১.
আলপিনের খোঁচাটাকে মিসাইল হামলা বানিয়েছে মুসল্লীগোষ্ঠী। একটা আল্টিমেটামও দিয়েছে তারা। দিন দিন শুক্রবার; এর মধ্যে প্রথম আলোর প্রকাশনা বন্ধ করতে হবে। কেন, শুক্রবার কেন? কারণ ঐদিন জুম্ মায় প্রচূর নামাজি আসবেন। জুম্ মার পর মিছিলটা জোশালো হবে। সরকারকে যা করতে হয় তার আগেই করতে হবে। (বিশ্ববিদ্যালয় ঠেকানো গেছে কারফ্যু দিয়ে। মসজিদ-মাদ্রাসায় কারফ্যু চলবে না।)
২.
শ্যাম রাখি না কূল রাখি অবস্থা এখন সরকারের। একদিকে সেয়ানা সম্পাদক মতিউর রহমান; হাসিনা সরকারের বিরুদ্ধে একাকী ক্রুসেডার। খালেদা সরকারকেও ঘোল খাইয়ে ছেড়েছেন। তত্ত্বাবধায়ক সরকারের এজেন্ডার আলোকে জনমত তৈরি করতে রাখছেন বিশাল ভূমিকা। তিনিই এখন কিং-মেকার।
অন্যদিকে খতিব উবায়দুল হকের নেতৃত্বে মুসল্লী সম্প্রদায়। সরকারের চেয়েও বড় এই সরকারী কর্মচারি, শুধু সরকারি মসজিদের ইমাম হওয়ার যোগ্যতায়। জঙ্গি গ্রেফতার, ও জঙ্গি ফাঁসির ডামাডোলে দাঁড়ি-টুপির ইমেজ প্রায় ডুবতে বসেছিলো। এই বিড়াল-কার্টুন নিয়ে যদি আবার দেন-দরবারে ফেরত আসা যায়।
লড়াই এখন সেয়ানে সেয়ানে। সরকার কাকে রাখবেন আর কাকে ঢাকবেন এই দোটানায় ঠিক নেই। মতিউর রহমান তো আছেনই কোলের কাছে। মুসুল্লীরাও কত কাছে ঘেঁষতে পারেন তার দড়ি টানাটানি হবে অন্দরমহলে।
৩.
আশংকায় নেই মতিউর রহমান। আজকের সংখ্যায় নাসের আর সাইফুর রহমানকেই আলপিন ফুটিয়েছেন বড় করে। যদিও দেশের জন্য গুরুত্বপূর্ণ সংবাদ ছিল আইএমএফের পিছু হটা। সিভিল সোসাইটির পত্রিকা প্রথম আলোয় আইএমএফ-বিশ্বব্যাংকের সমালোচনা অনেক ঢেকে-ঢুকে করতে হয়।
আশংকা না থাকলেও স্বস্তিতে নেই তিনি নিশ্চিত। বন্ধ হয়ে গেছে 'আজকের কাগজ'। সিএসবি-তে হাহাকার। যায়যায়দিন-ও সংকটে। শুক্রবারের আগে কী দফারফা করা যায় তার হিসাব করা কঠিন। প্রথম আলোর শক্তি অনেক; সরকার আছে, আছে পাঠক। কিন্তু ধূর্ততার কারণে নাই মনোবল, স্বচ্ছতা আর আদর্শের শক্তি। পত্রিকার পাঠকদের একধরনের মৌন সমর্থন হয়তো পাবেন মতিউর রহমান কিন্তু অগ্রসর পাঠকের নৈতিক সমর্থণ তিনি হারিয়েছেন বেশ আগেই। এই দুর্দশায় তার বড় বেশি মনে পড়বে তিনি ও তার পত্রিকা কতটা স্বজনহারা হয়ে পড়েছে।
৪.
