বিজয়

ত্রিমাত্রিক কবি এর ছবি
লিখেছেন ত্রিমাত্রিক কবি (তারিখ: রবি, ০৮/১২/২০১৩ - ৬:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেখ যায় পেরিয়ে যুগের পরে যুগ কত!
আছে অপেক্ষাতে তিরিশ লক্ষ আত্না তো।

জানি বঙ্গবন্ধু পঁচাত্তরে বাঁচলে ঠিক,
অনেক আগেই শুয়োরগুলো দেখতো শিক।
তখতে তখন পাকিস্তানি আত্নারা,
দেশপ্রেমিক আর আমজনতায় বাকহারা।

তারপরে এক মেজর সাহেব নাম করা,
করলে শুরু রাজনীতিতে মশকরা!
পাকিস্তানি ভূতের পূজা হয় শুরু,
গোলাম আজম ফিরল দেশে, তার গুরু?
সংবিধানের কাঁটাছেড়ায় ধর্মবিষ,
ঢুকিয়ে দিলেন মেজর সাহেব, ধানের শীষ।
উর্দি পরে গণতন্ত্রের নাম নিয়ে -
রাষ্ট্র চালায় ধূর্ত হাঁটুর জোঁড় দিয়ে।

পরের ধাপে বিশ্ববেহায়ার কোলে,
জামাত যখন সুখের দোলায় খুব দোলে,
রাষ্ট্র নামক যন্ত্র তখন টলছিল,
স্বৈরাচারী যন্ত্র যে খুব চলছিল।
দেশটা তখন স্বৈরাচারের অস্ত্রতে,
খৎনা করা অদ্ভুত এক রূপ তাতে,
রাষ্ট্রধর্ম আর হাজারো ঝঞ্ঝাটে,
খেলে ধর্ম নিয়ে চরিত্রহীন লম্পটে।

মানুষ তখন অত্যাচারে দিন গোনে,
অনেক হল এবার প্রাণের ডাক শোনে -
হাজার মানুষ রক্ত দিয়ে রাজপথে,
স্বৈরাচারের পতন ঘটায় এক সাথে।

দেশের মানুষ স্বপ্ন চোখে টলছিল,
ভাবল বুঝি আজ জনতার জয় হল!

কিন্তু কে হায় জানত এত ঠিক করে!
মেজর সাবের আত্না কি আর পিছ ছাড়ে?
গোলাম আজম পায় যে নাগরিকনামা,
তিরিশ লক্ষ শহীদ প্রাণের লজ্জা মা!
জননী তখন রাষ্ট্রদ্রোহের দায় নিয়ে -
গোলাম যখন পাসপোর্টে জলছাপ দিয়ে -
আমরা তখন হাল ছেড়ে কী ভাবছিলাম?
গোলামকে ক্যান একাত্তরে ছাড়ছিলাম?

এর মাঝে যে অনেক অনেক দিন গেল,
গোলাম সাহেব মন্ত্রী মহোদয় হল।
একাত্তরের রক্তমাখা সেই নিশান,
রাজাকারের রাজবহরের বাড়ায় শান!
দেশের মানুষ খুব নীরবে ফুঁসছিল,
সহ্যসীমার একটা তো লিমিট ছিল,
অনেক দিনের আন্দোলন আর দাবীর পর,
আবার বিচার হয় শুরু, এক সুখপ্রহর!

ছিল বিশ্বমোড়ল সাহেব গনের ধমকানি,
তবু বিচার হবেই এ বিশ্বাসই ঠিক মানি।
জামাত-শিবির-বিএনপি আর গেলমানে,
তেঁতুল শফির ভক্তরা কি ঠিক জানে?
আগুন দিয়ে শতেক মানুষ ঝলসালেই -
সৌদি টাকায় দেশ পোড়াতে বিল পেলেই -
দেশের মানুষ ভয় পেয়ে কি যায় দমে?
তিরিশ লক্ষ প্রাণের শক্তি যায় কমে?

আমরা জানি এসব তো ভাই ভুল কথা,
জনতা ভোলেনি একাত্তরের হালখাতা।

জামাত-শিবির-বিএনপি আর বাম মিলে,
সুশীল শুয়োর আলুর খোয়ার এক হলে,
কথার প্যাঁচে অঙ্ক কষে ক্যাশ টাকার,
মেশিন চোষে সাঈদি সাহেব আর সাকার।
পাকিস্তানই যারা নিজের দেশ মানে,
তাদের সাথে জোট করে যেই শয়তানে,
তাদের নামেই হাজার কথার ঠিক ফাঁকে,
গোপন প্রেমের হাজার আলামত থাকে।
সুশীল শুয়োর টকশোজীবির এই স্বভাব,
সরল কথার তাদের মুখে খুব অভাব,
শুয়োর নিয়ে রোজ সহবাস হয় যাদের,
এবার সময় মুখোশ খোলার ঠিক তাদের।

গেছে যুগ পেরিয়ে, অর্ধশতক প্রায় পেরোয়,
সুশীল বচন, হুমকি শোনার দিন তো নয়,
বিজয় দিবস উদযাপনের এই মাসে -
দাও ঝুলিয়ে কসাই কাদেরকেই ফাঁসে।


মন্তব্য

সাক্ষী সত্যানন্দ এর ছবি

গুল্লি উত্তম জাঝা! হাততালি

না-আ-আ-আ... আমি এই নিয়া ছড়া লেখতে বসছিলাম... দিলেন তো সেটার মৃত্যু পরোয়ানা পাঠায়া রেগে টং

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

মৃত্যু পরোয়ানার কি আছে! আপ্নেও দ্যান। এসব কবিতা বেশীও হয় না, বাসিও হয় না!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

এক লহমা এর ছবি

ইতিহাস দরজায় কড়া নাড়ছে। আপনার কবিতায় সেই কড়া নাড়ার শব্দ।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

ত্রিমাত্রিক কবি এর ছবি

লিখে ফেলেন, ভাইজান, অপেক্ষায় থাকলাম।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

দীনহিন এর ছবি

দেশটা তখন স্বৈরাচারের অস্ত্রতে,
খৎনা করা অদ্ভুত এক রূপ তাতে,

এই জায়গাটা দারুণ হয়েছে!

দেশের মানুষ স্বপ্ন চোখে টলছিল,
ভাবল বুঝি আজ জনতার জয় হল!

কেন তারা টলছিল? স্বপ্ন দেখায় কি তবে ভুল ছিল? আপনার কি মনে হয়, তারা টাল ছিল?

এর মাঝে যে অনেক অনেক দিন গেল,
গোলাম সাহেব মন্ত্রী মহোদয় হল।

গোলাম মন্ত্রী হল? নাকি তার গোলামেরা?

তাদের নামেই হাজার কথার ঠিক ফাঁকে,
গোপন প্রেমের হাজার আলামত থাকে।

ঠিক। ঠিক।

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

ত্রিমাত্রিক কবি এর ছবি

গোলাম এখানে সিম্বলিক আসলে, মানে গোলামেরা, গোলামের দল।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

মৃত্যুময় ঈষৎ এর ছবি

উত্তম জাঝা!


_____________________
Give Her Freedom!

ত্রিমাত্রিক কবি এর ছবি

দেঁতো হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সুজন চৌধুরী এর ছবি
ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- সুজন্দা

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

হাততালি গুল্লি বাঘের বাচ্চা

সুবোধ অবোধ

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
উত্তম জাঝা! হাততালি

মাসুদ সজীব

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ফাহিম হাসান এর ছবি

দারুণ! দারুণ হাততালি

ত্রিমাত্রিক কবি এর ছবি

অনেক অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
ফাঁসি কার্যকর কবে হবে সেই আশায় বইসা আছি।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ইয়াসির আরাফাত এর ছবি

বিজয় দিবস উদযাপনের এই মাসে -
দাও ঝুলিয়ে কসাই কাদেরকেই ফাঁসে

গুল্লি

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ধুসর জলছবি এর ছবি

দারুণ। গুল্লি হাততালি হাততালি হাততালি

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

গুল্লি উত্তম জাঝা!

শব্দ পথিক

ত্রিমাত্রিক কবি এর ছবি

মিজান, পিষে ফ্যালো আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাক্ষী সত্যানন্দ এর ছবি

এই ইমোটা দিতে আবার আসলাম দেঁতো হাসি

মিজান, পিষে ফ্যালো মিজান, পিষে ফ্যালো মিজান, পিষে ফ্যালো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ত্রিমাত্রিক কবি এর ছবি

আরে চরম তো, এই ইমো আসল কবে? মিজান, পিষে ফ্যালো

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ঈয়াসীন এর ছবি

মিজান, পিষে ফ্যালো

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

ত্রিমাত্রিক কবি এর ছবি

মিজান, পিষে ফ্যালো

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

বনি এর ছবি

মিজান, পিষে ফ্যালো উত্তম জাঝা! গুল্লি চলুক

ত্রিমাত্রিক কবি এর ছবি

মিজান, পিষে ফ্যালো

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

দারুন লিখেছেন। আমি এই জিনিসগুলো নিয়ে সবে লিখতে বসেছিলাম ক্রমানুসারে, আর আপনি কবিতায় দিয়ে দিলেন। খুবই সাবলীল এবং সাহসী ভাষায় লিখেছেন, লাল সালাম আপনাকে।
-- দাঙ্গাবাজ

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।