ফখরুদ্দিনের এখন কোমর সোজা করে দাঁড়াবার সময়।
ছয়টি বিভাগীয় শহরে কারফিউ আর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সেনাকমান্ড এখন মিটিং-এ। তাদের পরবর্তী রণকৌশল তৈরি করতে।
ফখরুদ্দিন গং এখন মেরুদন্ড সোজা করে দুটো কথা বলতে পারে দেশের মানুষের পক্ষে। তার সরকারের সাথে সেনা সংযোগকে বিচ্ছিন্ন করে সেনাদেরকে অনুরোধ করতে পারে ফিরে যেতে।
কিন্তু পুতুল যতই সুশীল হোক, রিমোটের বাইরে তারা নড়াচড়া করতে পারে না। সুতরাং ফখরুদ্দিনের প্রমিত ভাষার সুশীলত্ব জনগণের হৃদস্পন্দন বুঝবে এমন আশা করা বোধহয় ঠিক না।
তবু মনের গহীনে মানুষের প্রতি বিশ্বাস থেকে আশা পোষণ করি একটি সুশীল শিক্ষিত মানুষ, পরিষদ শেষ পর্যন্ত পুতুল ভূমিকা ছেড়ে সম্মানের সাথে উঠে দাঁড়াবে। দেশের মানুষের পক্ষে কথা বলবে।
সে আশা হয়তো পূরণ হবে না।
সুতরাং সেনাশাসন ঠেকাতে হলে ভরসা শেষ পর্যন্ত জনগণ। ভরসা শেষ পর্যন্ত ছাত্রদের চেতনা।
ফখরুদ্দিন এন্ড গং দাঁড়ালে হয়তো এটা ঠেকানো যেতো এখনই। নতুবা একবার তারা স্বরূপে এসে গেলে হয়তো অপেক্ষা করতে হবে অন্তত: ৮-৯ মাস।
(দেশটা স্বাধীন তো ৯ মাসেই হয়েছিল, তাই না।)
মন্তব্য
হায়রে ফখরুদ্দিন!!
দেখারাম হয়ে গেলাম!!!
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
ফখরুদ্দিন কি এই সংকটে পথ দেখাতে পারবে?
থামিয়ে রাখতে পারবে ক্যান্টনমেন্টের ট্যাংক।
বসতে পারবে দেশের বুদ্ধিজীবি ও নেতাদের নিয়ে?
বের করতে পারবে কোনো সমাধান?
বিশ্বব্যাংকের চাকরির অভিজ্ঞতা কি কোনো কাজে দেবে?
নাকি শুধুই জ্বী-হুজুরগিরি চলবে...
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
বিচারপতি সায়েমের কথা মনে নাই?
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
সায়েমের চেয়ে সাত্তারের কথা মনে আছে বেশি।
এরশাদ আসার সময় কোন এক বিচারপতি ছিল না, আহসান উল্লাহ কি যেন?
আহা এদের নামও মনে থাকে না.........
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আবুল ফজল মুহাম্মদ আহসানউদ্দিন চৌধুরী
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
ফখরুদ্দিন পারবেনা। সে পারার চেস্টা করবে বলেও মনে হয়না।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
এই সততার মূর্তি, প্রমিত উচ্চারণের ফতোয়ায় তাহলে দেশের মানুষের কী লাভ?
এরাই বড় বড় বাণী দেয়।
অন্যদেরকে রাজনীতির পাঠ দেয়।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
সর্বশেষ আপডেট : বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি তারা সরকারী সিদ্ধান্ত মানবে কিনা। একটি জরুরি সভায় বসতে যাচ্ছেন তারা। ছাত্ররা প্রতিবাদে রাস্তায় নেমেছে, বিশ্ববিদ্যালয় বন্ধ করা যাবে না, তারা ঘরে ফিরবেনা
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
এই পরিস্থিতিতে আমরা আজ থেকে ১৫ বছর আগেও ছিলাম। এখনও আছি।
রাতে সেনারা বিশ্ববিদ্যালয় আক্রমণ না করলেই হয়। অনেকেই আবার হার্ড লাইনে যাওয়ার পক্ষে। তাতে নাকি গোলাম আজম পুত্রের পথ পরিষ্কার করা হবে।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
এ আশা পূরণ হবার নয়!
