• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

সচলায়তনঃ কারো কষ্ট কারো লড়াই

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ২৮/০৬/২০০৭ - ৬:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

(এটা মন্তব্য থেকে জন্ম নেয়া পোস্ট। সামহোয়ার ইনে কৌশিকের পোস্ট ও তাতে সন্ধ্যাবাতির মন্তব্যেরই মূলত: প্রতিক্রিয়া পোস্ট এটি। এখানে বাকীদের জন্য যারা সামহোয়ারে যান না।)

কৌশিকের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে সচলায়তনের উদ্যোক্তারা এখনও সবার লেখার জন্য সাইটটি উন্মুক্ত করেননি। তবে পড়তে পারবেন সবাই। ভালো লেখা দিয়ে যাতে সাইটটির মূল চারিত্র তৈরি হয় ও তা বজায় থাকে সেজন্য উদ্যোক্তারা খুব সাবধানী পদক্ষেপ নিচ্ছেন। সুতরাং তারা ধীরে ধীরে এগুচ্ছেন। এজন্য হয়তো মনে হচ্ছে রেস্ট্রিকটেড, তবে তা সাময়িক ব্যবস্থা। ফালতু, দৃষ্টি আকর্ষণকারী পোস্ট বন্ধ করতে সচলায়তনে যেসব ব্যবস্থা নেয়া হয়েছে, তা ভালো লেখালেখির জন্য দরকারি বলেই মনে করি।

সন্ধ্যাবাতি, সচলায়তনের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে আপনি ষড়যন্ত্রের যে দোষারোপ করলেন তা কিছুটা আমার ঘাড়ে পড়ে বলেও জবাব দিচ্ছি। মানবেন নিশ্চয়ই সামহোয়ারে আমি প্রচুর লিখি এবং এখনও তালিকার উপরের দিকেই আমার নাম। সুতরাং সামহোয়ারের প্রতি আমার ভালবাসা আপনার মতই। অরূপ, মাহবুব মুর্শেদ, ভাস্কর, রাগইমন তাদের ভালবাসাও কম এমন মনে হয়নি কখনও। কীভাবে সামহোয়ার ইনকে আরো ভালো একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা যায় সে নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে অনেক মিটিং-সিটিংও করেছি। এ সবকিছুর পেছনে মূল উদ্দেশ্য ছিল লেখালেখির একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে ভালো লেখা পড়া যাবে ও লেখা যাবে। কী কারণে আজ সামহোয়ারের পরিবেশ ঠিক তার বিপরীত তার কারণ-অনুসন্ধান করতে গেলে গবেষণার প্রয়োজন।

আড্ডাবাজ, শুভ, রাসেল, অমি রহমান পিয়াল, সুমন চৌধুরী, হিমু, তীরন্দাজ, কনফুসিয়াস, উৎস, ধুসর গোধূলি, হাসান, রাগিব, হাসিব, মুখফোড়, হাসান মোরশেদ, অপ বাক, দীক্ষক দ্রাবিড়, শমিত, আরিফ জেবতিক, হযবরল, হাসিব, মাশীদ, নজমুল আলবাব, প্রজাপতি, অমিত আহমেদ, মুহাম্মদ জুবায়ের, ঝরাপাতা, আনোয়ার সাদাত শিমুল, মাসকাওয়াথ আহসান, যূথচারী, সৌরভ, সুমেরু, দ্রোহী, অলৌকিক হাসান বা আরো অন্যান্য যেসব ব্লগাররা (দু:খিত চট করে যাদের নাম মনে পড়ছে না) সচলায়তনের মত লেখার প্ল্যাটফর্ম পেয়ে বা তৈরি করে উৎফুল্ল তারা যত বেশি লেখার জায়গা থাকবে ততো খুশিই হবেন। অখুশি হবেন না। এদের অনেকেরই আগে থেকেই লেখার অভ্যাস ছিল বা অন্য ব্লগসাইটে লিখতেন। সচলায়তন মুক্তিযুদ্ধের মূল্যবোধকে শ্রদ্ধা করে এবং ধর্মীয় গোঁড়ামি ও রাজনৈতিক প্রচারণাকে অপছন্দ করে। এই মূলনীতিতে আপত্তি না থাকলে সন্ধ্যাবাতিও আবেদন করতে পারেন সদস্য হওয়ার জন্য। কর্তৃপক্ষ নিশ্চয়ই বিবেচনা করবেন। তবে আস্তমেয়ের বিষয়ে তারা আগ্রহ দেখাবেন না বলেই মনে করি।

