সেলুলয়েডের ফিতার মৃদু চলনের সাথে সাথে অনুভূতির গভীরতায় স্নাত হননি, এমন কাউকে সম্ভবত খুঁজে পাওয়া যাবে না। রূপালী পর্দার সেই মোহময় মূহুর্তগুলোকে মনে করিয়ে দেয়ার সাথে আপনার ব্যক্তিগত ভালোলাগাকে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্যে এই পোস্ট। আশা রাখি, আপনার পছন্দ জানাতে কার্পণ্য করবেন না।
০১। হৃদয়স্পর্শী কোন চলচ্চিত্রটি দেখে আপনি সবচেয়ে বেশী কষ্ট পেয়েছিলেন ?? অথবা কেঁদেছিলেন ??
০২। সম্ভাব্য পরিণতি সম্পর্কে আপনার ধারণা ভুল করে সম্পূর্ণ ভিন্ন ভাবে শেষ হয়েছিলো কোন চলচ্চিত্র ??
০৩। আপনার দেখা সবচেয়ে স্মরণীয় প্রেমের চলচ্চিত্র কোনটি ??
০৪। চলচ্চিত্রের কোন "খলনায়ক" আপনার কাছে গৃহীত হয়েছিলেন "নায়ক" রুপে ??
০৫। চলচ্চিত্রের পর্দায় আপনার দেখা সবচেয়ে স্মরণীয় দৃশ্য কোনটি ??
০৬। কোন চলচ্চিত্রের গল্প,গতি,রোমাঞ্চ - আপনার হৃদস্পন্দন বাড়িয়ে তুলেছিলো সর্বাধিক ??
০৭। চলচ্চিত্রের পর্দায় আপনার দেখা সবচেয়ে যৌনাবেদনময়ী দৃশ্য কোনটি ??
[ দৃশ্যের বর্ণনা আবশ্যক নয়; তবে উপযাচক কেউ দিয়ে দিতে পারেন।]
০৮। কোন চলচ্চিত্র দেখে আপনার মনে হয়েছিলো সুযোগ পেলে দেশ/কাল প্রেক্ষাপটে ঠিক ঐ চলচ্চিত্রটি-ই আপনি তৈরী করতেন ??
০৯। চলচ্চিত্রের পর্দায় আপনার শোনা সেরা সংলাপ কোনটি ??
সবাইকে ধন্যবাদ।
মন্তব্য
- ০১. বেদের মেয়ে জোসনা। যখন ইডিয়ট কাঞ্চন আর অঞ্জু ঘোষ বনবাসে চলে যায়। তখন একটা গান হয়, "কীসের আশা দিয়াগো জোসনা করলাম বনবাসী..."। অঞ্জু ঘোষ আর ইডিয়ট কাঞ্চনের কান্না দেইখা আমি আর থাকতে পারি নাই, কেঁদে দিছিলাম।
০২. কেয়ামত থেকে কেয়ামত।
০৩. কাশেম মালার প্রেম।
০৪. ড্যানি সিডাক। দারুণ এ্যাকশনের জন্য।
০৫. বজ্রমুষ্ঠি ছবিতে যখন রুবেল-সোহেল রানা, গুণ্ডার 'বিপদজনক জায়গায়' "মুষ্ঠি" মেরে তার মুখ দিয়ে আস্তা সুপারী বের করে ফেলে! হেব্বি মজা পাইছিলাম।
০৬. দাঙ্গা
০৭. বলা যাবে না!
০৮. এখনো মনে হয় নাই। তবে আশা ছাড়ি নাই ম্যুভি বানানোর।
০৯. "সানডে মানডে কোলোজ কইরা দিমু"
আপনাকেও ধন্যবাদ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
১ - নাম মনে পড়ছে না। রোমানিয়ার যৌনব্যবসার ওপর ছবি। খুব সাধারণ দুই বোন যৌনকর্মী হয়ে যায়। বড়বোন সব সহ্য করে আগলে রাখতে চায় ছোটবোন কে।
২ - Where the truth lies
৩ - English Patient, Brokebeck Mountain
৪ - মনে পড়ছে না।
৫ - অনেকগুলো আছে। একটা হলো The Kite Runner এ সোহরাব যখন রেইপ হবার পর আমির এর কাছে গিয়ে বলে, তাড়াতাড়ি চলো বাবা চিন্তা করবে
৬ - গল্প বা রোমান্চ নয়। গতি খুব উপভোগ করেছি Departed এর
৭ - মনে পড়ছে না।
৮ - অনেকগুলো সেরার মাঝে মনে পড়ছে, English Patient - "I cut my heart everyday. In the morning it's full again"
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
সেলুলয়েডের ফিতার মৃদু চলনের
--- ফিতা খুবই দ্রুত চলে, আপত্তি জানিয়ে গেলাম।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
চিন্তাভাবনা করলে অনেক কিছু বের হবে, চট করে যা মাথায় আসলো দিয়ে দেইঃ
০১। হৃদয়স্পর্শী কোন চলচ্চিত্রটি দেখে আপনি সবচেয়ে বেশী কষ্ট পেয়েছিলেন ?? অথবা কেঁদেছিলেন ??