তোমার সুরে সুরে সুর মেলাতে
অমিত বাক্যটার অর্থ স্পষ্ট হলো না। কোন আশা?
ছাত্রদের নাকি গোলামপুত্রের?
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আপনার আশার কথা বলছিলাম।
শিরদাঁড়া সোজা করে ওদের আর উঠে দাঁড়ানো হবে না।
তোমার সুরে সুরে সুর মেলাতে
মেঘ
ফখরু আমরিকার সিটিজেন, তারে আমরা পাওয়ে ধইরা আনছি। শুদ্ধ ভাষায় কথা কইয়া 'অলিভ' অয়েলে চুল আঁচড়ে চলে যাবে, বুশালয়ে। বস্, মনটা খুব খারাপ। সারাদিন অফষি থেকে সব লাইভ দেখেছি। আমরা ভুগছি আসলে নেতুত্ব সংকটে। যে ক্ষোভ মানুষের একটু গাইড করতে পারলে কেউ সামনে দাঁড়াতে পারবে না, মা কসম।
মেঘ
এটা কী বললেন আপনি, ফ আমেরিকান? শিওর?
মেঘ, কেউ তো তাকে আনে নাই।
তাদের সাজানো মঞ্চের গুঁটি হয়েই তিনি আসছেন।
তবে শুরুতে তিনি বুঝেন নাই যে তিনি বড়ে মাত্র। ভেবেছিলেন তিনি বুঝি সেনাপতি।
শুনেছি এর মাঝে একবার পদত্যাগের হুমকিও দিয়েছিলেন।
কেউ যেন সামনে দাঁড়াতে না পারে....এই যেন হয়। জলপাইদের মার্চপাস্ট দেখলে খুব বেশি কষ্ট পাই...
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
জনাব শোহেল আপনার মাথায় কোন উন্নয়নের নতুন রোডম্যাপ আছে নাকি? যে অবস্থায় এই সরকার দায়িত্তে আসলো তার জন্যে দায়ী কে? কারা আজকের এই অবস্থা সৃষ্টি করলো? সেই ব্যাপারে আপনার জিহাদী বক্তব্য কই? একবার,আমরা কি একবারো ভাবছি এই সরকার যদি ব্যর্থ হয়,কি হতে পারে দেশের পরিস্থিতি? যে সকল ক্রিমিনাল জেলের ভেতর আছে তারা কতোখানি ভয়ংকর হয়ে উঠতে পারে সে বিষয়ে কি আমরা ওয়াকিবহাল? হ্যা এই বিষয়ে কোন সন্দেহ নেই যে মিলিটারির অতিরিক্ত নাক গলানো কখনোই ঠিক না,যার একটা বাজে পরিনাম ঢাবির একটা ছোট ঘটনা থেকে আমরা দেখি । কিন্তু একে যারা তুলনা দিচ্ছেন ৭১ আর ৯০ এর সাথে তারা ইতিহাসের মিথ্যে ব্যাখা দেয়ার চেষ্টা করছেন। আমরা নিজেরা ৯০ তে রাস্তায় এরশাদের লেলিয়ে দেয়া জল্পাই উর্দির সাথে লড়েছি;কিন্তু তখনখার রাজনৈতিক বাস্তবতা আর আজকের বাস্তবতা এক নয়।
আমরা যদি মোটা দাগে এই সরকারের ব্যর্থতার কথা বলি তাহলে প্রথমে আসবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ব্যর্থতা তথা বাজার নিয়ন্ত্রনে ব্যর্থতা এবং এরপর,রাজনৈতিক নিয়ন্ত্রন আরোপে। আর সফলতা-
১. সমাজকে দুর্নিতিমুক্ত করতে পদক্ষেপ গ্রহন,
২. বিপুল পরিমানে কালো টাকা ঊদ্ধার এবং কালো টাকার মালিকদের একটি বড় অংশের শাস্তির প্রক্রিয়া নিশ্চিতকরন (কোনরকম রক্তপাতছাড়া),
৩. বঙ্গবন্ধু হত্যামামলাসহ নানা সময়ের জঙ্গি-মদদপুষ্ট হত্যা-মামলা গুলোর বিচারিক কাজের শুরু এবং কিছু মামলার ন্যায়বিচার প্রদান,
৪.দেশের সর্বস্তরে একটা নূন্যতম রাষ্ট্রীয় শৃঙ্খলা আনার চেষ্টা (যে সিস্টেমটা পুরোপুরি ভেঙ্গে পরেছিলো)...
