সেনাবাহিনীর হাতে আমাদের প্রিয় ব্লগার বিপ্লব রহমান আটক।
তার মুক্তি দাবী করছি। মুক্তি দাবী করছি তার সাথে আটক আর সব সাংবাদিকের।
শুধু তাই নয় তারা সাংবাদিকদের বেদম প্রহার করেছে।
সবাইকে শান্ত থাকার ধৈর্য ধরার পরামর্শ দিলেন ফখরুদ্দীন। এই বুঝি তার নমুনা। সাংবাদিকদের নির্যাতন করে, মিডিয়ার গলা টিপে ধরে কেউ কখনও গদি ধরে রাখতে পারে নি।
শেষ সময় ঘনিয়ে এলে কেউ বোধহয় আর মাথা ঠিক রাখতে পারে না। এসব কি সেই শেষ সময়ের আচরণ?
এসব বর্বরোচিত তত্পরতার নিন্দা জানাই।
মন্তব্য
বলেন কি ?? বদমাইশির একটা সীমা থাকে উচিত।
______ ____________________
suspended animation...
পিয়াল ভাই এর খবর কি কেউ জানেন ?
______ ____________________
suspended animation...
একমত।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
বিপ্লব রহমানের মুক্তি চাই!
হাঁটুপানির জলদস্যু
শেষ কথা বলা পর্যন্ত অফিসে ছিলেন। এখন ও অন লাইনে দেখা যাচ্ছে।
ঘটনা কি? এসপার ওসপার -কিছু কি হয়ে গেল?
মুক্তি চাই
মুক্তি চাই, এক্ষুণি, বিপ্লব রহমানসহ সব সাংবাদিকদের।
ঘৃণা জানাই, নিন্দা জানাই, বিচার চাই সাংবাদিকদের আটক ও প্রহারের।
_____________________________
জিকোবাজি | ফটো গ্যালারি | ইমেইল
_____________________________
জিকোবাজি | ফটো গ্যালারি | ইমেইল
- মুক্তির কথা পরে, আগে ধরপাকড় বন্ধ কর জলপাই হারামজাদারা।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সবাই প্রতিবাদ জানায়ে পোস্ট দেন। ইংরেজীতে দিলে আরো ভালো।বিভিন্ন ব্লগ এ ওই গুলো পোস্ট হিসাবে দেয়া যায়।ব্লগান্দোলন তৈরী করা যায়।
অপালার প্রস্তাবটা খুব ভালো।
যাদের ইংরেজি ব্লগ আছে তারা শুরু করতে পারেন। গ্লোবাল ভয়েস, দেশি ভয়েসেও প্রতিবাদী পোস্ট যেতে পারে।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
এসব হচ্ছেটা কি! আশ্চর্য!!! ব্লগার বিপ্লব রহমান সহ সকল সাংবাদিকের মুক্তি চাই, মুক্তি চাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সহমত। একটা সীমা থাকা উচিত সবকিছুর। বিপ্লব রহমানের মুক্তি চাই, সাথে বাকিদেরও। আমিও অপেক্ষায় আছি পিয়াল ভাইয়ের খবর জানার জন্য।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শাহবাগ গেট দিয়ে ৫ টা আর্মি ট্রাক আর ১ টা জীপ ঢুকছে।
নিন্দা জানাই এই নির্যাতনের। গণপ্রতিরোধ কোন বাহিনী নির্যাতন দিয়ে বন্ধ করতে পারে না। ইতিহাস থেকে আবারও শিক্ষা নেয়ার সময় হয়েছে। ধন্যবাদ।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
একই নাটকে আর কতবার আমাদের অভিনয় করতে হবে !!
______ ____________________
suspended animation...
একই নাটক আর কতবার?
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আমাদের কি এবার নিজের দেশের আর্মীর বিরুদ্ধে নিজেদের যুদ্ধ করে তাদের ঘরে ধুকাতে হবে?সরকারের কি কোন ক্ষমতা নাই? তারা কি ক্ষমতা দখল করে ফেলেছে?
বিপ্লব রহমানের মুক্তি চাই। নিপীড়ন নির্যাতনের প্রতিবাদ করছি।
আমার ইংরেজী ব্লগে সব নিউজ আপডেট করছি। আন্দোলনে ব্যবহার করতে পারেন।
××××××××××××××××××××××××××××××××××
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
মুক্তি চাই!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
অমি রহমান পিয়াল কই?
শোনা যাচ্ছে বিপ্লব ছাড়া পেয়েছেন।
তিনি কতটা আঘাতপ্রাপ্ত বা তার কোনো সাহায্য দরকার কিনা যদি কেউ ফোন করে জানতেন তাহলে ভালো হতো।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
বিপ্লব ভাইয়ের আপডেট পেলে জানান দেন। ঝাড়ু মারি এ সরকারের মুখে।
তোমার সুরে সুরে সুর মেলাতে
বিপ্লবের সাথে পার্সোনালি যোগাযোগ আছে কারো?
ওর শরীরের অবস্থা কেমন জানা জরুরী ।
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ছি ছি ... আপনারা রুখে না দাঁড়ালে কিন্তু আবার একটা পাকাপাকি সামরিক সরকার তৈরী হবে।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
মেঘ
"আমাদের কি এবার নিজের দেশের আর্মীর বিরুদ্ধে নিজেদের যুদ্ধ করে তাদের ঘরে ঢুকাতে হবে?সরকারের কি কোন ক্ষমতা নাই? তারা কি ক্ষমতা দখল করে ফেলেছে?"
জ্বী। কারণ আমাদের আর্মি নিজেদের এখনো পাকিস্তানি মনে করে।
মেঘ
আমাদের সেনাবাহিনীর প্রশিক্ষণে অনেক পরিবর্তন আনা হয়েছে। তাদেরকে স্বদেশে সেনাবাহিনীর ভূমিকা শেখানো হয়েছে।
কিন্তু তারা তো চেনে যুদ্ধের ময়দান আর শত্রু।
জনগণকে শত্রু ভাবলে তো আর শুদ্ধ ভাষা দিয়ে তাদের বুঝানো যাবে না।
বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কে নতুন করে ভাবনা-চিন্তা করার সময় এসেছে এখন।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
নতুন মন্তব্য করুন