- আমিস্টাড [যদিও হ্যপী এন্ডিং তাও ...]
- পুষ্পক [শেষটুকুর জন্য]
০২। সম্ভাব্য পরিণতি সম্পর্কে আপনার ধারণা ভুল করে সম্পূর্ণ ভিন্ন ভাবে শেষ হয়েছিলো কোন চলচ্চিত্র ??
- শশ্যংক রিডিম্পশন [আমার কোন রকম পূর্ব ধারণা ছিল না কাহিনী নিয়ে ]
- মেমেন্টো [এইটা অবশ্য কোন ধারণাই করতে পারি নাই কাহিনী কোন দিকে যাচ্ছে, শেষ হওয়ার পর বুঝলাম]
০৩। আপনার দেখা সবচেয়ে স্মরণীয় প্রেমের চলচ্চিত্র কোনটি ??
- লাভ একচুয়ালি
- ইটারনাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড
০৪। চলচ্চিত্রের কোন "খলনায়ক" আপনার কাছে গৃহীত হয়েছিলেন "নায়ক" রুপে ??
- এনিমি এট দ্য গেটসের জার্মান স্নাইপার, এড হ্যারিস ...
০৫। চলচ্চিত্রের পর্দায় আপনার দেখা সবচেয়ে স্মরণীয় দৃশ্য কোনটি ??
- শশ্যাংক রিডিম্পশনের দেয়ালে ঝোলানো ছবি ছিঁড়ে ফেলার পর ওয়ার্ডেনের হাঁ করা চেহারা ...
- পারস্যুট অভ হ্যাপীনেসে ক্রিসের চাকরি পাওয়ার মূহুর্তটুকু ...
- লাভ একচুয়ালিতে কলিন ফার্থের তার পর্তুগীজ প্রেমিকাকে প্রপোজের দৃশ্য ...
আরো অনেক আছে, চিন্তা করলে আস্তে আস্তে মনে পড়বে ...
০৬। কোন চলচ্চিত্রের গল্প,গতি,রোমাঞ্চ - আপনার হৃদস্পন্দন বাড়িয়ে তুলেছিলো সর্বাধিক ??
- আর্মাগেডন
০৭। চলচ্চিত্রের পর্দায় আপনার দেখা সবচেয়ে যৌনাবেদনময়ী দৃশ্য কোনটি ??
[ দৃশ্যের বর্ণনা আবশ্যক নয়; তবে উপযাচক কেউ দিয়ে দিতে পারেন।]
- অরিজিনাল সীন, জোলি আর ব্যন্ড্রাস
০৮। কোন চলচ্চিত্র দেখে আপনার মনে হয়েছিলো সুযোগ পেলে দেশ/কাল প্রেক্ষাপটে ঠিক ঐ চলচ্চিত্রটি-ই আপনি তৈরী করতেন ??
- হোটেল রুয়ান্ডা
০৯। চলচ্চিত্রের পর্দায় আপনার শোনা সেরা সংলাপ কোনটি ??
অনেক আছে, যে কয়টা মনে পড়লোঃ
- "কোন দেশ পার্ফেক্ট হয় না, পার্ফেক্ট বানানো লাগে" - সিদ্ধার্থ, রং দে বাসন্তী
- "অনেস্টলি, আই ডোন্ট গীভ আ শীট" - মর্গান ফ্রীম্যান, শশ্যাংক রিডিম্পশন
- "দিস পার্ট অফ মাই লাইফ ইজ কলড হ্যপীনেস" - উইল স্মীথ, পারস্যুট অফ হ্যাপীনেস
- "হোয়াট কাইন্ড অফ কান্ট্রী ইজ ইয়োর্স হোয়ার রুলস 'অলমোস্ট' ওয়ার্ক?" - দিমন হন্সু, আমিস্টাড [নেটিভ ভাষায়, সাবটাইটেলে এইটা দেখায়]
- "অপারেশন ডিনার আউট ইজ আ গো" - রবার্ট রেডফোর্ড, স্পাই গেইম
- "ইয়েস ইজ মাই এনসার ... ইজি কোয়েশ্চেন" - কলিন ফার্থের প্রেমিকা, লাভ একচুয়ালি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
পছন্দগুলো বিপজ্জনক রকম সদৃশ! কতটা, তা নিজেই দেখো!