এইতো মোটামুটি চিত্র! আমরা ইতিহাসটাকে একটু মনে করি যদি,তাহলে দেখবো ৭১ থেকে ৭৪ এই সময়টিতে ততকালীন বঙ্গবন্ধু সরকার দেশ পুনর্গঠনে হিমশিম খেয়ে যাচ্ছিল কারন দেশটা তখন পুরোপুরি ভঙ্গুর অবস্থায় ছিলো; তাকে আমরা যথেষ্ট সময় না দিয়ে হত্যা করেছি, পরিনামে আজকের বাংলাদেশ কিন্তু আজ যখন আবারো আরেকটি সুযোগ আসলো আমাদের প্রিয় মাতৃভূমিটাকে ঢেলে সাজানোর, তখন আবারো সুযোগটাকে নষ্ট করে দেয়া হচ্ছে! আমি এই কথাগুলো এই কারনে তুলছি যে, আমি ছাত্রজীবনে রাজনীতি করতে গিয়ে দেখেছি আমাদের শিক্ষকরা (৭০% এর উপর)বছরের পর বছর আমরা সেসন জ্যামে কেন আটকা পরে আছি তা নিয়ে কোনোরকম চিন্তিত হওয়া দূরে থাক, উল্টো তেনারা বছরের পর বছর শিক্ষাছুটিতে গেছেন আমাদের শিক্ষার বারোটা বাজিয়ে। যখন দলীয় লেজুরবৃত্তিক ছাত্র সংগঠনগুলো অতি ক্ষুদ্রসার্থে সংঘর্ষের পর মাসের পর মাস বিশবিদ্যালয় বন্ধ থাকে তখন আমাদের তথাকথিত শিক্ষকদের দেখিনি প্রতিবাদী হতে! বরঙ তাদের দলীয় ও ব্যক্তিসার্থে এমন হীন কর্মকান্ডে লিপ্ত হতে দেখি যা ভিন্ন আলোচনার দাবী রাখে। যাইহোক আজকে যদি এই সরকার ব্যর্থ হয় আজকের ছোট কিন্তু লজ্জাজনক একটি ঘটনাকে কেন্দ্র করে তবে ভবিষ্যত বাংলাদেশের দায়িত্ত কারা নিবেন? সেই দুর্নীতিবাজ নীতিহীন রাজনীতিবিদরা(অবঃ সামরিক নেতা,আমলা, ব্যবসায়ীরাও এই দলভুক্ত)?? নাকি আমাদের অতি আবেগে ভেসে না গিয়ে ধৈর্যশীল হয়ে এই সরকারকে আরেকটু সময় দিয়ে দেখা শেষ পর্যন্ত একটা সুষ্টু নির্বাচন হয় কিনা! আমি ব্যক্তিগতভাবে এখনো আশা করি আমরা আবার একটি গনতান্ত্রিক প্রক্রিয়ায় আসবো একটা সুষ্ট নির্বাচনের মাধ্যমে। আশা করি আমাদের প্রিয় ভূমিটি একটি ন্যুন্তম রাষ্ট্রীয় শৃংখলায় আসবে, স্থিতিশীল সামাজিক শান্তির জন্য।
ধ্রুব
ধ্রুব, গতকাল আপনি এই মন্তব্য করেছিলেন।
আজ দেশে সেনাবাহিনীর প্রতিশোধমূলক নির্যাতনের পর নিশ্চয়ই আপনার এই মন্তব্যটির অনেক অংশ বদলাতে চাইবেন আপনি।
দেশ চালানোর কোনো যোগ্যতা তাদের ছিল না। এবং দেশ চালাতে এসে তারা আবার নতুন করে তাদের অদক্ষতার প্রমাণ দিয়েছে। সেইসাথে তারা নিজের দেশের জনগণের রক্ত ঝরাচ্ছে।
তাদের সম্পর্কে কোনো সুশীল মন্তব্য করতেও আমি রাজি না।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
মেঘ
মার্চপাস্ট দেখা অবধারিত।
কেয়ারটেকার গভ: এ আত্মীয় এমন লোক কয়জন আছনে বলেন তো ! আজকরে কুইজ। সাজানো সব এ তো জানা কথা।
কষ্ট হয় এইসব ছেলেমেয়েদের জন্য। মাইর খাইতাছে, ভাবতেছে কত কি হবে...আদপে যে কছিুই হবে না তাতে এ অল্প বয়সের বিশ্বাস ধাক্বা খাবে এবং আগামীতে এরা দেশের আর কোন সংকটে এগিয়ে আসার আগ্রহ হারিয়ে ফেলবে যেমন হারেয়েছি আমি বা আমরা।
মেঘ
দশজনের মধ্যে তো তিনজন ডাইরেক্ট আত্মীয় মনে হয়।
এই যে কিছু হবে আশা করে প্রতিবাদ করা তারপর পরিবর্তন দেখে বিশ্বাস ভেঙে যাওয়া...সত্যি সত্যি তা আমারও হয়েছিলো।
এই চক্র এখনও চলছে.....
