ধর্মীয় মূল্যবোধে আঘাত লাগার মত উপকরণ থাকায় সাপ্তাহিক ২০০০ এর ঈদ সংখ্যা বাজেয়াপ্ত করেছে সরকার। মৌলবাদীদের কারণে দেশ থেকে নির্বাসিত কবি দাউদ হায়দারের আত্মজীবনী- 'সুতানটি সমাচার'-এর একটা বাক্যের কারণেই নাকি সরকারের এই নির্দেশ। সাপ্তাহিক ২০০০-এর ওয়েবসাইটে দাউদ হায়দারের সম্পূর্ণ লেখাটা নেই। সুতরাং অনলাইনে তার আত্মজীবনী পড়ে বুঝতে পারিনি সমস্যা কোথায়। ভেবেছিলাম যে মৌলবাদ ও ধর্মনিরপেক্ষতা নিয়ে শাহরিয়ার কবিরের যে লেখাটা আছে সেটার প্রচারণা থামানোই হয়তো সরকারের বা মৌলবাদীদের মূল উদ্দেশ্য।
২০০০ বাজেয়াপ্ত হওয়া নিয়ে মুহাম্মদ জুবায়ের সচলায়তনে একটা পোস্ট দিয়েছেন। সেখানে গিয়েভুল মন্তব্যও করলাম যে দাউদ হায়দারের লেখায় তেমন কিছু নাই। পরে খুঁজে পেয়েছি নয়াদিগন্তের ওয়েবসাইটে এই ছবি। দেখুন পড়তে পারেন কিনা। তারা আবার দাগ-টাগ দিয়ে ছাপিয়েছে।
সেখানে লেখা আছে:
লক্ষ্ণৌ এসেছি, বাইজি বাড়িতে যাবো না, লোকে শুনলে কী বলবে? মক্কায় গেলে কাবা শরীফ দেখবে না কেউ, তাই হয়?
দাউদ হায়দারের এই আত্মজীবনীটা হয়তো ধারাবাহিক আর বাংলাদেশে প্রকাশিত হবে না (অনেক শক্তিশালী লেখক এই দাউদ হায়দার! তার একেকটি বাক্য ইসলাম ধর্মকে বড় বেকায়দায় ফেলে দেয়। সেগুলো নিষিদ্ধ করা ছাড়া আর উপায় থাকে না!)এখন হয়তো একসাথে বই হয়ে কলকাতা থেকে প্রকাশিত হবে 'সুতানটি সমাচার'। এটুকু ক্ষতিই হলো। কিন্তু মৌলবাদীরা ধর্মকে ব্যবহার করে কিরকম অসুস্থ শক্তির অধিকারী হচ্ছে দেশে সেটা ভীষণ আতংক সৃষ্টি করছে মনে।
তরুণ সম্পাদক গোলাম মোর্তুজা এই পরিস্থিতিতে কী ভূমিকা নেন তাও লক্ষ রাখতে হবে। এই সাপ্তাহিকীটিরও প্রকাশক মাহফুজ আনাম। সুতরাং পরিস্থিতি হয়তো মতিউর রহমান কায়দায়ই সমাধানের চেষ্টা হবে। তবু নতুন এক ধরণের সমীকরণ তৈরি হতে দেখবো, এরকম আশা আমরা করতেই পারি।
সাপ্তাহিক ২০০০ এর লিংক। এখানে সম্পূর্ণ লেখাগুলো নেই।
মন্তব্য
দাগ দেয়া দুই লাইন পড়ে দেখলাম। ধার্মিক শিশ্ন উত্তপ্ত হবার মত কিছু খুঁজে পেলাম না।
কথাতো ঠিকই আছে, মক্কায় গেলে নিশ্চয়ই কেউ বাঈজী বাড়ী খুঁজবে না। আবার তেমনি লক্ষ্ণৌতে কেউ কাবা ঘর খুঁজবে না।
কি মাঝি? ডরাইলা?
