ব্লগিং-এর স্বাধীনতার সনদ : সচলায়তন নিয়ে প্রাথমিক ভাবনা

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শুক্র, ১২/১০/২০০৭ - ৬:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রস্ফুটনের আশ্বাস
(সচলায়তনের শুরুর সময়ে লেখা এই নীতিমালার খসড়াটি কোনো কাজে আসেনি। অনেক সময় নষ্ট করেই সাজিয়েছিলাম এটি। সচলায়তন চালু হয়ে যাওয়ার পর মনে হলো নীতমালা ধরনের কিছু না থাকলেও চলে। যদিও আমি একে ব্লগিং-এর স্বাধীনতার সনদ বলতে চেয়েছিলাম। এখানে অনেকে ইন্টারনেটের নানারকম সাইট তৈরি করেন। তাদের কারো কারো ভাবনায় কাজে আসতে পারে মনে করে পড়ে থাকা এই অসম্পূর্ণ লেখাটা এখানে দিলাম। এটি নিতান্তই আমার ব্যক্তিগত ভাবনা। এর সাথে অফিসিয়ালি সচলায়তনের কোনো সম্পর্ক নেই।)

ব্লগিং-এর স্বাধীনতার সনদ।

প্রাচীন, দমবন্ধ, এক অচলায়তনে আমাদের বসবাস। দেশে বা প্রবাসে যেখানেই বাস করি না কেন বাঙালি হিসেবে এমন একটা কূপমন্ডুক ও কপট সামাজিক-সাংস্কৃতিক পরিমন্ডলে আমাদের জীবনযুদ্ধ চালিয়ে যেতে হয় যেখানে রুদ্ধ দরোজা, বন্ধ জানালা, কঠিন দেয়াল আর অনতিক্রম্য কাঁটাতারের বেড়াই শেষ কথা। আমাদের চিন্তা-চেতনা, জ্ঞান-বুদ্ধি, বিবেক ও বিচারবোধকে হ্রস্ব, খর্বিত ও বিকৃত করে রাখে মান্ধাতা আমল থেকে চলে আসা নানা সংস্কার ও সংকট। একবিংশ শতাব্দীতে বিশ্বব্যাপী মানুষের সভ্যতা যখন আধুনিকতাকে অতিক্রম করে ছুটছে আরো সামনের দিকে তখনও আমাদের চিন্তা ও সংস্কৃতির দৈন্যতা-সংকীর্ণতায় আমরা প্রায়ই বিপন্ন বোধ করি। এ থেকে মুক্তির উপায় খুঁজতে দরকার বিদ্যমান পরিস্থিতির বস্তুনিষ্ঠ সমালোচনা ও কাঙ্খিত প্রতিবেশের বিনির্মাণের দিকে যাত্রা। কিন্তু এসব চিন্তা ও চর্চার সুযোগ এখনও আমাদের নাগালের বাইরে।

বিদ্যমান পরিস্থিতিতে প্রায়-অসম্ভব স্বপ্নে বুক বেঁধে আকাশ-সংস্কৃতি আর আন্তর্জালের প্রযুক্তির সুযোগ নিয়ে আমরা দুর্জেয় অচলায়তনের মৌরসি পাট্টায় হানতে চাই মারণ-আঘাত। একইসাথে আবদ্ধ ক্ষেত্রফলে বসবাসরত শেকল-বন্দী মানুষকে দিতে চাই উদার চিন্তা-বিবেক-বুদ্ধির অবারিত সুনীল আকাশ। অবারিত করতে চাই সবার জন্য মুক্তচিন্তার অক্সিজেন ভরা সুবাতাস। তৈরি করতে চাই এমন একটা সচল, গতিশীল, বিজ্ঞান ও যুক্তি মনস্ক পরিবেশ, আমাদের প্রিয় কবির ভাষায় যার বর্ণনা হয়; চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির । যেখানে দেয়াল ও প্রাচীর জ্ঞান ও চিন্তাচেতনার প্রকাশকে জিম্মি করে রাখেনি।

