টাংকিবাজির কিশোরকাল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শুক্র, ২৭/০৭/২০০৭ - ৪:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এ হলো সেই সময় যখন ছাত্র ম্যাডামকে বলে আই লাভ ইউ। চেহারায় নিষ্পাপ কাজে দক্ষ। শয়তানের বীচি। সেই কিশোরবেলায় নানা প্রকারে টাংকিবাজির কৌতুকগুলো মেদুল করে বলবেন এখানে।


মন্তব্য

জ্বিনের বাদশা এর ছবি

দুইবন্ধু বানিজ্য মেলায় গেল; ১৫-১৬ বয়েস, বয়েসটাই তেমন।
দুজনের নাম দেয়া গেল লোটন আর ঝোটন।

হঠাৎ লোটন দেখে অপরূরপ রূপসী এক তন্বী-তরুণী, বেয়স হবে ২০-২২। এবয়েসী ছেলেদের উৎসাহটা একটু বেশীই থাকে আপুমনিদের দিকে।

তো লোটন বলল, ঝোটন দ্যাখ!! কি ঝাক্কাস!!
ঝোটন দেখেই জিহবা কামড় দিল, হাত ধরে লোটনকে একটু আড়ালে এনে বলল, কি করিস, শালা! ওটা আমার দুঃসম্পর্কের খালা।

মেলা ঘুরে টুরে বেরোনোর সময় গেটের সামনে দুইবন্ধুর সাথে সেই মেয়েটির সামনাসামনি দেখা হয়েগেল।
মেয়েটাকে ক্রস করে চলে আসার পর লোটন বলল, কিরে! তোর খালা, আর তুই কোন কথা বললিনা!!

ঝোটন মুচকি হেসে বলে, দুইজন মিলে একমেয়ের সাথে টাংকি মারতে মজা নাই হাসি

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

guest write rajkonya এর ছবি

আমার নিজের ঘটনাই বলি না কেন? আমি একটি স্কুলে শিক্ষকতা করি। স্কুলের নামটি আর বললাম না। নাম শুনলেই আমাকে চিনে ফেলতে পারেন। দেঁতো হাসি

মাত্র দেড় বছর হল জয়েন করেছি। নতুন ম্যাডামদের পেলে ছাত্রদের তো পোয়া বাড়ো। মাঝে মাঝে আমার তো রীতি মত কান্না পেয়ে যায়।

একদিন আমাকে ক্লাস নাইনের এক ছাত্র পড়ানোর মাঝে একটি চিরকুট দিয়ে বলল, ''ম্যাডাম এটা পড়বেন, ক্লাসের শেষে।'' তাকে খুব নার্ভাস দেখাচ্ছে। আমি বললাম, কি এটা? কিছু কি বলতে চাও? এখনি বল? কিন্তু সে বলতে চায় না। আমি তাকে অভয় দিয়ে বললাম, ঠিক আছে ছুটির পরে দেখা কর। দেঁতো হাসি ছুটির পরে কি আর আমি থাকি? দেঁতো হাসি পরের দিন ছেলেটিকে বললাম, কি ব্যাপার? তোমার সমস্যা কি সল্ভড?'' (আমার নিজেরও আসলে আফসোস হচ্ছিল, চিরকূটটা পড়তে না পেরে।) দেখলাম, ছেলেটি চুপ হয়ে গেল আর তার বন্ধুটি বলে উঠল,''জ্বী, ম্যাডাম, আমরা আসলে জমজমের পানির সংকেত জানতে চাইছিলাম।'' উল্লেখ্য, আমি ওদের রসায়নের শিক্ষক। তার পর থেকেই সেই ছেলেটি অতিমাত্রায় ভদ্র হয়ে গেল। আমাকে দেখলেই সে কেমন যেন নিস্প্রাণ হয়ে যায়। হয়ত লজ্জা পেয়েছে। :''>
-----------------------------------------------------------------------

রাজকন্যা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।