'ধার্মিক শিশ্ন উত্তপ্ত' হয়েই থাকে সবসময় (পরজনমে ৭০টা হুরের প্রলোভন আছে না!)। এবং তা সদাব্যাকুল যে কোনও প্রবেশদ্বার ব্যবহারে।
- সংসারে এক সন্ন্যাসী
মক্কায় গেলে কাবাশরিফ অবশ্যগন্তব্য। মক্কায় গিয়ে কাবাশরিফ জিয়ারত না করে আসা বোকামি।
লক্ষ্ণৌ গেলে কোন বাইজির বাড়িতে না যাওয়া বলে বোকামি মনে করেন দাউদ হায়দার? তা তিনি করতে পারেন। আমি হয়তো ভুলভুলাইয়াতে যেতাম, কিংবা বড়া ইমামবড়া।
হাঁটুপানির জলদস্যু
লক্ষ্নৌ গেলে আমি অবশ্য উমরাও জানের কোনো শেষ উত্তরাধিকার আছে কিনা খুঁজতাম। দাউদ হায়দারের সাথে অমিল নেই আমার আকাঙ্খায়।
মক্কায় তো কাবা ছাড়া কিছু নেই। আর কাবাতো মুসলিমদের একক কৃতিত্তেব কিছু না।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
গাধাগুলো সাহিত্য বুঝে না। এই ধরনের কথাগুলো যে ফিগারেটিভলি বলা হয়, সেই বুদ্ধি এদের নাই। এরকম আরো কত কত কথা আছে! নিচের কথাগুলো বললে কি আমাকে কোনদিন দেশদ্রোহিতার দায়ে ঝুলানো হবে?
যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ।
When in Rome, act like a Roman.
যস্মিন দেশে যদাচরণ।
যারা বচন জানে না, তারা প্রবচন বুঝবে এমনটা আশা করাই তো বাতুলতা।
" যারা বচন জানে না, তারা প্রবচন বুঝবে এমনটা আশা করাই তো বাতুলতা। "
অতি উৎকৃষ্ট ! চমৎকার !
উগ্র ধর্মান্ধদের আস্কারা দিচ্ছে সরকার ...
আপনার উদাহরনটার সাথে সুর মিলিয়েই বলছি, এখানে তো মক্খাকে গ্লোরিফাই করা হচ্ছে প্রবচনের পর্যায়ে নিয়ে গিয়ে ,,,এটা তো কোনভাবে দোষের তো না -ই, বরং এটাতো খুশীর কথা হওয়া উচিত মৌলোভীদের জন্য!! ... কাবাকে ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড হিসেবে নেয়া হয়েছে এখানে ... এমনও তো বলতে পারত ভ্যাটিকানে এসেছি আর পোপের গীর্জা দেখে যাবনা ... তাতে জায়গাটার সম্মানই বাড়ে
নাম কার্টুনে পাত্তা দিয়াই বদমাইশগুলার স্পর্ধা বাড়িয়ে দেয়া হয়েছে ,,, দুটাকে ধরে নিয়ে রিমান্ডে বসাইলেই এগুলা চুপ হয়ে যায় ,,, আস্ফালন থেমে যায়
সরকারের ভুমিকা এখন পুরোপুরি প্রশ্নবিদ্ধ!! এখন কেন আন্দোলন আর বিশৃঙ্খলার জন্য এইসব খতিবদের ধরেনা?
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
অভি, একেবারে যে বুঝে না তা নয়। বুঝে না বোঝার ভান করে নিজেদের ক্ষমতাটাকে প্রদর্শন করতে চায় ওরা।
ওদেরকে তুচ্ছতাচ্ছিল্য করার, ক্ষমতাহীন মনে করার বিপরীতে পেশিশক্তির প্রদর্শন করে প্রমাণ দেখাতে চায় ওদেরকে অস্বীকার করার উপায় নেই। ওরাই ক্ষমতাবান।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
কিন্তু কিভাবে এতে করে কোন কিছুর অবমাননা হয় । আমার বোধে আসেনা । ধন্যবাদ আপনাকে । সামহোয়্যার এ দিলাম আপনার লেখাটা ।
..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...
রাহা, কোন পোস্টের লেখা কোট করলে লিঙ্কসহ করলে বোধহয় ভালো হয়। নাহলে দৃষ্টিকটূ দেখাতে পারে, কী বলেন?
হাঁটুপানির জলদস্যু
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
লেখার লিংকটা দিলেই হতো অবশ্য!
