বাংলা ওয়েবসাইটগুলোর একটা ঠিকানা সংকলন-গ্রন্থ হওয়া উচিত। যাতে এদের পরিচিতি বাড়ে এবং এই সময়ে যে ওয়েবসাইটগুলো আছে তার একটা ইতিহাসও ধরে রাখা যায়।
অন্তত: একশত ওয়েবসাইটের একটা সংক্ষিপ্ত পরিচিতি বা রিভিউ নিয়ে আমরা একটা সংকলন তৈরি করতে পারি। এতে নতুন প্রজন্মের নতুন প্রযুক্তি নিয়ে আগ্রহ ও সৃষ্টিশীলতার কথা জানাজানি হবে ব্যাপকভাবে।
আগ্রহীরা শুরু করে দিন। আর কিছু লেখার না থাকলে আপনার পছন্দের একটা ওয়েবসাইটের রিভিউ করে গোটা ৫০০ শব্দ লিখে ফেলুন। সংক্ষিপ্ত পরিচিতিটা যাতে পাঠককে সাইট সম্পর্কে আগ্রহী করে তোলে। ইউআরএল দিতে ভুলবেন না। উদ্যোক্তাদের সাথে কথা বলে বাড়তি তথ্যও জোগাড় করতে পারেন।
বইয়ের বিষয়ে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। কিন্তু এরকম একটা বইয়ের বাজার-সম্ভাবনাও ভালোই হওয়ার কথা। তা ছাড়া ওয়েবসাইটটা যদি নিজের হয় তবে তো নিজের ঢাক নিজে বাজানোর বিপুল সুবিধা পেয়ে যাচ্ছেন। শুরু হয়ে যাক।
মন্তব্য
আমার একটা সাইট আছে; এখানেই দিব নাকি?
...........
যত বড় হোক সে ইন্দ্রধনু দূর আকাশে আঁকা
আমি ভালবাসি মোর ধরনীর প্রজাপতির পাখা
প্রকৃতিপ্রেমিক, আপনি নিজে বা অন্য কাউকে দিয়ে একটা রিভিউ তৈরি করুন সাইটটির। পাঁচশো শব্দের মধ্যেই সীমাবদ্ধ রাখূন সংক্ষিপ্ত পরিচিতিটি।
তারপর ই-বইটির নতুন পৃষ্ঠা খূলে সেখানে লিখে রাখূন।
অন্যদেরকেও উত্সাহিত করুন।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
বস সচলায়তন দিয়েই বউনি করুন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ব-e নিয়ে আমার মত হল, বইয়ের সম্পাদকরা উদ্যোগী হলেই বই এগোয়। লেখকেরা নিজেরা জমা দেওয়ার চেয়ে মনে হয় সম্পাদকেরা লেখা বাছাই করলে কাজ দ্রুত এগোবে।
জমা দেওয়া লেখা পুনরায় সম্পাদকদের মূল্যায়ন করতেই হবে। কারো যদি লেখা প্রকাশে আপত্তি থাকে, তাও তখনই জানা যাবে। এক ধাপ কমিয়ে সম্পাদকেরা এগিয়ে আসলেই হয়।
নিজের কথা বলি, আমি সচলের স্বাধীনতার চেয়ে সচেতন অভিভাবকত্ব উপভোগ করি বেশি। এখানে কর্তৃপক্ষ শুধু উচ্চতর নয়, যোগ্যতরও। সেকারণেই তাদের বিবেচনার উপর ভরসা এত বেশি আমার।
উইকি জাতীয় একটি পরিকল্পনার কথা বাতাসে ভাসছিলো। এখনো কি আছে সেই চিন্তা?