সচলায়তন যে সামহোয়ারের বিকল্প ফোরাম ভেবে তৈরি করা হয়নি তা সচলায়তনের ওয়েবসাইটের জন্মতারিখ দেখলেই বুঝবেন। এই উদ্যোগ অনেক আগের।

সামহোয়ার ছেড়ে চলে আমরা সচলায়তনে গেছি এমন আমরা অনেকেই মনে করি না। (যারা ঘোষণা দিয়ে সামহোয়ার ছেড়েছেন তাদের কারণ হয়তো ভিন্ন)। বরং মনে করি যেরকম পরিবেশ লেখালেখি বা ব্লগিং-এর জন্য দরকার তা যাতে পাই সেজন্য আমরা সচলায়তন তৈরি করেছি। সামহোয়ারে যথাযথ লেখার পরিবেশ আমরাই গড়েছিলাম। বিচিত্র বিষয়ে আমরাই লিখছিলাম, মন্তব্য করছিলাম, লেখার অনুপ্রেরণা দিচ্ছিলাম ও পেয়েছিলাম নিজেদের কাছ থেকেই। এখন সামহোয়ারে পরিবেশ সৃজনশীল লেখার জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। কিন্তু সচলের অনেকেই তাদের লেখা সামহোয়ারে রেখে আসেন পাঠকের জন্য। আমিও রাখি। (বলা ভালো, দীর্ঘদিন ব্লগিং করার উৎসাহ পাইনি সামহোয়ারের পরিবেশের কারণে। আবার এখন সচলায়তনের পরিবেশের জন্য নতুন করে প্রেরণা পাচ্ছি।)
কিন্তু সচলায়তনের পরিবেশের কারণে তৈরি লেখা সামহোয়ারে রাখলেও তেমন এদকি-ওদিক হয় বলে মনে হচ্ছে না। আমার এসব লেখা এখন আর সামহোয়ারের মূলধারায় পড়ে না, কষ্টটা ব্লগার হিসেবে আমারই বেশি। আমাদেরই বেশি।

মন খুলে ফুল বা হুল ফোটান সামহোয়ারে আপত্তি করি না, তবে ভালো লেখার জন্য আসুন সচলায়তনে। সাদর আমন্ত্রণ।

ঠিকানা: সচলায়তন. কম।


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

আমন্ত্রণপত্র। :)

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ভাস্কর এর ছবি

যা কইছেন ঠিক কইছেন...


বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

বলাই, পাঠের জন্য খোলা হয়েছে যখন, আমন্ত্রণ করলাম।
ভাস্কর, ধন্যবাদ। আসলে আমি মনে প্রাণে এই-ই বিশ্বাস করি।

সামহোয়ারে এই পোস্টে তেলাপোকা বিরক্ত মনে হলো।
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ভাস্কর এর ছবি

আপনের বন্ধু রন্টু ভাই আপনের ছবি দেইখা তো উল্লসিত! সে এখন আমার পাশে বসা...


বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

অরূপ এর ছবি

যা খেল শুরু হলো সামহয়ারে! মাঝখান থেকে শোমচৌ এর পিছে লাগলো..
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ছবি দেইখা উল্লসিত হইছে রন্টু? ৥ভাস্কর। ওরে শুভেচ্ছা।
অরূপ, নাহ তেলাপোকা ছাড়া কেউ খারাপভাবে নেয় নাই। ‘তবে নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো'। নিন্দুকের সমালোচনার পথ বন্ধ করাটাই এগিয়ে যাওয়া।
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সুমন চৌধুরী এর ছবি

সবই ঠিকাছে। তবে এইবার আপনারে আক্রমণ ঠেকানো লাগবো। আমি গেলাম কামলা দিতে, আগামী ৮ ঘন্টা ...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

হিমু এর ছবি

সন্ধ্যাবাতির মন্তব্যগুলি পলিটিক্যালি স্টিমুলেটিং। কৌশলে সচলায়তনকে সামহোয়্যারের বিরুদ্ধে দাঁড় করানো।

সামহোয়্যারে নোংরামিগুলির বিরুদ্ধে বকতে বকতে যারা ক্লান্ত তাঁদেরকেই সচলায়তনে দেখতে পাচ্ছি। যাদের নোংরামিকে সামহোয়্যার ইন লালন পালন করেছে এবং এখনও করছে, তাদের ব্যাপারে সন্ধ্যাবাতি অ্যান্ড কোংদের কিছু বলতে শুনি না কেন?


হাঁটুপানির জলদস্যু

অমিত আহমেদ এর ছবি

এই কাজটা সে পারে ভালো।

************************
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

ধুসর গোধূলি এর ছবি

- দিস ইজ দ্য রাইট টাইম শোমচৌদা।
রাইট টাইমে রাইট নক টা বিগ সি ই করলেন। থ্যাঙক্স ফর দ্যাট।
এবার টেকনিক্যাল সাইড নিয়ে মামু তার পোস্ট খানা ঝেড়ে ফেলতে পারে বৈকি।
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

ঝরাপাতা এর ছবি

আমাদের উচিত হবে একদম অফ যাওয়া। এখন যারা হাউকাউ করছে তারা সেটা ইচ্ছাকৃতভাবেই করছে। হিমুর কথাই ঠিক। ওরা সামহয়্যারের বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে সচলায়তনকে। তারা বলে বলে ক্লান্ত হোক। আমরা মজা দেখি।

_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সৌরভ এর ছবি

বিগ সি বলেই পোস্ট টার গুরুত্ব আলাদা তেলাপোকা, আস্তমেয়ে বা অন্যদের কাছে ।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

হাসান মোরশেদ এর ছবি

শোমচৌ তো ফাটালেন । রাইট টাইমিং ।
গুলি ছোঁড়া হয়ে গেছে । এবার আমরা বসে বসে দেখবো । মন্তব্য টু মন্তব্য প্রতিক্রিয়া ব্যক্ত করার কোনো দরকার নাই । যা বলার আমরা বলে ফেলেছি । অন্যরা এবার লাফালাফি করুক কিংবা ফালাফালি করুক । যার যা খুশি । সচলায়তনে ভালো লেখা আসবে । সেটা হবে অন্যদের আলোচনার বিষয় । আমরা এখানে লিখব, আমাদের লেখা নিয়ে আলোচনা করব । অন্য কেউ কিংবা অন্য কারো ঘরবাড়ী নিয়ে কথা বলার সময়কোথায় আমাদের :)

খেয়াল করে, সচলায়তনে পাতায় খুব প্রয়োজন না হলে যেনো আমরা সামহোয়ার নিয়ে কতাহ না বলি । সচলায়তন সামহোয়ারের বিকল্প নয় । সচল ইজ সচল । এটার চরিত্র হবে ভিন্ন আর সেটা আমাদেরকেই তৈরী করতে হবে ।

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অমিত আহমেদ এর ছবি

একমত!