ব্লগস্পট | অর্কুট | ফেসবুক | ইমেইল
যাক,বর্তমান সরকারের একটা জিনিষ আমার ভালো লাগছে।খুব মন দিয়ে বইটই পড়ে।
নইলে ঈদসংখ্যা বেরুনো মাত্র এতো গুলো লেখা পড়ে ঠিক লাইনটা খুজে পেল কেমনে?
আরিফ এর মাঝে রসিকতা করেন।
সাপ্তাহিক ২০০০ এর মধ্যেই সরকারের লোক আছে।
ছাপা হওয়ার সাথে সাথে দাউদ হায়দারের লেখা তন্ন তন্ন করে ফেলছে।
তারপর দুইটা লাইন।
গোয়েন্দা সংস্থায় মনে হয় ২০ জনরে বসায়া দেয়া হয়েছে মিডিয়া মনিটর করতে। সবাইকে ২০০৮ পর্যন্ত ঠান্ডা রাখা দরকার।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আরে ব্বাপরে! এত বড় অবমাননা!
ব্লগস্পট | অর্কুট | ফেসবুক | ইমেইল
বাব্বা, অমিতের সিগনেচারে তো সব সংযোগসূত্র দেয়া। অর্কুটের বাংলাও আছে! না টেকের শেষ নাই!
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
মক্কার অবমাননা বলে কথা! সেখানে কি সব ফেরশতার বসবাস? চোর-বাটপাড়-ঠগ সবই তো আছে শুনি। তাতে সে স্থানের অবমাননা হয় না?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
লা'নত সাপ্তাহিক ২০০০ এর প্রতি। লা'নত লা'নত
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ঈদসংখ্যাটা আর বেচা হইলো না।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
বিশ্বাসের সাথে যুক্তি চলেনা বইলা আমি একটা চিন্তা শুরু করছিলাম...তার প্রমাণ নিশ্চিত হাতেনাতে পাইতেছি...যুক্তি বিশ্লেষণ কইরা ধর্মীয় ফ্যানাটিসিজমরে কখনোই ফেইস করা যায় না বিধায়ই ধর্মটারে ফালাইছি মক্কার ডাস্টবিনে...(মক্কার ডাস্টবিনও নিশ্চিত পবিত্র অবস্থান!)
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
হ
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
আমরা কী এখন জলপাই-যানে চড়ে মধ্যযুগে যাচ্ছি?
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
তাই তো মনে হচ্ছে।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
মুরতাদে মুরতাদে দেশটা ভরে গেলো
নীলের সঙ্গে পথ চলা,ভুল পথে
অথবা তারপরও ভালো আছি ...
ঠিক
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
মুহম্মদ বেকুব উল্লাহ য় দেশ ভরিয়া গেলো।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
আগে ছিল হাটুর নীচে এখনত মনে হচ্ছে গোড়ালীতে গিয়া ঠেকছে বুদ্ধির লেভেল।
বাপ্পী
কালকে যখন শুনলাম নিষিদ্ধ হয়েছে, তখন প্রথম ধাক্কায় ভেবেছিলাম, নির্ঘাত প্রচ্ছদের জন্য হয়েছে
---------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
অচিরেই সেটাও আসবে মনে হয় সবজান্তা। নিশান-এ-পাকিস্তান.... জিয়াউল হকের আমলে আইন ছিল যে, টেলিভিশনে নাটকের বা অনুষ্ঠানের কোনো একটা সিঙ্গেল ফ্রেমেও একজন প্রাপ্তবয়সী পুরুষ ও একজন প্রাপ্তবয়স্কা মহিলা একসাথে আবির্ভূত হতে পারবেন না। যদি সেরকম পরিস্থিতি একান্তই এড়ানো না সম্ভব নয়, তবে তৃতীয় একজনকেও ফ্রেমে রাখতে হবে!
যেরকম ভাবগতিক দেখছি... এ যেন প্রেত-পাকিস্তান!
