স্বাগতম লুত্ফর রহমান রিটন

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: মঙ্গল, ১৪/০৮/২০০৭ - ৫:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্বাগতম লুত্ফর রহমান রিটন

নতুন সচলের তালিকায় রিটনের নাম দেখা যাচ্ছে। কিন্তু তালিকা থেকে ব্লগে আসতে অনেকের সময় লেগে যায় অনেক। কেউ কেউ আবার শেষ পর্যন্ত আর আমাদেরকে লেখা না দিয়েই কেটে পড়েন। রিটনের জন্য যাতে এরকম কোনো পথ খোলা না থাকে সেজন্য ঢাক/ঢোলের ব্যবস্থা।

রিটন, আপনার তাজা তাজা লেখাগুলো তো পোস্ট করবেনই। আলোচনায়ও অংশ নেবেন আশা করি।


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

স্বাগতম বাল্যের প্রিয় বন্ধুরে। বুদ হয়ে থাকতাম। এখনও আছে মুগ্ধতা

ভুল সময়ের মর্মাহত বাউল

ভাস্কর এর ছবি

ছড়া...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

ভাস্কর এর ছবি

স্বাগতম...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

অচেনা এর ছবি

জাঝা কাজ করলেন বিগ সি বস।
রিটন নাম দেখে আমি চিন্তা করছিলাম লুতফর রহমান রিটন কীনা। দারুন হবে হাসি

কে জানি দেখলাম গোলাম মুরশিদকে আমন্ত্রন জানাইছে ন। উনি আসলেও ফাটা ফাটি হইত।

-------------------------------------------------
আমি ভালবাসি বিজ্ঞান
আমি ঘৃণা করি জামাত॥

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

'রিটন লিখে ছড়া
খায় তালের বড়া।'

এখন কি হবে?
'রিটন লিখে ব্লগ
খায় স্প্রাইট?"

হলো না। হবে না। কারণ, ওখানে কি হবে সেটা রিটনই ভালো বলতে পারবেন। সেটাই নিয়মিতভাবে আসা করছি।
আমার বন্ধুবর আসাদ করিম প্রিয় আসবো আসবো করছিলো, আমিও আনবো আনবো বলছিলাম। এখন তার প্রিয় রিটন চাচাকে দেখে কতোদিন না এসে থাকতে পারে সেটাই ভাবছি। হা হা।

স্বাগতম!

ঝরাপাতা এর ছবি

স্বাগতম, এবার ছড়া শুরু হোক।

অচেনা ভাই,
আমি গোলাম মুরশিদকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তবে উনি খুবই ব্যস্ত। আসবেন কিনা সন্দেহ। তবুও আমি আরেকবার কড়া নেড়ে দেখবো।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হিমু এর ছবি

হাজার বছরের বাঙালি সংস্কৃতি পড়ছি এখনও ...। তারচেয়েও ভালো লেগেছে "যখন পলাতক।"

গোলাম মুরশিদকে আবার অনুরোধ করা হোক।


হাঁটুপানির জলদস্যু

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

গোলাম মুরশিদ এখন প্রৌঢ় বয়সে অনেক সিরিয়াস লেখা নিয়ে ব্যস্ত। তিনি ব্লগিং-এ সময় দেবেন এটা আশা করা ঠিক না।
জেনারেশনগুলোর ভিন্ন একটা দৃষ্টিভঙ্গিও থাকে। ব্লগিং বা ইন্টারনেট সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিটাও খুব একটা উত্সাহব্যঞ্জক না। তবে অনুরোধ তো করাই যায়। বাসায় গিয়ে এ্যাকাউন্টও খুলে দেয়া যায়।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অচেনা এর ছবি

ধন্যবাদ ঝরাপাতা।
গোলাম মুরশিদের আশার ছলনে ভুলি !
কোন বাঙালি এমন গবেষণা করেছে বলে মনে হয় না।