মতিউর রহমানের সবচে বড় আশা সরকার। তিনি সরকারকে আগলে রেখেছেন সুতরাং তারা এই আপদে তাকে বাঁচাবে নিশ্চয়ই। কিন্তু মঈনুল হোসেন আঙুল দিতে পারেন। আজকের ইত্তেফাকে মঈনুল হোসেনের বক্তব্যটাও বড়ো ত্যাড়া, তিনি আগুনে পানি না দিয়ে ঘি ঢেলেছেন। তবে মঈনুলকে কাভার দিতে মইন উকে টেবিলে দরকার।
অন্যকিছু সুবিধা দিয়ে মুসল্লীদের ঠান্ডা করার ব্যবস্থা করার কথা ভাবা যায়। জঙ্গিবাদী দুয়েকটা মামলাও যদি চালু করা যেত- একটু ভড়কে দেয়ার জন্য। নেতাদের মধ্যে কারো আত্মীয়-পুত্র জেলে নাইতো? - ওদের জামিনের বিনিময়ে একটা চুক্তিতে আসা যায় না।
তবে এসবে কিছু নেতাকে খূশি করা যাবে কিন্তু ধর্মপ্রাণ দেশবাসীর কাছে মুসুল্লীদের মুখরক্ষা হবে না। সমর্থকদের বলবার মত কিছু ছাড় দিতে হবে: প্রেস কাউন্সিলে খতিবকে উপদেষ্টা করা যায় কি? ওরা আবার পত্রিকা সেন্সরের জন্য শরিয়াহ্ কাউন্সিল চেয়ে বসে কিনা?
না, বন্ধ করতে হবে প্রথম আলো। এই দাবীটাই যদি বড় হয়ে ওঠে, তবে? তখন না হয় আলপিনের প্রকাশনাটাই অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দিলো সরকার। এটা মানতে অসুবিধা নাই মতিউরের।
৫.
একদম বন্ধুহারা হননি মতিউর রহমান। শিবির একটা বিজ্ঞপ্তি দিলেও জামাত এখনও মুখ খূলেনি। মুসুল্লীদের আন্দোলনের শিরোভাগে আমিনী আছেন, স্বাভাবিকভাবে জামাত দূরে থাকবে। আমিনীকে ইসলামের নেতা বানাতে তো আর জামাত দল খূলে নাই। কিন্তু আরেকটু যোগাযোগ করে জমাতকে সরিয়ে রাখলে ভালো হয়। নিজামীর ফোন নাম্বার টা কই? (হ্যালো, আমিও মতিউর রহমান, শুধু নামের শেষে নিজামী নাই।)
সংকটে ছিল মুসুল্লী গোষ্ঠী। এখন একটা দর-কষাকষির ভালো উপায় পাওয়া গেছে।
সংকটে পড়েছেন মতিউর রহমান। আলপিন এখন নিজেই খোঁচা খেয়ে বসেছে।
লড়াই এখন সেয়ানে সেয়ানে। তবে ময়দানের লড়াই চাইবেন না সরকার বা মতিউর রহমান। কিন্তু মুসুল্লীরা কি টেবিলের নীচে হাত বাড়িয়ে লড়াই থামাবেন? কঠিন প্রশ্ন।
দেখা যাক, শুক্রবারের মধ্যেই জানা যাবে গলাগলি না গোলাগুলি, কোন সমাধান বেছে নিলেন সেয়ানারা।
মন্তব্য
গলাগলি হবার সম্ভাবনা বেশি।
আমারও ধারণা তাই। সরকার প্রথম আলো-কে হারাতে চাইবে না। এখানে একমাত্র প্যাঁচ আসবে মইনুল হোসেনের কাছ থেকে। মুসল্লিগোষ্ঠী অন্য কোনো প্রস্তাবে রাজি হবে আশা করা যায়।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
যদিও গলাগলির সম্ভাবনাই বেশি তবু একটা হেস্ত নেস্ত হয়ে যেতে পারে। এই সরকারের অবস্থা এমনিতেই টালমাটাল, এখন যদি শুধু লাখ খানেক মানুষ রাস্তায় নামিয়ে দেয়া যায় আর তারা যদি ভাংচুর-জ্বালাও পোড়াও না করে এবং কার্টুনের পাশাপাশি দ্রব্যমুল্য নিয়ন্ত্রনসহ আর কিছু জনপ্রিয় বিষয় নিজেদের দাবির সাথে এক করে নেয় তাহলেই এই গোজামিলের সরকার ভেঙ্গে পড়তে বাধ্য। তখন সেই সুযুগে মইন ইউ আহমেদ একান্ত বাধ্য(!) হয়ে দেশে শামরিক আইন জারি করবেন।
যাই হোক সুখ পাখির সুখ মনে হয় আর বেশি দিন টিকল না।
হুমম...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
লড়াই এখন শেয়ালে-শকুনে।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
হুমম॥ বিপ্লব!