সচলায়তন সেই মুক্ত বুদ্ধি, উদার চিন্তা, পরিশীলিত যুক্তি চর্চা ও বিকাশের খোলা প্রান্তর।

সচলায়তনের সেবাসনদ

সচলায়তনে স্বাগতম! সচলায়তন মু্ক্ত, স্বাধীন ও নির্ভয়ে আপনার মতামত আন্তর্জালে প্রকাশের সেবা প্রদানের অঙ্গীকার করে। আপনার চিন্তা-চেতনা, মত ও অনুভূতি প্রকাশের ক্ষেত্রে এখানে আপনি সর্বতোভাবে স্বাধীন। আপনার ব্লগে আপনার নামে প্রকাশিত চিন্তা-ভাবনা, মত ও অনুভূতির সব রকমের দায়-দায়িত্ব শুধু আপনার উপরই বর্তাবে এবং আপনার পাসওয়ার্ডটি গোপন রেখে আপনার ব্লগের বিষয়বস্তুর নিয়ন্ত্রণ আপনাকেই নিতে হবে। সচলায়তন এই প্রকাশের সেবা দেয়ার জন্য আন্তরিকভাবে সচেষ্ট থাকবে তবে তা বহাল রাখার জন্য আইনগতভাবে বাধ্য নয়।

১৬ বছর বয়সের উদ্র্ধের যে কেউ এই সেবা গ্রহণ করতে পারবেন। তবে সচলায়তনের সেবা প্রদানের মূল উদ্দেশ্য ও সেবার যথাযথ ব্যবহারের পরিপন্থী কোনো কিছু ঘটে থাকলে বা ঘটার আশংকা দেখা দিলে যে কোনো সময় কোনো কারণ দর্শানো ছাড়াই যে কাউকে এই সেবা প্রদান থেকে বিরত থাকার ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে।

লক্ষ্য ও উদ্দেশ্য:

যথাযথ ব্যবহার : এই সেবা ব্যবহার করার জন্য, আপনার পোস্ট করা লেখা ও তা থেকে উদ্ভুত প্রতিক্রিয়ার বিষয়ে আপনি এককভাবে দায়ী থাকবেন। আপনাকে এও নিশ্চিত করতে হবে যে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক আইন-কানুন ও বিধি-বিধান অনুসরণ করে এবং তথ্য সম্প্রচারের ক্ষেত্রে আপনি যে দেশে বাস করছেন সে দেশের আইনের ব্যত্যয় না ঘটিয়ে আপনি এই সেবা ব্যবহার করবেন।

সচলায়তনের মূল উদ্দেশ্যের পরিপন্থী কাযকর্ম ও আপনার ব্লগে প্রচলিত আইন ও নিয়ম-নীতি বিরুদ্ধ বিষয়ব্স্তুর জন্য আপনার সদস্যপদ হারাতে পারেন অথবা রাষ্ট্রীয় আইন-আদালতের মুখোমুখি হতে পারেন। যদিও সচলায়তনের পূর্ণ অধিকার থাকবে তবুও এই সেবা ব্যবহারের মাধ্যমে আপনি কোনো আইন বা রীতি-নীতি বা সরকারী নির্দেশকে অমান্য করেছেন কিনা তা কখনও যাচাই করে দেখার জন্য বাধ্য থাকবে না।

সচলায়তনে প্রকাশিত বেশিরভাগ লেখাই ব্লগারদের নিজস্ব সৃষ্টিকর্ম ও চিন্তাচেতনার ফসল। এসব সৃষ্টিশীলতার বিষয়ে কোনো পাহারা বা নজরদারিত্বের ইচ্ছা বা দায় সচলায়তনের নেই। বরং বাধাহীনভাবে ব্লগারদের এসব সৃষ্টিশীল প্রকাশের বিষয়ে সেবা প্রদানই সচলায়তনের মূল উদ্দেশ্য।