....................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
নয়াদিগন্তের রিপোর্টটা মারাত্মক। এসব রিপোর্ট পড়লেই 'মিডিয়ার জবাবদিহিতা' আন্দোলনে দলে দলে যোগ দেয়ার একটা চরমোৎসাহ পেয়ে বসে। বেকুব মানে, ছালে-বাকলে বেকুব!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
শব্দটা হবে ছালে বালে বেকুব
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।
দুর্বাশা, কেমন যেন হয়ে গেলো এ কমেন্টটি। ঠিক যেন ইয়ে না, কেমন যেন ইয়ে।
হাঁটুপানির জলদস্যু
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
@শোমচৌ
আপনারে বলি নাই কিন্তু। ব্যাটা কাফের মোহাম্মদ দাউদ হায়দাররে বলছি।
==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।
হুম! এদের সাথে কথা বলতে গেলে প্রথমেই কাফের মুনাফেক বলে উড়িয়ে দিতে চাইবে, সরাসরি পারসোনাল অ্যাটাকে চলে যাবে। ধর্মটা যেন তাদের বাপ-দাদার সম্পত্তি, কাফের মুনাফেক টাইটেল দেয়ার জন্য যেন তারা অহীপ্রাপ্ত হয়েছেন। ভালো পয়েন্ট ফোকাস করেছেন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আহা যা বলছেন তা তো দেখতে পাচ্ছি না।
যাক বলেন, মন ঠান্ডা করে বলেন।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
লিংকটা দিয়ে দিয়েছি । ধন্যবাদ হিমু ।
..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...
(ভাষা প্রয়োগ ঠিক হয় নাই তাই আবার ফেরত আসছি, আসলে যা বুঝাইতে চাইছি আশা করি বুঝতে পারছেন)
==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।
ভাষা প্রয়োগ ঠিক না হলে এখুনি ঠিক করে ফেলুন
লিখিত বক্তব্য সতর্ক না হলে একেক জন একেক রকম বুঝবে। সেই দায়িত্বটায় অবহেলা করবেন না।
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
'জন্মই আমার আজন্ম পাপ' এইটা কি দাউদ হায়দারের লেখা? এইটাই ভাবতেছিলাম এবং তিনি দ্যাশে থাকলে কিরকম লেখা লেখার চাপ আসতে পারত সেটাই কল্পনা করে বের করার চেষ্টা করছিলাম। শিরনামে মিল রেখে হয়ত তাকে লিখতে বলা হত 'মোল্লাই আমার আজন্ম বাপ'। এই কথাগুলাই লিখতে চাইছিলাম। পোস্ট করার পর আমার খেয়াল হইল আমার বক্তব্য প্রকাশ পায় নাই এবং এই অসম্পূর্ণ পোস্ট থেকে ভিন্ন রকম অর্থ বের করা সম্ভব। ব্যাপারটা সাথে সাথে খেয়াল করার জন্য হিমু ভাই এবং অরুপ ভাইকে ধন্যবাদ।
বাস্তবিক ধর্ম নিয়া আমার কোন মাথা ব্যথা নাই। মৌলবাদ বা মোল্লাতন্ত্র নিয়াও আমার মাথা ব্যথা থাকতো না, কিন্তু সেক্ষেত্রে গা ব্যথা হওয়ার সমূহ সম্ভাবনা, কারন এরা গা বাঁচিয়ে চলে না, গা বাঁচিয়ে চলতেও দেয় না, হুরমুর করে গায়ের উপর এসে পড়ে। কাজেই দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে উপায় কি?
==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।
দুর্বাশা, মাথাব্যথা না থাকার কারণে ছাড় দিতে দিতে আমরা তাদেরকে এখন রাজধানী দিয়ে দিয়েছি। দেশ এখন তাদের দখলে। এখন পুনরুদ্ধারের যুদ্ধ।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আদা উদলা বেটি এগুর ছবি দিয়া মলাট বানাইছে! এর উপরে আবার বিতরে উল্টাফাল্টা লেখা!!!!! বালা খরছে বাতিল খরছে... একবারে বন খরি দেউক আমরা মাসিক মদীনা পড়মু এখন তাকি।
খেউ ই কমেন্ট না বুঝলে বড়ভাই বিগ সি রে জিকাইন জেনে তাইন তর্জমা খরি দিবানে...
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
সবাইরে বুঝাতে গেলে তো ক্লাশ চালু করতে হবে, নজমুল।
মৌলবাদীরা চিরকাল শক্তি সঞ্চয় করে সেনাশাসনের ছত্রছায়ায়।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
good post
মৌলবাদীদের কারণে সবার মুখে লাগাম টানা জরুর
নতুন মন্তব্য করুন