আমিও মইনুস সুলতান নামে একজন কবিকে আমন্ত্রন জানিয়েছিলাম। প্রথম আলোর সাহিত্য সাময়িকী তে কাবুলের ক্যারাভান নামে জটিল ভ্রমন কাহিনী লিখছেন। রাজী হয়েছিলেন এখানে লেখার জন্য। কিন্তু তিনিও রেজি: করছেন না। মন খারাপ

[বিগ সি বস , মাইন্ড নিয়েন না, ধান বানতে শিবের
গীত গাইলাম।]

-------------------------------------------------
আমি ভালবাসি বিজ্ঞান
আমি ঘৃণা করি জামাত॥

সৌরভ এর ছবি

স্বাগতম, লু‍‍ৎফর রহমান রিটন।
আমাদের শৈশবের ছড়াবন্ধু।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

ফারুক হাসান এর ছবি

লু.র.রিটন,
মামু আসেন এইবার একটা শান্তিচুক্তি করি।

-----------------------
জানেনিতো, ইহা নিতান্তই নিজস্ব মতামত

সুজন চৌধুরী এর ছবি

দাদা চাপা মাইরেন না।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

কারে না চাপাইতে কন?
আমারে না লু র রিটনরে?
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সুমন চৌধুরী এর ছবি

রিটন কে স্বাগতম্!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

হিমু এর ছবি

স্বাগতম স্বাগতম স্বাগতম ...


হাঁটুপানির জলদস্যু

সুজন চৌধুরী এর ছবি

এইটা কী সত্যিই রিটন ভাই !?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

বিপ্লব রহমান এর ছবি

স্বাগতম স্বাগতম স্বাগতম ...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

ধুসর গোধূলি এর ছবি

- শিমুলের ছড়িতা হয় নাই দেঁতো হাসি
এমনে হবে-

রিটন লিখে ব্লগ-
খেয়ে তেঁতুলের টক!

স্বাগতম লুতফর রহমান রিটন।
_________________________________
<সযতনে বেখেয়াল>

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

রিটনদার ইউনিকোড সংক্রান্ত একটি সমস্যা হচ্ছে। সেটা সমাধান হলেই তিনি শুরু করবেন বলে জানিয়েছেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আর জুবায়ের ভাইকেও ধন্যবাদ সচলায়তনকে রিটনদার কাছে পরিচিত করার জন্য।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মুহম্মদ জুবায়ের এর ছবি

আসল কৃতিত্ব মাহবুব মুর্শেদের একটি ভালো ভুলের। ফাঁস করে দেবো নাকি? চোখ টিপি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ইয়ে, মানে...

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মজার ঘটনাটা সবাইকে জানানো যায়।

রিটন ভাইয়ের সচলায়তন দেখতে সমস্যা হচ্ছিল। জুবায়ের ভাইয়ের ফরোর্য়াড করা ইমেইলে সেটা পড়ে আমি ইন্টারপ্রেট করেছি রিটন ভাইয়ের সচলায়তনে ঢুকতে সমস্যা হচ্ছে। আমিতো রিটন ভাইকে ইমেইল করে অস্থির করে ফেলেছি।

পরে ফোনে আলাপ করে জানালাম এতদূর যখন ভেবেই নিয়েছি, তখন তাকে সচলায়তনে চাই। অমায়িক রিটন ভাইও রাজি হয়ে গেলেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুজন চৌধুরী এর ছবি

আইতে কন মজমা হইবো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

দ্রোহী এর ছবি

রিটন বলেছিলেন:

বলে রাখি দুটি কথা ব্রাকেটে
দুটি টুপি বানানো যায় একটি মাত্র ব্রা কেটে!

আহা কি মধুর ছড়া।


কি মাঝি? ডরাইলা?