চিন্তা ও মতের বৈচিত্রতাকে উদারভাবে উত্সাহিত করে বলে সচলায়তনে প্রকাশিত লেখা অন্য কারো কাছে আপত্তিজনক, আক্রমণাত্মক, অসত্য, ভুলভাবে উদ্ধৃত বা প্রতারণামূলক মনে হতে পারে। এক্ষেত্রে আমরা লেখক ও পাঠক উভয় পক্ষের কাছ থেকে যথেষ্ট সতর্কতা, সাধারণ যুক্তি-বুদ্ধি ও যথাযথ বিচারক্ষমতার প্রয়োগ আশা করবো।

এখানে প্রকাশিত লেখাগুলোর সত্যতা, যথার্থতা, বিশ্বস্ততা সম্পর্কে সচলায়তন কোনো নিশ্চয়তা দেবে না এবং এসব মতামত সংশ্লিষ্ট ব্লগারের বলেই ধরা হবে।

ব্লগে লেখা বিষয়বস্তু সংক্রান্ত নীতিমালা:

সচলায়তন বিনামূল্যে যোগাযোগ, বাকস্বাধীনতা, নিজের মত ও চিন্তা-চেতনা প্রকাশের সেবা দেবে। এই সেবার মাধ্যমে সচলায়তনের উদ্দেশ্য হলো তথ্যের মুক্ত প্রবাহ, সুস্থ বিতর্কের সূচনা এবং মানুষের মধ্যে চিন্তা-চেতনার যোগসূত্র তৈরির সুযোগ করে দেয়া।

সচলায়তন তথ্য, মত ও চিন্তা-চেতনার বাধাহীন প্রকাশে বিশ্বাসী এবং এ কারণে ব্লগারদের লেখার বিষয়বস্তু সম্পর্কে তাদের পূর্ণ স্বাধীনতার অঙ্গীকার করে ও সেইসাথে তাদের লেখার বিষয়বস্তুর স্বত্ব ও দায়-দায়িত্ব তাদেরই বলে মনে করে। সচলায়তন বিশ্বাস করে লেখার বিষয়বস্তুর ওপর সেন্সরশিপ আরোপ এই সেবা-সুযোগটির মূল উদ্দেশ্যের পরিপন্থী।

তবে সচলায়তনের মূল মূল্যবোধ ও চেতনাকে সমুন্নত রাখতে, উদ্দেশ্যকে নির্বিঘ্ন রাখতে এই সেবার অসদব্যবহারকে প্রতিহত করার দরকার রয়েছে নতুবা এই সেবা প্রদান বা চিন্তার মুক্ত প্রকাশ বাধাগ্রস্ত হতে পারে। সে হিসেবে আইনগত প্রয়োজনীয়তাকে মাথায় রেখে ও এই সেবাকে বাধাহীনভাবে চালু রাখার উদ্দেশ্যে বিষয়বস্তুর একটা সীমারেখা টানা জরুরি এবং এতদুদ্দেশ্যে আমরা নীচে এই সীমারেখার একটা ধারণা দেয়ার চেষ্টা করেছি।