************************
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

অরূপ এর ছবি

নিবন্ধন বেড়ে গেছে!
ফাহা আর হাসিমুখকে সচল করা হয়েছে

আমি একটা স্টেটমেন্ট ছাড়লাম, ভুল হলে বলেন
Sachalayatan is an online writers` community driven and governed by a set of values where the content and interaction is subject to moderation. It`s still in a very premature state and everyday we are conducting tests and experiments on the managerial, technical and governance issues. It will be based on invitations and right to access is reserved due to limited technical resources. Unless and until an official announcement is made, you are requested have patience.
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

হাসান মোরশেদ এর ছবি

ঠিক আছে ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আরিফ জেবতিক এর ছবি

আমার মনে হয় সবাই একটিভ হবার দরকার নেই।আপাতত:বিগ সি চালিয়ে যান।অরূপের স্টেটমেন্ট ঠিক আছে।
তবে চুপ থাকাই ভালো।
দেখা যাক কোথাকার পানি কোথায় যায়।
আমার সাপোর্ট লাগলে বলুন,তাৎক্ষনিক পোস্ট ঝেড়ে দেব।

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

ভাস্কর এর ছবি

ভালো হইছে স্টেটমেন্ট...:)


বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

আড্ডাবাজ এর ছবি

শোমচৌ,
অতি চমতকার কথন। সচলায়তন অনন্য তার নিজস্ব বৈশিস্ট্যে। কারও সাথে পাল্লা দেওয়ার জন্য জন্ম হয়নি। সঠিক সময়ে সঠিক কাজটি করার জন্য ধন্যবাদ। চলুক সবার কলম অবিরাম।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

অরূপের স্টেটমেন্ট ভালো হয়েছে।
তবে হোসেইন যেন কি বললো। (হোসেইন কে আমি চিনিনা। মানে কার নিক)।
তখন বললাম কর্তৃপক্ষের ভাষ্যের উপরে কথা নাই।

তবে প্রচারণা যা হওয়ার, মানে অরূপ যেজন্য খুলতে চাইলো তা কৌশিক অর্ধেক করছে আর আমি বাকীটা করলাম। এখন তেলাপোকা বাড়তিটুকু করতেছে।
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

আড্ডাবাজ এর ছবি

এতোদিনে জমেছে আড্ডা, দেখি আর হাসি..=))

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আড্ডাবাজ লোকটা সুবিধার না। খালি আড্ডা মারতে চায় আর মজা নেয়।
কি দেইখা এত হাসেন। অন্যের জ্বলুনি।

কীসব দুষ্ট দুষ্ট কথা।
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ধুসর গোধূলি এর ছবি

- অরূপের স্টেটমেন্ট ঠিকাছে। কনডেন্সড কনটেক্সট।
যারা এখন লাফালাফি তথা ফালাফালি করছে তারা সেটা করতোই। কারণ, অনেক আগেই তারা 'বিকল্প', আই রিপিট 'বিকল্প ব্লগ' বানানোর ঘোষনা দিয়েছিলো, কিন্তু কোন কারণে সফলকাম হয় নাই। এখন তারা চোখের সামনে যদি দেখে কিছু মানুষ, যাদের কারণে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে হয়েছে বারংবার তারা 'গুড আউট লুক'র একটা কম্যুনিটি ব্লগ দাঁড় করিয়ে ফেলেছে, সেটা গাত্রদাহের কারণ হবেই। এটা তারা খুব ভালো করেই জানে, সামহোয়্যারে কারা লেখার রেঁনেসা এনেছিলো। সচলায়তন হবে লেখালেখির একটা ওয়ানস্টপ প্ল্যাটফরম যেখান থেকে উঠে আসবে হয়তো আগামীর অবকাঠামোর প্রথম কঙ্কাল-কাঠামো। সেই কাঠামোতে হাড়-মাঁস চাপিয়ে সেটাকে হয়তো একসময় নাদুসনুদুস চেহারা প্রদান করা হবে, সচলায়তন থাকবে সমাজের রোল-মডেল হিসেবে। তাদের ভয়টা হয়তো ওখানেই।

কিন্তু, হু কেয়ারস। ইন্সপায়ারড এনটিটিরা কখনো থেমে থাকে না। আর এমন ঘোষনাতো আমাদের অনেকেই দেই নি যে সামহোয়্যার ছেড়ে দিয়েছি। আমার যেখানে যখন যেমন খুশি লিখবো, তাতে তো কারো নাক গলাবার কারণ দেখি না। হ্যাঁ, এখন সামহোয়্যারের কর্তাব্যক্তিরা যদি ঘাড় ধরে বের করে দেয়, সেটা অন্য কথা।
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