উইকির ব্যাকগ্রাউন্ড কাজ শেষ। জুড়ে দিতে আধাঘন্টা লাগবে। কিন্তু এমনিতেই এতো বেশী ফীচার আছে যে আলাদা করে আবার উইকি যোগ করাতে মোটিভেটেড হতে পারছিনা। এই লোডে চলুক আরও কিছুদিন। পরের জেনারেশনে উইকি, ভিডিও টুল সহ আরো গোটা দশেক ফীচার যোগ করার চিন্তা ভাবনা আছে।
আর সদস্যরাও সবগুলো টুল কাজে লাগায় না। যেমন অডিও ফীচারটা খালি পড়ে আছে। খালি বটু মিয়া চালাচ্ছেন সেটা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
চমৎকার উদ্যোগ।অংশগ্রহণ থাকবে। ধন্যবাদ।
১/ অতিরিক্ত ফিচারের আপাতত:প্রয়োজন দেখছি না@মাহবুব মুর্শেদ।যা আছে তা খেয়েই শেষ করতে পারছি না।আর প্রয়োজন মূহুর্তে তো আপনারা আছেনই।
২/ বিগ সি'র লেখাটা আরেকটু স্পষ্ঠ করা প্রয়োজন।
বাংলা সাইট বলতে কোনগুলোকে বুঝাবে?নিচের সবগুলো?
ক.সকল বাংলা দৈনিকের ওয়েবসাইট?
খ.বিডি নিউজ সহ আরো কিছু নিউজ ওয়েব সাইট?
গ.কর্পোরেট সাইট?
ঘ.ব্লগ?( ব্লগস্পটের ব্লগগুলো)
ঙ.ফোরাম ?(যেমন মুক্তমনা)
চ.গ্লোবাল ভয়েসেস এর বাংলা সংস্করন জাতীয় সাইট?
ছ.ওয়েব পত্রিকা?(যেমন হাজারদুয়ারি)
জ.বাংলা এন্টারটেইনমেন্ট সাইট?
ঝ.
-------------------------
এগুলোকে বিন্যাস করা উচিত।যাতে যার যেটা সংযুক্তির ইচ্ছা তিনি সেটি সেই পৃষ্ঠা বা বিভাগে রেখে আসতে পারেন।
-----------------------
বাংলা নয়,কিন্তু বাংলাদেশ সংক্রান্ত ওয়েব,এগুলোকেও একই সাথে আলাদা শিরোনামে সংযুক্ত করা হোক।
একই সাথে হলে কাজটি এগুবে।
অন্য মাধ্যমের প্রতিষ্ঠানের ওয়েব পেজগুলোর শুধু ঠিকানা থাকাই যথেষ্ট। সেটা রিভিউ করার দরকার নাই। দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইট রিভিউ করা আর দৈনিক ইত্তেফাক রিভিউ করা একই। (যদি না ওয়েব ডিজাইন ও টেকনিক্যাল বিষয়ই মূল আলোচ্য হয়।)
আমি বলছিলাম, নতুন প্রযুক্তি বা নতুন মাধ্যম ব্যবহার করে যেসব নতুন বাংলা সাইট খোলা হয়েছে। যেগুলোর কাজকর্ম সম্পর্কে তত বেশি ধারণা নেই সাধারণ মানুষের। সেগুলোর একটা রিভিউ তৈরি করার কথা।
ইলেকট্রনিক্স বা কম্পিউটার বিষয়ক একটা বাংলা সাইট হয়তো আছে তার রিভিউ। ব্লগিং এর সাইট, নানা ফোরাম, বাংলায় নানা ওয়েব টুলসের সাইট, ওয়েব ভিত্তিক পত্রিকা বা এমন কোনো লেখালেখির সংকলন যার হার্ড-কপি বাজারে পাওয়া দুর্লভ।
তবে এসব নিয়ে এখন ভেবে লাভ নেই।
নতুন নতুন ওয়েবের ঠিকানা ও কার্যক্রম জানা থাকলে, আমাদের জানান দেন একটা ছোট্ট রিভিউ করে। শুধু এখানে পাতা খূলেই সেটা করতে পারেন। তা'লেই হবে।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
তাছাড়া এরকম ইন্টারেস্টিং ও জ্ঞানদায়ী ওয়েবসাইটের ব্যাপারে কী বক্তব্য?
-----------------------------------
ঢাকার ভূমে ফিরেছে একাত্তর/প্রস্তুতি নে,সময় হলো তোর..
গা জ্বালা করছে এই খবর পড়ে। জবাব লিখছি। সচলেও প্রকাশ করবো পারলে।
আমি একটি তালিকা তৈরি করেছিলাম বেশ আগে। এর সাথে নিশ্চয়ই অনেক যোগ হবে। আমার মনে হয় এরুপ একটি তালিকা সচলায়তনের একটি রেফারেন্স পাতা হিসেবে থাকতেই পারে। সাথে রিভিউর লিন্কগুলো যোগ হলে তো সোনায় সোহাগা। ওই পাতায় এডসেন্স জাতীয় বিজ্ঞাপন যোগ করে দিলে কর্তৃপক্ষের কিছু খরচ উঠে আসারও সম্ভাবনা দেখা দিতে পারে।
××××××××××××××××××××××××××××××××××××××
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
আপনার এই তালিকাটি থেকে আমি একসময় বেশ কিছু ভালো বাংলা ব্লগের খবর পেয়েছিলাম।
-----------------------------------
ঢাকার ভূমে ফিরেছে একাত্তর/প্রস্তুতি নে,সময় হলো তোর..
অনেক ধন্যবাদ, তালিকাটার জন্য।
নতুন কিছু দেখলে একটা রিভিউ করুন রেজওয়ান। এ বিষয়ে আপনার আগ্রহ আছে জানি। আমার মনে হয় এরকম একটা সংকলনের জন্য আপনিই আদর্শ সম্পাদক।
আমিও কিছু করবো। এই বিষয়টা আমার মাথায় আসে দৃষ্টিপাতের ওয়েবসাইটে ঢুকে। এসব সাইটের কথা সবার ধারণায় থাকা উচিত, তবেই না তথ্যের, চিন্তার মুক্ত প্রবাহ।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
হুমম।
নিয়মিত আপডেট হয় এরকম বাংলা সাইটের সংখ্যা কিন্তু খুব বেশি নয়।
তিন বছর আগে তৈরি, সামান্য কিছু তথ্য রাখা - লিংক ঠিকমতো কাজ করে না - এরকম জিনিষই বেশি।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
ঠিক সৌরভ। একদম ঠিক।
বন্ধুর জন্য দেড় লাখ টাকার বাজেটে বাংলা বই কিনতে বেরিয়ে সৈয়দ হক বলেছিলেন, কিনে সংগ্রহে রাখার মত যথেষ্ট বাংলা বই আমরা লিখিনি।
আগ্রহ মরে যায় বলে হয়তো আর হালনাগাদ করে না নির্মাতা। কিছু নিয়মিত পাঠক, লেখক পেলে হয়তো বেঁচে থাকতো।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
নিউ মিডিয়ার টুলগুলো ব্যবহার করে কতজনই কতকিছু করছে! যেমন উন্নয়ন টিভি সাইটটি দেখলাম। শোমচৌ এর প্রস্তাব তাই খুবই যৌক্তিক এবং সকলের সহযোগিতা কাম্য। আচ্ছা তালিকাটাকে কি উইকি হিসেবে ডেভেলপ করা যায়?
×××××××××××××××××××××××××××××××××××××
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
যেমনটা আগে বললাম, উইকি ফীচারটা এখনই দিতে চাচ্ছি না। এক উইকি ফীচার দিতে তিন চারটা মডিউল ইনস্টল করতে হবে, একগাদা কোড নিয়ে চুল ছিড়তে হবে, অথচ ব্যবহার হবে একবার। তারচেয়ে আরেকটু বড় হোক সচলায়তন। তখন দেয়া যাবে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অনলাইন পত্রিকা মৃত্তিকা।
কিছু মানুষকে কি ই-বুক করার অপশন দেয়া যায়।
যেমন মৃত্তিকার কথাই বলছি।
তারা নিজের মতো চেষ্টা করছে দেখলাম।
একটি সাধারন ব্লগে তাদের পত্রিকাটি রাখা।
তাদেরকে কি সচলে ই-বুক করে পত্রিকাটি রাখতে দিতে পারি না আমরা?
সংশ্লিষ্ঠরা ভেবে দেখতে পারেন।
এমনিতেই ই-বুক সম্পাদকদের কর্মতৎপরতা দেখে আমি কিঞ্চিত হতাশ।
----------------------------------
ঢাকার ভূমে ফিরেছে একাত্তর/প্রস্তুতি নে,সময় হলো তোর..