বিষয়বস্তুর সীমারেখা
১. বেআইনি ও নীতিবহির্ভূত কোনো উদ্দেশ্যে সচলায়তনের সেবাকে ব্যবহার করা যাবে না।
২. ব্লগকে স্প্যাম হিসেবে ব্যবহারের সব ধরনের চেষ্টাকে সচলায়তন প্রতিহত করার চেষ্টা করবে। যেসব বিষয়বস্তুর মূল উদ্দেশ্য হচ্ছে পাঠক টেনে আর্থিক সুবিধা সৃষ্টি তা সচলায়তনকে সর্বতোভাবে নিরুত্সাহিত করবে।
৩. অন্যের পরিচয় চুরি বা গোপনীয়তা নষ্ট করা সচলায়তনে অনুমোদিত নয়। কোনো ব্যক্তির ব্যক্তিগত গোপন তথ্য যেমন তার ফোন নাম্বার, ইমেইল ঠিকানা, ব্যাংক কার্ড নাম্বার বা ইত্যাদি তথ্য ব্লগে প্রকাশ করা যাবে না।
৪. অন্য ব্যক্তি বা ভিন্ন চিন্তা, মত, ধর্ম বা আদর্শের প্রতি সাধারণ জনমানসে ঘৃণা জন্মানোর উদ্দেশ্যে আপত্তিকর কোনো বিষয়বস্তু ব্লগে প্রকাশ করা যাবে না। একইভাবে প্রাপ্তবয়স্কদের জন্য লেখা বা মানুষের সাধারণ রুচি বা সংবেদনশীলতাকে আহত করতে পারে এমন লেখা প্রথম পৃষ্ঠায় দেয়া থেকে বিরত থাকতে হবে। কারো লেখায় এরকম আহত হওয়ার উপাদান থাকলে পাঠকরা আপত্তি পতাকা টাঙিয়ে তা থেকে অন্যদেরকে দূরে থাকার সংকেত দিতে পারবেন।
৫. ব্লগাররা বেআইনি ও অন্যের জন্য মানহানিকর এমন কিছু প্রকাশ করবেন না। যদি কোনো লেখা আইনের চোখে অন্য কারো জন্য মানহানিকর বা অসত্য ও বিভ্রান্তিজনক বলে আমাদের কাছে মনে হয় অথবা কোনো আদালতের আদেশের মাধ্যমে জানানো হয় তবে সেই বক্তব্য সরিয়ে নিতে আমরা বাধ্য হবো।
৬. অন্যের কপিরাইট করা বিষয়বস্তু লেখায় ব্যবহার করার ক্ষেত্রে ব্লগারদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে।
৭. সাধারণভাবে বেশিরভাগ ব্যবহারকারীর কাছে সুরুচি বিরোধী এরকম যেকোনো প্রকাশনা ও বাণিজ্যিক বা অবাণিজ্যিক উদ্দেশ্যে পর্ণোগ্রাফির ব্যবহারকে সচলায়তন নিরুত্সাহিত করে।

(অসম্পূর্ণ)


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এইটা কি আগে দেখছিলাম? চিন্তিত

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

না এইটা আমার ল্যাপটপেই পড়েছিল।
পাওয়ার পর ভাবলাম এর লজ্জা দূর হোক, ব্লগের মুখ দেখুক।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হাসান মোরশেদ এর ছবি

এই বেশ ভালো আছি হাসি
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আমিও তাই মনে করি। ভালো থাকাটাই কথা। ব্রিটিশরা যে সংবিধান ছাড়াই আছে, কই কোনো অসুবিধা হয় না। তবে প্রথাটা মেনে চলে এরা কাল্টের মত।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

বিপ্লব রহমান এর ছবি

শ্রদ্ধেয় এসএমসি,

সামহোয়ারিনে আপনার পুরনো পোস্ট ঘেঁটে ব্লগ সর্ম্পকিত একটি লেখা পড়েছিলাম। সেটাও ভাল লেগেছে; এটাও ভাল লাগলো। সচলায়তনের বর্তমান নীতিমালা তো অনেকটা এ রকমই!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

বিপ্লব রহমান আপনার মন্তব্যের জন্য বিপ্লব। ভালো লেগেছে? - ধন্যবাদ।
এখানে তুলে রাখলাম, কখনও হয়তো কাজে লাগতে পারে এই ভেবে। অন্য কারো কাজেও লাগতে পারে।
হুম, সচলায়তনের কার্যকর গাইডলাইন এরকমই।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অতিথি লেখক এর ছবি

Dear SMC,
Glad to see your post. But i think this is too common and general for every blog, atleast at the starting age. I wish it will always true for Sachalayatan.

I have one concern about the blog for the new peoplewho are interested in bloging. May be they want to write somethingor may be trying to write something. To me, the entrance criteria is not a inspiration one for new people.

Lets say, i have posted two coments. But i dont know why one is released and other is baned. But I think both were in good and simple thinking and writing.

I have one suggestion. Those who are prominent blogger can send invitation and the new blogger s page, you can add the inviters name. So anything happens regarding the new blogger, the inviter can take action.

I dont know my comment will publish or not. I wish all the best for sachalayatan for some creative writing.