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
এইসব ধর্মান্ধগুলার বাড়াবড়ি দেখলে গা জৃলে যায়
আশা করি এবার সরকার ক্র্যাকডাউনে যাবে
উবায়দুলসহ দুই-চারটারে উস্কানির দায়ে গ্রেফতার করলেই সব ঠান্ডা হয়ে যাবে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
দেখা যাক সরকার জ্বিনের কথা শুনে কিনা?
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
লেখা ওব দ্য মান্থ!
আমার ব্লগস্পট | আমার ইমেইল
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
এ দেশে এখন তাহাই হইবে যাহা ধর্মান্ধরা ইচ্ছা করিবে।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
যেকোনো সমস্যায় ধর্মের রাজনৈতিক ব্যবহার বাংলাদেশে একটা জটিল শংকার সৃষ্টি করে। এ নিয়ে আতংকে থাকেন রাজনীতিবিদগণ।
ধর্মের ট্রাম্পকার্ড সবাই অবশ্য খেলেন না। সবার হাতে এই কার্ড নেই। ক'দিন আগে খালেদা জিয়া খেলেছেন মান্নান ভুঁইয়ার বিরুদ্ধে।
ধর্মের এই ট্রাম্পকার্ডটা খেলা থেকে তুলে দেয়া দরকার। এর একটা উপায় বাতলান সমাজবিশেষজ্ঞগণ। অন্তত: ব্লগে আমরা একটা সমাধান তৈরি করি, আলোচনার মাধ্যমে, যে কিভাবে এই ধর্মের অসত্ ব্যবহার বন্ধ করা যায়।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
নির্বাচন কমিশন সব ইসলামী দলকে ডাকেনি, এইটা একটা ক্ষোভের কারণ। এই সুযোগে সব ইসলামী দল ই,সি, র বগলে ঢুকে যাবে। পারভেজ মোশাররফ কে দেখে শেখবার কথা উঠেছিল, এখন মনে হচ্ছে মোশাররফের দেখানো পথেই মঈন হাঁটা শুরু করেছে।
পয়েন্ট নোটেড। দেখা যাক নিক কোনো নতুন ফর্মুলা নিয়ে আসে কিনা। এর আগে ফর্মুলা ছিল অন্তত: ১টি আসন।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
মতাহির বিষয়টা এত সরল হলে ভালো হতো মনে হয়- তবে আমার যে রকম মনে হয় তাতে এই সরকারের বিজ্ঞ উপদেষ্টা মন্ডলী এই সত্য উপলব্ধি করেছে বাংলাদেশের জনগনের হৃদয়ের প্রবেশের সহজ রাস্তা হলো কোরাণের বানী দিয়ে প্রবেশ করা- যদিও আরবিতে গরু ছাগল কিংবা বেশ্যার দালাল নাম রাখলেও সেটার উচ্চারণের কারণে সেটা খুবই গ্রহনযোগ্য একটা নাম হতে পারে তবে বাংলায় নৈব নৈব চ
এতটা বন্ধুহীন এই জনগনের সরকার যে তাকে মানসিক সমর্থনের জন্য মুসুল্লিদের সহায়তা প্রয়োজন হয়- প্রথম আলো আর মুসুল্লী দলের ভেতরে স্পষ্ট প্রধান্য পাবে মুসুল্লি দল-
অনেক প্রশ্নের ভেতরে একটা প্রশ্নের উত্তর পরিস্কার হলো- বাংলাদেশ ইসলামিক রিপাবকিল- এটা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ না এখন-
মানুষের অজ্ঞতা যখন শুধু আবেগকে পুঁজি করে জীবনযাপনের শিক্ষা দেখ তখন সে পরিস্থিতিতে বসবাস করা কঠিন।
যাক আপনি সমাধানকে জটিল করে দিচ্ছেন। আমার জন্য, সরকারের জন্যও।
মুসুল্লিদের টানতে গিয়ে কি প্রথম আলোকে কোরবানি করে দেবেন সরকার?