১/ হৃদয়স্পর্শী
লাইফ ইজ বিউটিফুল, আমিস্টাড, ফরেস্ট গাম্প
২/ ভুল ধারনা
শশাঙ্ক রিডেম্পশন, মেমেন্টো
৩/ প্রেমের ছবি
ইটারনাল সানশাইন, ক্যাসাব্লাঙ্কা, ক্লোজার
৪/ খল নায়ক নয়, নায়ক
ডার্থ ভেডার/অ্যানাকিন স্কাইওয়াকার, কাইজার সোজে
৫/ স্মরণীয় দৃশ্য
রিটা হেওয়ার্থের ছবি, লাভ অ্যাকচুয়ালিতে প্রোপোজ করা, দ্য গ্রিন মাইলের শেষ দৃশ্য
৬/ গতি
আর্মাগেডন (আজকাল স্বীকার করতে লজ্জা হয়), এয়ারফোর্স ওয়ান, ব্রসনানের প্রথম দিকের বন্ডগুলো, ফায়ারওয়াল
৭/ আবেদন
অরিজিনাল সিন, মালেনা
৮/ সুযোগ পেলে বানাতাম
স্টার ওয়ার্স (!), গডফাদার
৯/ সেরা সংলাপ
"আই'ল মেক হিম অ্যান অফার..." (ব্র্যান্ডো, গডফাদার)
"ইউ হ্যাভ ফেইল্ড মি ফর দ্য লাস্ট টাইম..." (ভেডার, এম্পায়ার...)
"টেল মি, ক্ল্যারিস..." (হপকিন্স, সাইলেন্স...)
"আই'ম নট ফিনিশড!" (প্যাচিনো, সেন্ট...)
"মাই নেম ইস ম্যাক্সিমাস ডেসিমাস মেরিডিয়াস..." (ক্রো, গ্ল্যাডিয়েটর)
"বন্ড, জেমস বন্ড" (?!)
নাহ, বলতে গেলে অনেক হবে। থাক এটুকুই।
০১। হৃদয়স্পর্শী কোন চলচ্চিত্রটি দেখে আপনি সবচেয়ে বেশী কষ্ট পেয়েছিলেন ?? অথবা কেঁদেছিলেন ??
-হোটেল রুয়ান্ডা, যখন জাতিসংঘ কালো আফ্রিকানদের ফেলে রেখে সাদা টুরিস্টদের নিরাপদে সরিয়ে নিয়ে যেতে থাকে। এই পর্যান্ত দেখে আর দেখতে পারি নাই। পরেরদিন বাকীটা শেষ করতে হযেছে।
০২। সম্ভাব্য পরিণতি সম্পর্কে আপনার ধারণা ভুল করে সম্পূর্ণ ভিন্ন ভাবে শেষ হয়েছিলো কোন চলচ্চিত্র ??
- শ শ্যান্ক রিডেম্পশন
০৩। আপনার দেখা সবচেয়ে স্মরণীয় প্রেমের চলচ্চিত্র কোনটি ??
- ইটারনাল সানশাইন অফ দ্যা স্পটলেস মাইন্ড।
০৪। চলচ্চিত্রের কোন "খলনায়ক" আপনার কাছে গৃহীত হয়েছিলেন "নায়ক" রুপে ??
- জ্যাক নিকলসন। আ ফিউ গুড ম্যান।
- হ্যানিবাল লেকটর। সাইলেন্স অফ দ্যা ল্যাম্বস।
০৫। চলচ্চিত্রের পর্দায় আপনার দেখা সবচেয়ে স্মরণীয় দৃশ্য কোনটি ??
- আই অ্যাম নট দেয়ার। বব ডিলানের চরিত্রে কেট ব্ল্যানচেট, সাথে অ্যালেন গিনসবার্গ এর চরিত্রে কে ভুলে গেছি। দৃশ্যটা এমন- ডিলান আর গিনসবার্গ কিছু একটা খেয়ে ক্রুশবিদ্ধ যীশুর বিশাল মুর্তির সামনে নৃত্যরত। হঠাৎ ডিলান নাচ থামিয়ে যীশুর দিকে চেয়ে বলে ওঠেন "প্লে সাম অফ ইয়োর আরলিয়ার হিটস"।
০৬। কোন চলচ্চিত্রের গল্প,গতি,রোমাঞ্চ - আপনার হৃদস্পন্দন বাড়িয়ে তুলেছিলো সর্বাধিক ??
