ক্যান্সার

ত্রিমাত্রিক কবি এর ছবি
লিখেছেন ত্রিমাত্রিক কবি (তারিখ: শুক্র, ২৩/০৩/২০১২ - ১২:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঠিক আধাঘণ্টা আগে বাড়ি ফিরলাম,
সারাদিন কড়া রোদের নীচে দাঁড়িয়ে থাকার পর,
ঘরে ঢুকতেই টুপ করে ঝড়ে যায় রৌদ্রের গন্ধ।
ইতিহাস হয়ে যায়, তীব্র সূর্যালোক।

আমি ইতিহাস পড়ি না, বুঝি না, পাত্তা দেই না,
রৌদ্রের গন্ধরা কোথায় মিলিয়ে যায়! মুহূর্তে, ইতিহাস হয়।

রাস্তার মোড়ে দেখা ক্ষণিকের রূপসীরা -
তাদের সমস্ত চর্চিত সুতীব্র রূপ নিয়ে চোখের পলকে উধাও হয়,
বুকের ভেতর চকিত তীব্র তোলপাড়,
তারপর চোখের পলকে, তারাও ইতিহাস হয়।
নতুন ইতিহাস লেখা হবে বলে, আগামীকাল।
আমি ইতিহাস বুঝি না, পাত্তা দেই না।

আজকাল ভাইরাল জ্বর খুব হচ্ছে,
কয়েকদিন খুব ভোগায়, ওষুধেও কমে না খুব একটা,
তিন-চারদিন, বড়জোর সাতদিন,
তারপর এমনি এমনি সেরে যায়,
ইতিহাস হয়,
সবকিছু ইতিহাস হয়!

ইতিহাস হয় আমাদের খোঁড়া মুক্তিযোদ্ধা বা ধর্ষিত বোন,
ইতিহাস হয় জাতশত্রু, রাজাকার ইতিহাস হয়ে বসে থাকে মহান সংসদে,
ইতিহাস হয় আমাদের প্রকৃত ইতিহাস, ইতিহাস বই, অথবা স্বাধীনতার ঘোষক,
আমাদের স্বাধীনতা ইতিহাস হয়ে, ঝরে পড়ে রাজপথে,
ইতিহাস হয়ে যায়, অর্জিত শোক।
আমরা ইতিহাস মনে রাখি না, পাত্তা দেই না।

বসন্ত এসে এসে চলে যায়,
ফুলগুলো ফুটে ফুটে ঝরে যায়,
ঘাস-ফুল পায়ে পায়ে চাপা পড়ে মরে যায়,
বিগত বসন্ত, শুকনো ঝরা ফুল, চাপা পড়া ঘাস-ফুল,
ছোট বড় ভুল,
অনেকটা রৌদ্রের গন্ধ,
ক্ষণিকের তীব্র রূপসী,
অথবা ভাইরাল জ্বর,
সবকিছু খুব বেশী নশ্বর।

তুমি শুধু টিকে গেলে যুগযুগ,
হতে পারতে রৌদ্রের গন্ধ, বা ক্ষণিকের রূপসী,
বিগত বসন্ত, অথবা ঝরা ফুল,
হতে পারতে, সবকিছুর মতই, খুব দ্রুত ইতিহাস,
ছোট বড় ভুল,
হতে পারতে ভাইরাল জ্বর -
কিন্তু তুমি ক্যান্সার হলে,
হৃদয়ের প্রতিটি কোষে চালালে, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন।

ক্যান্সার কি ইতিহাস হয়?


মন্তব্য

দুষ্ট বালিকা এর ছবি

বলেছিলাম! হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ত্রিমাত্রিক কবি এর ছবি

হ, বলছিলা তো হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

cresida  এর ছবি

অনেকদিন পর ভালো কোন কবিতা পরলাম।

আমাদের সবার শরীরে যে ক্যান্সার, তা আমরা অনেকেই অনুবাদ করতে পারি না।অথবা ক্ষেত্র বিশেষে আমরা তা অনুবাদ করতে চাই না।

এই যে "তুমি শুধু টিকে গেলে যুগযুগ" এর মধ্যে যে হাহাকার, যে মৗন ক্ষোভ, যে বেদনা , আমি তাকে অনুবাদ করি আমার রোজকার চতুষ্কোন সময়ে।

অথবা " টুপ করে ঝরে যায় রৌদ্রের গন্ধ" , - এই ঝরে যাওয়ার ইতিহাস আমরা মনে রাখি না, তবুও খুঁজি, জেনে বা না-জেনে, তবুও ক্যান্স্যার এর সাথে সহবাস।

শুভকামনা জানবেন।

cresida

ত্রিমাত্রিক কবি এর ছবি

খুব ভাল লাগল আপনার মন্তব্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারেক অণু এর ছবি

হাততালি দারুণ, শুধু প্রথম লাইনটা খুব একটা মনঃপুত হল না, বাকিটা চমৎকার।

ত্রিমাত্রিক কবি এর ছবি

অনেক অনেক ধন্যবাদ অণু ভাই। আছেন কেমন?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সত্যপীর এর ছবি

ত্রিমাত্রিক কবিতা ভালো পেলাম।

..................................................................
#Banshibir.

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।