হাসিব এর ছবি

হিমু লিখেছেন:
সন্ধ্যাবাতির মন্তব্যগুলি পলিটিক্যালি স্টিমুলেটিং। কৌশলে সচলায়তনকে সামহোয়্যারের বিরুদ্ধে দাঁড় করানো।

ঠিক । আমারো ফিলিংস এইরকমই । সাবধানে ডিল করবেন সবাই দয়া করে । পেয়ে বসতে দেয়া যাবে না কাউরে ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

অরূপ এর ছবি

অলরেডী ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে।
তবে ঘটনা হল আস্তমেয়ে সফলভাবে দুর্নাম রটালে তার ইমপ্যাক্ট কি?
বড় জোড় সামহয়ারের কেউ পড়বে না, এর চেয়ে বেশী কি কিছু হবে? সামহয়ারের ক্রাউড সংখ্যায় বেশী। কিন্তু সংখ্যায় বেশী হওয়াটা ভয়? এই বিশাল ক্রাউডটা কি টাইপের?
সবাই অফলাইনে পড়ে। মন্তব্য করে নর্মালী ফাজলামী করতে, সিরিয়াস মন্তব্য ও লেখক কম। এইসব বিবেচনা করে ভাবমুর্তি নিয়ে ভাবিত হওয়াটাকে জরুরী মনে করছি না। ব্র্যান্ড অ্যাওয়ারনেস হয়ে গেছে। ঢুকতে দেওয়া না দেওয়া নিয়ে কজন উচ্চবাচ্য করে সেটা দেখতে হবে।
কমিউনিটি গ্রোথ এর চাইতে কনটেন্ট এনরিচ করা লাভজনক। ভাত ছড়ালে কাকের অভাব হয় না, কিন্তু কাক বাড়ালে ভাতের গ্যারান্টী নাই। সচলরা লিখে ফাটিয়ে ফেললে কে ঠ্যাকায়?
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

হিমু এর ছবি

জোর সমর্থন জানাচ্ছি।

সচলায়তনের উপস্থিতিই অনেকের জন্য বিশাল এক চড়। সচলায়তনে ভালো লেখার ভিড় হবে পরবর্তী চড়।


হাঁটুপানির জলদস্যু

সুমন চৌধুরী এর ছবি

এইজন্যই আমি আস্তরে লাড়ি নাই...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ধুসরের স্বপ্ন স্বপ্ন কথাগুলোকেও আমি মনে রাখতে চাই।

আর সেজন্যই বলি ফাটাফাটি সব লেখা চাই। মানে ও সংখ্যায়।

-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

আড্ডাবাজ এর ছবি

শোমচৌ,
আড্ডা পিটাব, তাই বলে হাসতে পারবো না। এটা কেমন অনাচারী কথা। আসলে আমাদের সবার লেখা উচিত। আমি ১ তারিখে ফিরে এসেই লেখা শুরু করব। ধন্যবাদ।

নজমুল আলবাব এর ছবি

আমি এখবার সামহোয়্যার তাকি গুরিয়া আই। বিকালে এখবার গেছলাম। এখনতো মনেওর জমিগেছে :)

আর বড়বাইছাবে যেতা লেখছইন ইতার উপরে আমি আর কিতা খইতাম। :) আমি বেটা খুশ, ডগমগ খরিয়ার ):)

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আফনার ফুস্ট ফড়িয়া মোজা ফাইলাম। :)

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আরশাদ রহমান এর ছবি

তেলাপোকার পোস্ট এ ত্রিভুজের মন্তব্য পড়ে দেখুন। মনে হয় খুব রাগ করেছে :)

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আরশাদ রহমান লিংক দেন।
কোথায় খুঁজবো ত্রিভুজের মন্তব্য।

-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ও নজমুল, এসএম৩-রে কুস্তা কও তে। হে বুলে 'ফুস্ট' পড়িয়া 'মোজা' পাইছে।
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।