- আহা, ফাইট ক্লাব।
০৭। চলচ্চিত্রের পর্দায় আপনার দেখা সবচেয়ে যৌনাবেদনময়ী দৃশ্য কোনটি ??
[ দৃশ্যের বর্ণনা আবশ্যক নয়; তবে উপযাচক কেউ দিয়ে দিতে পারেন।]
- নাইন অ্যান্ড আ হাফ উইকস।
০৮। কোন চলচ্চিত্র দেখে আপনার মনে হয়েছিলো সুযোগ পেলে দেশ/কাল প্রেক্ষাপটে ঠিক ঐ চলচ্চিত্রটি-ই আপনি তৈরী করতেন ??
-ব্রেকফাস্ট ক্লাব
০৯। চলচ্চিত্রের পর্দায় আপনার শোনা সেরা সংলাপ কোনটি ??
দ্যা পোস্টম্যান। ডাকপিয়ন কাঁচুমাচু হয়ে নিজের প্রেমে পড়ার সংবাদ নেরুদাকে জানালে নেরুদার আশ্বাস "দেয়ার ইজ এ রেমেডি"।
০১। হৃদয়স্পর্শী কোন চলচ্চিত্রটি দেখে আপনি সবচেয়ে বেশী কষ্ট পেয়েছিলেন ?? অথবা কেঁদেছিলেন ??
পারস্যুট অফ হ্যাপিনেস
০২। সম্ভাব্য পরিণতি সম্পর্কে আপনার ধারণা ভুল করে সম্পূর্ণ ভিন্ন ভাবে শেষ হয়েছিলো কোন চলচ্চিত্র ??
শশ্যাঙ্ক রিডিম্পশন
০৩। আপনার দেখা সবচেয়ে স্মরণীয় প্রেমের চলচ্চিত্র কোনটি ??
একদম পিচ্চিকালে দেখা - কেয়ামত সে কেয়ামত তাক...
০৪। চলচ্চিত্রের কোন "খলনায়ক" আপনার কাছে গৃহীত হয়েছিলেন "নায়ক" রুপে ??
ইউজ্যুয়াল সাসপেক্টের কাইসার সোজে
আর আমার দেখা সেরা খলনায়ক নো কান্ট্রি ফর ওল্ড মেনের এন্টন
০৫। চলচ্চিত্রের পর্দায় আপনার দেখা সবচেয়ে স্মরণীয় দৃশ্য কোনটি ??
পারস্যুট অফ হ্যাপিনেস এ ক্রিস যখন জব পায়। অসাধারন।
গ্ল্যাডিয়টরে ম্যাক্সিমাস যখন নিজের পরচয় দেয়। কমাডোসের চেহারা ছিল দেখার মতো।
তারে জমিন পারে ইশান্ত যখন ওর স্যারের আঁকা ছবিটা দেখে।
মিরাকল এ লাস্ট ম্যাচটা জেতার পর হার্ব ব্রুকস এর প্রতিক্রিয়া।
০৭। চলচ্চিত্রের পর্দায় আপনার দেখা সবচেয়ে যৌনাবেদনময়ী দৃশ্য কোনটি ??
[ দৃশ্যের বর্ণনা আবশ্যক নয়; তবে উপযাচক কেউ দিয়ে দিতে পারেন।]
টাইটানিকের জ্যাক আর রোজ।
০৮। কোন চলচ্চিত্র দেখে আপনার মনে হয়েছিলো সুযোগ পেলে দেশ/কাল প্রেক্ষাপটে ঠিক ঐ চলচ্চিত্রটি-ই আপনি তৈরী করতেন ??
রং দে বাসন্তি
০৯। চলচ্চিত্রের পর্দায় আপনার শোনা সেরা সংলাপ কোনটি ??
"আর ইউ নট এন্টারটেইন্ড ?" - ম্যাক্সিমাস
===================
আয়রে ভোলা খেয়াল-খোলা
স্বপনদোলা নাচিয়ে আয়,
আয়রে পাগল আবোল তাবোল
মত্ত মাদল বাজিয়ে আয়।
---- লাইফ ইজ বিউটিফুল, ফরেস্ট গাম্প, হিরো(চাইনিজ), তারে জামিন পার
সম্ভাব্য পরিণতি সম্পর্কে আপনার ধারণা ভুল করে সম্পূর্ণ ভিন্ন ভাবে শেষ হয়েছিলো কোন চলচ্চিত্র ??