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

এইটাতো ছাপা হওয়া ছড়ার কথা কইলেন। আমি ছাপা না হওয়া ছড়ার কথা কই।

কি একটা অনুষ্ঠানে শিশু একাডেমি গেছি। সেখানে সহকারী পরিচালক ছিলেন সুন্দরী এক মহিলা রেজিনা। মানে যাকে দেখলে মন ভালো হয়ে যায় এরকম হাসিখুশি সুন্দরী। উনি আমাদের খোঁজখবর নিচ্ছিলেন কিন্তু ঠিক আড্ডা জমছিলো না। আলী ইমাম ভাই আর আমি তখন দায়িত্ব দিলাম রিটনকে।

তো রিটন সেই বেগম রেজিনার কাছে গিয়ে কবিতা-টবিতার কথা পেড়ে দেখে তেমন সুবিধা হয় না। মেয়ে বাংলার ছাত্রী হলেও এসব বিষয়ে আগ্রহী না। তখন রিটন ছড়া কাটলেন,

শিশু একাডেমির রেজিনা
কবিতার বিষয়ে ক্রেজি না।

ব্যস, হাসি আরো প্রসারিত হয়ে গেল। একদম জমে দই।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হাসান এর ছবি

জটিল খবর!

রিটন ভাইকে স্বাগত জানাচ্ছি, সাথে সাথে জুবায়ের ভাইকে ধন্যবাদ।

--------------------------
My Workspace - Business Promotion Directory

থার্ড আই এর ছবি

আমার ছেলেবেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া প্রতিযোগিতার যত ছড়ার বই পুরস্কার পেতাম তার মধ্যে প্রথম ছড়ার বই ছিলো রিটনভাইয়ের । তখন সপ্তম শ্রেনীর ছাত্র ছিলাম। সেই ছড়াকার এখন সচলে!!!
দারুন উত্তেজনা হচ্ছে।
আমাদের ভূবনে স্বাগতম।
--------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

জ্বিনের বাদশা এর ছবি

জটিল ব্যাপার!!
"লুৎফরা রহমান রিটন আর আমি একই সাইটে লিখি" বলা তো দূরের কথা ভাবলেও তো আকাশে উঠে যাই!!
সৃাগতম, শৈশব বন্ধু।

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মুহম্মদ জুবায়ের এর ছবি

আমার মাধ্যমে রিটন সবাইকে জানিয়েছেন:

আমি আপনারে ছাড়া করি যে সবারে কুর্নিশ

তাঁর কমপিউটারের সমস্যা দূর হলেই স্বয়ং কুর্নিশটি জানাবেন বলেছেন।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

এই লাইনের পরের লাইনে রিটন যে শব্দ দিয়ে অন্তমিল দেবেন তা বলতে পারবো: অহর্নিশ।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

আরশাদ রহমান এর ছবি

রিটন ভাইকে স্বাগতম!

অতিথি এর ছবি

রিটন আমার ছড়া লেখার "আদর্শ" বলা চলে । কবিতার আভিজাত্যে দমবন্ধ হয়ে এলে , ছড়া গুলোকে নিতান্ত অবহেলায় এক কোনে পড়ে থাকতে দেখলে আমি রিটন ভাই এর কথা মনে করে কষ্ট সামলে নিতাম। কবিতার কুলীন বাজারে ছড়াকে ছড়িয়ে দেওয়ার জন্য তাঁকে অসংখ্য ধন্যবাদ ।

রিটন ভাইয়া , এসেই পড়ো , সময় খুঁজে
যায় কি পাওয়া এই ধরাতে ? কে আর বুঝে !
তার চে' ভালো সময় টুঁটির কলার চেপে
ছন্দ ব্যাটায় নাচাও আবার ছন্দ মেপে
আবার তোমার শব্দে ভুলি নিপাট আঁধার
শব্দে হানি শব্দে ভাঙি প্রাসাদ বাধার
তোমার মত শব্দ মিছিল আমিও দেখি
কুলীন কবির বিপুল ধ্বনি যখন মেকি!

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

এর চেয়ে জোরে আওয়াজ দেয়ার তো উপায় নাই। কিন্তু কম্পিউটার ঠিক না হলে তো রিটনকে পাওয়া যাচ্ছে না।
কোনো হার্ডওয়্যার এক্সপার্ট একটা ট্রিপ দেন রিটনের বাসায়।
পারিশ্রমিক হিসেবে চিকেন বিরিয়ানি খাইতে পাওয়ার একটা সম্ভাবনা আছে।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।