লগিং করতে পারছি না। সমাধানগুলো বাতলে দিলে ভালো হয় না?
মন্তব্য
নতুন মন্তব্য করুন