---- ফাইট ক্লাব, মেমেন্টো, দি ইউজুয়াল সাসপেক্ট, সেভেন, শশান্ক রেডেম্পশন
আপনার দেখা সবচেয়ে স্মরণীয় প্রেমের চলচ্চিত্র কোনটি ??
-----ইটারনাল সানশাইন অফ স্পটলেস মাইন্ড, বিফোর সানরাইজ, বিফোর সানসেট, রোমান হলিডে
চলচ্চিত্রের কোন "খলনায়ক" আপনার কাছে গৃহীত হয়েছিলেন "নায়ক" রুপে ?
-----হিথ লেজার জোকার চরিত্রের জন্য, জন ডো চরিত্রের জন্যে কেভিন স্পেসি
কোন চলচ্চিত্রের গল্প,গতি,রোমাঞ্চ - আপনার হৃদস্পন্দন বাড়িয়ে তুলেছিলো সর্বাধিক?
-----বর্ন সিরিজের সবকটি ছবি, দি ইউসুয়াল সাসপেক্ট, পাইরেটস অফ দি ক্যারিবিয়ান্--দি কার্স অফ দি ব্ল্যাক পার্ল, সেভেন, সিটি অফ গড, এল এ কনফিডেনশিয়াল, দি প্রেস্টিজ
চলচ্চিত্রের পর্দায় আপনার দেখা সবচেয়ে যৌনাবেদনময়ী দৃশ্য কোনটি ??
-----অনেক বেশি আছে লিস্টিতে কোনটা রেখে কোনটা দেই
কোন চলচ্চিত্র দেখে আপনার মনে হয়েছিলো সুযোগ পেলে দেশ/কাল প্রেক্ষাপটে ঠিক ঐ চলচ্চিত্রটি-ই আপনি তৈরী করতেন ??
-----রং দে বসন্তি, সিটি অফ গড
--------
উদ্ভ্রান্ত পথিক
০১। হৃদয়স্পর্শী কোন চলচ্চিত্রটি দেখে আপনি সবচেয়ে বেশী কষ্ট পেয়েছিলেন ?? অথবা কেঁদেছিলেন ??
- ইটি
০২। সম্ভাব্য পরিণতি সম্পর্কে আপনার ধারণা ভুল করে সম্পূর্ণ ভিন্ন ভাবে শেষ হয়েছিলো কোন চলচ্চিত্র ??
- ২১ গ্রামস
০৩। আপনার দেখা সবচেয়ে স্মরণীয় প্রেমের চলচ্চিত্র কোনটি ??
- ক্যাসাবাঙ্কা, আউট অফ আফ্রিকা
০৪। চলচ্চিত্রের কোন "খলনায়ক" আপনার কাছে গৃহীত হয়েছিলেন "নায়ক" রুপে ??
- ডার্ক নাইটের জোকার
০৫। চলচ্চিত্রের পর্দায় আপনার দেখা সবচেয়ে স্মরণীয় দৃশ্য কোনটি ??
- শিন্ডলার্স লিস্টে শাদা কালো ফ্রেমে হঠাৎ একটা রঙিন জামা পরা মেয়ের হেঁটে বেড়ানোর দৃশ্য
০৬। কোন চলচ্চিত্রের গল্প,গতি,রোমাঞ্চ - আপনার হৃদস্পন্দন বাড়িয়ে তুলেছিলো সর্বাধিক ??
- কোন কম্পিটিশন ছাড়াই, গন ইন সিক্সটি সেকেন্ডস!
০৭। চলচ্চিত্রের পর্দায় আপনার দেখা সবচেয়ে যৌনাবেদনময়ী দৃশ্য কোনটি ??
[ দৃশ্যের বর্ণনা আবশ্যক নয়; তবে উপযাচক কেউ দিয়ে দিতে পারেন।]
- সেক্স অ্যান্ড লুসিয়া'র দৃশ্যগুলো
০৮। কোন চলচ্চিত্র দেখে আপনার মনে হয়েছিলো সুযোগ পেলে দেশ/কাল প্রেক্ষাপটে ঠিক ঐ চলচ্চিত্রটি-ই আপনি তৈরী করতেন ??