সামনের ঈদ তো ফেতরার ঈদ, কোরবানির না।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আমার মনে হয় আলপিনটিন কিছুনা, আল্টিমেট উদ্দেশ্য প্র.আ. এবং এটার প্রকাশনা বন্ধ করা। সুযোগ তো বারেবারে আসে না। এই সুযোগের সদ্বব্যবহার করতে চাইবেই সুযোগসন্ধানীরা।
প্রথম আলো প্রকাশনা গোষ্ঠীর লগে মাহফুজ আনাম সাহেবও আছেন...তার খুব কাছের লোক ফাহিম মোনায়েম হইলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারী...তিনি এই নিয়োগের আগে পর্যন্ত ডেইলী স্টারের ফিন্যান্স ডিরেক্টর ছিলেন।
মুসল্লীগো থামাইতে ত.স.'র একটা শুক্রবারই যথেষ্ট...প্রথম আলো'র কিচ্ছু যাইবো আইবো না, মাঝখান দিয়া চাপা পইরা গেলো স্পর্শকাতর আরো অনেক গুলি খবর। গ্যাস্ট্রাইট সাহেবের উপস্থিতি মানুষের গল্পের উপজীব্য হইলো না।
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
কিচ্ছু হবে না। এরা সব পেঁয়াজের পুটকির মতো এক জায়গায় গিয়ে মিশেছে।
বড়জোর আলপিনে যে লোকগুলো চাকুরী করতো, তারা আবার চাকুরী খুঁজবে।
কি মাঝি? ডরাইলা?
ভাস্কর দেখা যাক আপনার অনুমান ঠিক হয় কিনা? প্রথম আলোর কিছু হয় কিনা দেখা যাক।
মিডিয়ার এক বন্ধু অবশ্য ভিন্ন একটা সম্ভাবনার ইঙ্গিত দিলেন। তার ধারণা ছেড়ে দেয়া হবে প্রথম আলোকে। তবে গ্রেফতার হতে পারেন মতিউর রহমান। (অবশ্যই মুসল্লিদের খুশি করতেই এরকম চেষ্টা হবে।)
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আজকের পত্রিকায় দেখা যাচ্ছে জামাতও একটা কঠিন বিবৃতি দিয়েছে। এরশাদ আগেই দিয়েছিলেন এখন বিএনপিও যুক্ত হয়েছে। তরিকত ফেডারেশন এবং আরো অন্যান্যরাও যুক্ত হয়েছে।
মতিউর রহমান ঘোর সংকটে............
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আমার মনে হয় মতি উর রহমানের তেমন কিছু হইবো না। গ্রেফতার হইলেও পিকনিক টাইপ হইবো।ভাস্করদার পয়েন্টটা মনে হয় ঠিক...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
সরকার তো চাইবে না প্রথম আলোর কিছু হোক। সে জানা কথা। কিন্তু মুসল্লিরা কতটা চাপ দেবে সেটাই দেখার বিষয়। ওদের আয়োজন দেখলাম দেশের বিভিন্ন মসজিদে করা হয়েছে।
আজকে কয়েকটা পত্রিকার সম্পাদকরা নাকি আবেদন জানিয়েছেন কার্টুন বিষয়টাকে ক্ষমাসুন্দরদৃষ্টিতে দেখতে। বিডিনিউজ২৪ এর খবর। তার মানে প্রথম আলো এখনও খুব একটা আতংকে নাই। আরিফুরকে জেল আর সুমন্তকে চাকুরিচুতি করেই তারা মুখরক্ষা করতে পারবে বলে মনে করছে।
শুক্রবার আসছে!!