কোথায় উদ্ধার আমাদের.....
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
- চিংড়ি মাছের মাথায় নাকি বর্জ্য থাকে। আমাদের দেশের অবস্থা এখন প্রমান সাইজের কোন গলদা চিংড়ির মতো। শিক্ষা কিংবা রাজনীতির স্বর্ণশিখরে আরোহিত মানুষ গুলোই এখন নিজেকে ওয়াস্ট বলে প্রমাণে ব্যস্ত। সিটাডেলের মানুষ গুলো যদি এমনতর হয় তাহলে এই অভাগা দেশটার আর কি হবে!
শালার যেই পুঙ্গির পুতেই লঙ্কায় যায় সে-ই রাবণের দশমাথা ধারণ করে।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এইসব ছ্যাবলামো থাকে সরাসরি মার্শাল ল আসলেই হয় । প্রতিরোধের স্পষ্ট প্রতিপক্ষ চিনে নেয়া যায় ।
সেনা শাসিত আর সেনা সমর্থিত ঘটনা তো একই । স্বাভাবিক সময়ের গনতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ও তো সেনাসমর্থিত । সেনাবাহিনী কি আইনগত ভাবে কোনো নির্বাচিত সরকারকে সমর্থন না করে পারে?
যখন বলা হয় ফখরুদ্দীন সরকার 'সেনাসমর্থিত' তার মানে কি দাঁড়ায় আসলে? সেনাবাহিনীকে সুযোগ দেয়া হয় কোনো সরকারকে সমর্থন করার আর কোনো সরকারকে সমর্থন না করার?
সেনাবাহিনী তো একটা নির্বাচিত গনতান্ত্রিক সরকারের অনেক গুলো ইনস্টিটিউটের একটা । আর সকল ইনস্টিটিউটের মতোই সে সরকারের নিয়ন্ত্রনাধীন থাকবে ।
চলমান আন্দোলনের ফলে যদি সেনাবাহিনী সরাসরি ক্ষমতায় আসে,সেটাকেই আমি আন্দোলনের সাফল্য ধরে নেবো । ফখরুদ্দীন টাইপের সুশীলদের ঢাল হিসেবে রেখে বরং সেনাবাহিনী এতোদিন ধোঁকা দিচ্ছিল । এই ধোঁকাবাজীর অবসান হওয়া জরুরী ।
রাজনৈতিক দলগুলোর কর্মীরা এই আন্দোলনে ইন্দন যোগাবে এটা তো অস্বাভাবিক নয় । বরং ইন্দন না যোগানোই তো অস্বাভাবিক । রাজনীতি সবসময়ই সুযোগ সন্ধানী । এই সুযোগে যদি আওয়ামী বিএনপি রা সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলতে না পারে তাহলে তো রাজনৈতিক দল হিসেবেই এদের টিকে থাকার দরকার নাই ।
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
একমত।
প্রতিপক্ষ সরাসরি আসলেই ভালো। চামচারে চড় থাপ্পড় মেরে লাভ কি?
একমত।
রাজনীতির সময় পলিটিক্স করতে না পারলে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন নিয়া লাভ কি।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
একমত।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন