১
দুবছরের পড়াশোনার এক বছর শেষ করে ছুটি কাটাতে দেশে এলাম এক মাস হলো। আরো থাকবো মাস দেড়েকের মত। এতদিন কিভাবে? জার্মান ভাষাশিক্ষার একটা কোর্স শুরু হবে সামনের মাসেই, আর আমারো ফিরে গিয়ে সেটা ধরার কথা ছিলো। প্রোগ্রামের কো-অর্ডিনেটরকে অনুনয় করে মেইল দেয়াতে কাজ হলো, বললেন ভাষাশিক্ষা কোর্স পরের মাসে শুরু করলেও নেহায়েত ক্ষতিবৃদ্ধি নাই। যদিও এতে সেমিস্টারের মধ্যে চাপটা বেড়ে যাবে, তাও আমি তো আরো এক মাস শুয়ে-বসে, দাওয়াত খেয়ে, চরম আলসেমি করে কাটাতে পারবো!
এক বছরের প্রবাস জীবনে সবচাইতে বেশি মিস করা ব্যাপারগুলোর মধ্যে এক নম্বর ছিলো বৃষ্টি। "আইলাম, গেলাম" টাইপ নুতুপুতু বৃষ্টি না; আকাশ কালো করে আসা ঝুম বৃষ্টি; বিটিভির আবহাওয়া বার্তায় যাকে বলে "বজ্রপাতসহ ঝড়োবৃষ্টি"। দেশে এসে প্রথম সপ্তাহে বৃষ্টিতো দূরের কথা, মেঘের ল্যাজ পর্যন্ত দেখতে পেলাম না। পরের সপ্তাহে গ্রামের বাড়ি ঘুরতে গিয়ে টিনের চালে ঝমঝম বৃষ্টিতে যখন টিভিতে ঢাকার পানিতে ঢেকে যাওয়ার খবর পেলাম তখন আমি যারপরনাই পুলকিত - "যাক এমন দিনে ঢাকায় থাকতে হয় নাই!"
দুদিন পরে ঢাকায় ফিরে এলাম, তালা খুলে বাসায় ঢুকতেই দেখি এক অভূতপূর্ব দৃশ্য - পুরো বাসা থইথই করছে, খাটের নিচে, টেবিলের তলায়, ওয়ার্ডরোবের চিপায় - এক ইঞ্চিও বাদ নাই। বারান্দার দরজা, সবগুলো জানালা বন্ধ ছিলো, পানি কিভাবে ঢুকলো, এত পানি?
যাহোক, আদাজল খেয়ে লেগেও বালতি দশেক জলের নিকুচি করতে আমাদের তিনজনার ঘন্টা দুয়েক লাগলো মাত্তর। বৃষ্টিকে বড্ড বেশি মিস করার ফল পেলাম হাতেহাতেই, হাতেনাতেও বলতে পারেন।
২
গত আগস্টে দেশ ছাড়ার সময় একদম ছোট করে চুল কেটে গিয়েছিলাম, ঠিক কি কারণে খেয়াল নেই। আর যাবার মাস তিনেক পরে আরো একবার- কোন নরসুন্দরের দোকানে নয়, আমাদের এক বড়ভাই সুন্দর করেই সমাধা করেছিলেন কার্যটি। সেই শেষ, তারপর থেকে আমার সাধের কেশরাজি বিনা বাধায় বেশ বেড়ে উঠছে। কিপটামো করে কাটাইনি, ঠিক তা নয়। দেশে থাকতে কখনো চুল বড় করিনি, হালকার উপর ঝাপসা একটা ইচ্ছে ছিলো আগে থেকেই, তাই ভাবলাম এই সুযোগ আর মিস করা ঠিক হবে না।
আমার সবসময় মনে হতো চুলটাই মানুষের চেহারার সবচেয়ে বেশি ব্যক্তিত্বপ্রভাবক (Characteristic এর বাংলা কি হবে?) বস্তু, তাই ভাবলাম দেশে সবাইকে এই পুরোনো চেহারার নতুন খোমাটা না দেখালে একটা আফসোস থেকেই যাবে। তাই ফিরে এলাম ওভাবেই।
তাৎক্ষণিক ফলাফলঃ এয়ারপোর্ট থেকে বাসায় ফেরার পথে আব্বুর সংলাপ - "তুই কি সেলুন হয়ে বাসায় যাবি?"
যাহোক, প্রাথমিক ধাক্কাটা কেটে যাবার পর এখন মোটামুটি সবাই বলছে আমার এই লম্বা চুল নাকি তাদের কাছে ভালোই লাগছে। আমিও তাই আপাতত আর সেলুনে যাচ্ছিনা। দেখি কতদিন কাটানো যায়। মানে "না কাটানো" যায় আর কি!
পুনশ্চঃ
অ-নে-ক দিন পরে আমার অ্যাকাউন্টে ঢুকে দেখি হাসান মোরশেদের মন্তব্য- "শেষ লেখা একুশ আগষ্ট ২০০৮ । সমুদ্রকে কি এতো স্থবির মানায়?"
দ্বিতীয় লেখাটা যে ঠিক ঠিক এক বছর পরেই লিখলাম এটি ইচ্ছাকৃত নয়, অনভিপ্রেত কাকতালমাত্র!
মন্তব্য
অ...নে...ক দিন পর...
ভয়াবহ ছিল ওই বৃষ্টির দিনগুলা। পুরা ঢাকাই তো বলতে গেলে পানির তলায় চলে গেছিল। তবে ভাগ্য ভাল, আমাদের বাসার এদিকে পানি তেমন একটা ওঠে নাই
তা, পরের লেখা কি একুশে আগস্ট, ২০১০ এ পাওয়া যাবে?
হু, ডেডলাইন একুশ আগস্ট, ২০১০
"Life happens while we are busy planning it"
চিনছি তোমারে ... । [ফাঁস কইরা দিব নাকি?]
আমিও এখন একই ধান্দায় আছি; চুল বড় করতেছি। মাত্র ৩ মাস হইছে। এখনি বিরক্ত লাগতেছে।
এতদিন দেশে থাকতে পারতেছ বইলা ... হিংসা।
/
রেশনুভা
আপনে না চিনলে ক্যামনে কি!
ফাঁস কইরা আর কি হবে বলেন, ফাঁস করার মতন পরিচয়ও কিইবা আছে বলেন
বিরক্তি লাগাটাই স্বাভাবিক, কাটায় উঠতে না পারলে চুলটাই কাটায় ফালায়েন। আমার তো ঘরভর্তি চুল পইড়া থাকে। অলরেডি বাসার বুয়া আম্মুর কাছে কমপ্লেন দিছে - ঘর মুছতে তার বড়ই অসুবিধা, বড় ভাইয়া চুল কাটাইলে তার সুবিধা হয়। বোঝেন!
আপনার নতুন ডি এস এল আরের জন্য অনেক (প্রতি)হিংসা!
"Life happens while we are busy planning it"
লেখায়
আর প্রতি বছর একটা করে লেখা দেওয়া কিন্তু খুব একটা খারাপ না
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ভালো লাগলো ...
দেশে যাইতে মঞ্চায়
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
আর তো কয়দিন মাত্তর
"Life happens while we are busy planning it"
উৎসাহের জন্য ধন্যবাদ !
"Life happens while we are busy planning it"
Characteristic-এর বাংলা "বৈশিষ্ট্যপূর্ণ" হতে পারে।
বলেছেন ঠিক।
ধন্যবাদ!
বাহ্। লম্বা চুল আমারো পছন্দ, কিন্তু কাকের বাসা নয়।
দেশে তো আর ও অনেক কিছুই দেখলি, জাতি ঐগুলাও জানতে চাই।। ঃ)
"দেশে"? নাকি "বৈ-দেশে" ? তুই আছিস কোন আবেশে?!
"Life happens while we are busy planning it"
উফ, এই বৃষ্টির কথা শুনে দেশ ছেরে যেতে ইচ্ছা করে না।
সাজিয়া
shazia[dot]shahnaz[at]gmail[dot]com
তাও তো যাও! সবাই যায়
"Life happens while we are busy planning it"
আমার চুল বেশ বড় হয়ে গেছে... বছরখানেক আর কাটবো বলে মনে হয় না
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
"বেশ বড়" হওয়ার পরেও বছরখানেক কাটাবেন না বলছেন?! দেখবেন বেণী করতে না হয় আবার
"Life happens while we are busy planning it"
হুম... বেণী দৈর্ঘ্যেই থিতু হবো। বছর ৪/৫ আগেও আমার চুলে বেণী করা যেতো... মাঝখানে কেটে ফেলছিলাম... আবার রাখতেছি
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমি ভাবছি ঝুঁটি পর্যন্ত যাবো, এর বেশি নয়।
"Life happens while we are busy planning it"
২১ আগষ্ট তারিখটা পালটা, পুলিশ আইসা ধরতে পারে।
সেইটাই, কিছুই বলা যায়না। কারে জানি ধরছিলো হুমকি দিয়া মেইল করার অপরাধে, পরে তো দেখা গেলো সে বেচারা নিরপরাধ। সব সম্ভবের দেশ
"Life happens while we are busy planning it"
ঠিক কথা। আমারও না।
"Life happens while we are busy planning it"
ঠিক কথা; আমারও না।
চুল হবে লম্বা আর সিল্কি; বাতাসে যখন চুল দুলবে...সেই দোলা দু'এক জন রমণীরে দোলাইলেও মাইন্ড খাবো না ...
/
রেশনুভা
নতুন মন্তব্য করুন