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
শুক্কুরবার লইয়া আমার টেনশন নাই...মসজিদে না যাওনের ২৬ বছর পূর্তি হইয়া গেছে...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
টেনশনতো নামাজ শেষে মিছিল নিয়া। মিছিল দুই পক্ষেই হয়।
যারা মসজিদে যায় তারাও মিছিল করে।
এই মিছিলের ভয়ে সরকার কী করবো সেটাই বিবেচ্য। টিয়ারগ্যাস দিয়া পরিস্থিতি রক্ষা করা যাবে বলে মনে হচ্ছে না।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
যাক, শেষমেশ ম্যানেজ হয়ে গেলো। শুক্রবার কোনো কর্মসূচি হচ্ছে না।
খতিব বলেছেন যেহেতু সম্পাদক ক্ষমা চেয়েছেন সেহেতু মুসলিম হিসেবে ক্ষমা করে দেয়া উচিত।
বুঝা গেল মঈনুলের চেয়ে মতিউরের ক্ষমতা বেশি।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ধেৎ, শুক্র বার এর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এর মজাই নষ্ট।
মাঠে নামার আগেই এমনে ওয়াক ওভার দিলে কেমনে কি হবে !!
------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
মতিউর রহমান দেখলাম মুসল্লীদের কাছে মাফ-টাফ চেয়েছে। তওবা পড়ছেন কিনা জানি না।
তারা মাফ করছে।
তবে এক অংশ আসেনি।
তবে শুক্রবার নিরাপত্তা থাকবে অনেক।
এই রকম ওয়াকওভারে আসলেই মজা থাকলো না।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
শুক্রবার কিছু হওয়ার কথা না।
বিষয়টিকে সামাল দেয়ার জন্যই মইনুল আগ বাড়িয়ে হুজুরদের ডেকেছেন।
হুজুররা একটু পাত্তা টাত্তা চায়,পাত্তা পেলে কে যায় হাঙামা বাড়াতে।
গত ৫ বছরে তো পাজেরো আর এসি'র স্বাদ নেয় হইছে,এখন বেশি বাড়াবাড়ি করে জেলে যাইতে হুজুরদেরও ইচ্ছা জাগবে না।
অত:পর সবাই সুখে শান্তিতে বাস করিতে লাগিবে।
মাঝখান থেকে বেচারা আরিফ কয়েকমাস পচঁবে।
নিজেরে বাঁচাতে মতিউর রহমান কন্ট্রিবিউটার আরিফকে ডিজওন করলেন।
এমন নেতার পেছনে প্রথম আলোর কর্মীরা কাজ করে কি করে?
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
একটা সহি বড়ো মতিনামা লিখে আপনাকে উৎসর্গ করছি।
হেঃ হেঃ আগেই বলেছি, পেঁয়াজের পুটকিরা সব এক জায়গায় গিয়ে মিশে।
কি মাঝি? ডরাইলা?
ঠিক, পেঁয়াজের মত মিশে গেল।
সারাদেশে এত যারা মনে আঘাত পেল, মুসল্লী ও ধর্মপ্রাণ মানুষ, তাদের কি হবে?
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ওরাতো পেঁয়াজের আগা, রান্নার শুরুতেই ওদের ছেঁটে ফেলা হয়। ওরা কি আর মাংসের স্বাদ পায়?
কি মাঝি? ডরাইলা?
প্রথম অনুমানটাই সঠিক হয়েছে দেখা যাচ্ছে।
৪ নং অনুচ্ছেদের শেষে উভয় পক্ষের জন্য মানানসই দন্ড হিসেবে ধরা হয়েছিলো আলপিনের প্রকাশনা বন্ধ।
আপাতত: এটাই রফা হয়েছে।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
দৈনিক ইনকিলাব লিখেছে যে মতিউর রহমান খতিবের হাত ধরে মাফ চেয়েছেন ও তওবা করেছেন।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
নতুন মন্তব্য করুন