Bulbul Ahmed
Graduate student
National University of Singapore
Blog registration: আহমেদ ০৪১
email:

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ধন্যবাদ বুলবুল আহমেদ।

এখানে আমার খসড়াটি সচলায়তনের নীতিমালা নয়। এটা বলতে পারেন আমার এক ধরনের স্টাডি-ওয়ার্ক।

আপনি নতুন সদস্যভুক্তির ক্ষেত্রে আমন্ত্রণের যে পরামর্শ দিয়েছেন, সচলায়তনে সেই পদ্ধতি চালু আছে। এখানে বেশিরভাগ সদস্য কারো না কারো আমন্ত্রণে এসেছেন।

আপনার কোনো একটি মন্তব্য প্রকাশিত হয়নি শুনে কষ্ট পেলাম। মডারেটর কারণটা আপনাকে জানালে ভালো হতো। হয়তো ব্যস্ততার কারণে পারেননি। তবে আরো বেশি বেশি করে মন্তব্য করুন। আরেকটি কথা আমরা বাংলাতেই মন্তব্য বা লেখা প্রকাশ করাটা পছন্দ করি।
আপনি কিন্তু অতিথি হিসেবে সচলায়তনে ঢুকে নিজের নাম যুক্ত করে লেখা পোস্ট করতে পারেন।
আপনার লেখা পড়ার অপেক্ষায় থাকলাম।

-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

আরিফ জেবতিক এর ছবি

লিখে রাখার জন্য ধন্যবাদ। আমিও একটা করেছিলাম বোধহয় সেই সময়।পোস্টটির খবর আর জানি না। হাসি

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ও হ্যা, আপনি মনে হয় পোস্ট দিয়েছিলেন।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অতিথি লেখক এর ছবি

প্রিয় DMC,
ধন্যবাদ। আসলে অভিযোগ বাংলার চেয়ে ইংরেজীতে অনেক প্রবল হয়। আর আমি ব্লগের একজন হয়ে লিখতে চায়।

আহমেদ ৪১

হাসিব এর ছবি

আসলে অভিযোগ বাংলার চেয়ে ইংরেজীতে অনেক প্রবল হয়।
এইটা মনে হয় ঠিক বললেন না । এটা নির্ভর করে আপনি কোন ভাষাটা ভালো লিখতে পারেন ।

অতিথি লেখক এর ছবি

@ HASIB,

বাংলা লিখতে গেলেই কোমল ভাবটা চলে আসে।। আমার কাছে English টা ঝাড়ি দেয়ার জন্য উত্তম মনে হয়।

আহমেদ ৪১

বজলুর রহমান এর ছবি

গোপাল ভাঁড়ের এই গল্প কি সবার জানা?
রাজসভাতে নতুন এক ব্যক্তির আমদানী হয়েছে, সে সব ভাষাতেই সমান তুখোড়। কেউ ধরতে পারছে না কোথাকার আসলে। রাজা গোপালকে বললেন বার করতে। গোপাল সভা সাংগ হলে বেরুবার সময় করিডোরে লাগালো এক রামধাক্কা । লোকটা রেগে বললঃ ষড়া অন্ধা !
পরদিন গোপাল রিপোর্ট করল ঃ এই লোক উড়িয়া।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

গল্পটা কি আহমেদ৪১ এর উদ্দেশ্যে।
শানে নজুল ধরতে পার্লাম না।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

আরশাদ রহমান এর ছবি

এখন ভালো আছি তা ঠিক। তবে সচলয়তনের উদ্দেশ্য পরিস্কার ভাবে তুলে ধরার প্রয়োজন আছে। সচলায়তন সম্পর্কে জানতে চাইলে আমরা কি জানাতে চাই তা সুন্দর ভাবে বলা দরকার।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

হুম সংহতির জন্য স্পষ্ট ধারণা থাকা ভালো।
সচলায়তন আমাদেরকে কী বলে? আমাদের দিয়ে কী বলাতে চায়? এই শিরোনামে একটা ব্লগ-সেমিনারের আয়োজন করা যায়।
সবার ব্লগসাইট যখন তখন সবার মতামত ছাড়া তো এসব বিষয়ে শেষ কথা বলা সম্ভব না।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।