হুম, আসলে হতাশ হওয়ারই কথা আরিফ।
সবাই নিজের পছন্দেই লিখছেন। সুতরাং সম্পাদকের পছন্দে অনুরোধের লেখা লেখার সময় তাদের পক্ষে বের করা কঠিন। তাগাদা দিলে হয়তো সেরকম করা সম্ভব।
আপনিও নেমে পড়ুন একটা বইয়ের পরিকল্পনা নিয়ে। একবছরে না হোক, দু'বছরে তো কাঠামোটা রূপ পাবে।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
উহু,আমার ধারনা সম্পাদকরা নিজেরাই বেশি সময় দিচ্ছেন না।দায় লেখকের নয়,সম্পাদকের।
আমি সম্পাদক হলে বিষয়টি খারাপই হবে।
আমি যতোক্ষন লগইন থাকবো,ততোক্ষনই লেখকদের গুতোঁতে থাকবো।(ভালো লেখার জন্য গুতাতে আমার ক্লান্তি নেই।)
আমার ভয়ে তখন অনেকেই লগইন না করে "অতিথি" হিসেবে সচলায়তন পড়তে থাকবেন।
সেটা কি ঠিক হবে?
খূব ঠিক হবে।
গুঁতানোর আরিফীয় কায়দাটা আমরা তখন শিখে নিবো।
তারপর তর তর করে নামতে থাকবে একেকটা বই।
এখন আমাদের সামনে আর তো মডেল নাই, আরিফই ভরসা।
শুরু হয়ে যাক।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
চেক করে দেখলাম,বই তৈরীর ক্ষমতাটা মডারেটরবৃন্দ আমাকে দেন নি।
তারা নিশ্চয়ই বুদ্ধিমান
আমার বেগতিক ভাইয়ের পদ্ধতিটা পছন্দ হয়েছে।
বলা হয়েছিল লেখকদের লেখা দিতে। চাইলে ব্লগের পোস্ট গুলোই নতুন করে জমা দিতে বলা হয়েছিল।
এই ব্লগে ইতোমধ্যে প্রকাশিত লেখা যদি মুদ্রনযোগ্য হয়েই থাকে, তাহলে সম্পাদকেরা সেই লেখা গুলো চিহ্নিত করে লেখকদের কেন অনুরোধ করছেন না বইয়ে যোগ করে দিতে? বই তো তৈরি হয়েই আছে, সম্পাদনা হচ্ছে না শুধু।
ভাল উদ্দ্যোগ। ডাটাবেইজের আসলেই কোন বিক্লপ নাই।
রিভিউ কিভাবে লেখে ভ্রাতঃ? রিভিউ-এ কোন সাইটের কোন কোন ব্যাপারগুলো/বৈশিষ্টগুলো টাচ্ করতে হবে? বাংলা/ইংরেজিতে ওয়েবসাইট রিভিউয়ের কোন উদাহরণ থাকলে একটু বলেন... দেখে চোথা মারি
আমাদের প্রযুক্তি ফোরামের একটা রিভিউ লিখতে চাই .. .. ভেবেছিলাম এই পৃষ্ঠাটাই কপি-পেস্ট করে দেব ... ... কিন্তু আশংকা করছি যে নিজের ঢোল পেটানোর মত হবে ব্যাপারটা
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
অসুবিধা তো নাই মনে হয়। দিয়ে ফেলেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দাঁড়ান কয়েক ঘন্টা পরেই নামাচ্ছি ...
(হাতের কাজটা শেষ করে নেই)
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
ঠিকাছে, টেইক ইউর টাইম। রিভিও মতো করেই দেন। কালেকশন হিসেবে থাকবে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বিজ্ঞানী.org এর একটি রিভিউ লিখছি...আজকালের ভেতরে দিতে পারবো...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
আমি অনেকদিন আগে বিজ্ঞানী'র একটা রিভিউ করেছিলাম। মনে চাইলে একটু দেখতে পারেন। এখানে।
নতুন মন্তব্য করুন