গোরস্থানের শূন্যতা; এই তোমাদের অর্জন

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শুক্র, ২৪/০৮/২০০৭ - ৪:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গোরস্থানের বিভীষিকাময় শূন্যতা;desc=গোরস্থানের বিভীষিকাময় শূন্যতা;desc=

কারফিউ দিয়ে,ব্যাটন ঘূরিয়ে, লাঠিপেটা করে, গুলি ছুড়ে শেষ পর্যন্ত এই তো তোমাদের উদ্দেশ্য,
এই তো তোমাদের লক্ষ
গোরস্থানের বিভীষিকাময় শূণ্যতা

জনশূন্য এলাকা, বোবা কিছু লাশ, পোড়ামাটির স্তব্ধতা
এই আছে তোমাদের অর্জনের শীর্ষে

তোমাদের মুখস্থ থাকে বন্দুক আর গুলির নামতা
বেয়নেট আর বুটের তাল তোমাদের তসবির সুর

ইতিহাসের সব অপকান্ডে তোমরাই জয়ী অস্ত্রের জোরে
অন্তত: দু দু'জন প্রেসিডেন্ট
অন্তত: একুশটি বছর...

আমরা শুধু বয়ে যাবো স্বজনের লাশ
আর তোমাদের বুটজুতা দেখিয়ে যাবে নৃশংসতার খেলা
এমন বোধহয় চিরদিন যায় না, যাবে না..

শ্মশানের শকুন,-
তোমাদের জন্য তুলে রাখা আছে মহাকালের ঘৃণা


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

হ্যা
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

হাসান মোরশেদ এর ছবি

শ্মশান বন্দনা ।

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

নয়া হোক আর পুরানা হোক, বন্দুক হাতে নিয়া আসা লোকটি আমাকে ভয় দেখিয়ে ক্ষমতায় থাকতে চায়।
এর সাথে গণতন্ত্র কোনোভাবেই সম্পর্কিত হতে পারে না যতই আমাদেরকে ড. কামাল হোসেন বুঝাতে চান না কেন....
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ভাস্কর এর ছবি

হুমম...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ধন্যবাদ সবাইকে।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।