- লাগে রাহো মুন্নাভাই/ মুন্নাভাই এমবিবিএস, সেভিং প্রাইভেট রায়ান
০৯। চলচ্চিত্রের পর্দায় আপনার শোনা সেরা সংলাপ কোনটি ??
- প্রচুর! তবে এই মুহূর্তে জোকারের "হোয়াই সো সিরিয়াস?", আর মাইকেল কর্লিয়নির "ইটস নট পার্সোনাল, সনি, ইটস স্ট্রিক্টলি বিজনেস"
===
অনীক আন্দালিব
http://www.jochhonabilashi.blogspot.com
০১। হৃদয়স্পর্শী কোন চলচ্চিত্রটি দেখে আপনি সবচেয়ে বেশী কষ্ট পেয়েছিলেন ?? অথবা কেঁদেছিলেন ??
কষ্ট পেয়েছিলাম পোস্টমাস্টার দেখে। কষ্ট পেয়ে হাউমাউ করে কেঁদেছিলাম মালেনা দেখে।
০২। সম্ভাব্য পরিণতি সম্পর্কে আপনার ধারণা ভুল করে সম্পূর্ণ ভিন্ন ভাবে শেষ হয়েছিলো কোন চলচ্চিত্র ??
নো কান্ট্রি ফর ওল্ড মেন।
০৩। আপনার দেখা সবচেয়ে স্মরণীয় প্রেমের চলচ্চিত্র কোনটি ??
অ্যাডিক্টেড টু লাভ, লুসাঘ সুঘ লো তোয়া (ছাদের ওপর অশ্বারোহীসেনা), আনফরগিভেন।
০৪। চলচ্চিত্রের কোন "খলনায়ক" আপনার কাছে গৃহীত হয়েছিলেন "নায়ক" রুপে ??
জসিম। অমরেশ পুরী।
০৫। চলচ্চিত্রের পর্দায় আপনার দেখা সবচেয়ে স্মরণীয় দৃশ্য কোনটি ??
দ্য অ্যাডভেঞ্চারস অব ব্যারন মুনশাউজেন-এ, ছোট্ট একটি মেয়ে গল্প শুনতে বাধা পেয়ে শহরের প্রাচীরে উঠে আক্রমণকারী তুর্কি বাহিনীর ওপর ঢিল ছুঁড়ে মারে।
০৬। কোন চলচ্চিত্রের গল্প,গতি,রোমাঞ্চ - আপনার হৃদস্পন্দন বাড়িয়ে তুলেছিলো সর্বাধিক ??
ফিফটিন মিনিটস, দ্য গ্রেট ট্রেন রবারি, ন্যারো মার্জিন, এল এ কনফিডেনশিয়াল, ডক্টর স্ট্রেইঞ্জলাভ।
০৭। চলচ্চিত্রের পর্দায় আপনার দেখা সবচেয়ে যৌনাবেদনময়ী দৃশ্য কোনটি ??
[ দৃশ্যের বর্ণনা আবশ্যক নয়; তবে উপযাচক কেউ দিয়ে দিতে পারেন।]
কোনটা রেখে কোনটা বলি?
০৮। কোন চলচ্চিত্র দেখে আপনার মনে হয়েছিলো সুযোগ পেলে দেশ/কাল প্রেক্ষাপটে ঠিক ঐ চলচ্চিত্রটি-ই আপনি তৈরী করতেন ??
এরকম মনে হয়নি। আমি কী করতে পারি বা পারি না সেটা নিয়ে আমার ধারণা খুব ঝাপসা নয়। বেশিরভাগ ভালো সিনেমা দেখেই দীর্ঘশ্বাস ফেলেছি, এরকম একটা কিছু কখনও তৈরী করতে পারবো না জেনে।
০৯। চলচ্চিত্রের পর্দায় আপনার শোনা সেরা সংলাপ কোনটি ??
"ওউ ... বিহেইভ!" অস্টিন পাওয়ার্স, মাইক মায়ারস।
"ইউ নিড টু প্রমোশনস টু বিকাম অ্যান অ্যাসহোল।" বাইলক্সি ব্লুজ, ক্রিস্টোফার ওয়াকেন।
"লগ্ন তো সম্রাটের হাতে, পঞ্জিকা কী বলে কী এসে যায় তাতে?" হীরক রাজার দেশে, নাম ভুলে গেছি রাজজ্যোতিষীর।
"হোয়াট আর ইউ লুকিং অ্যাট? হ্যাভঞ্চিউ এভার সীন আ ম্যান হু স্লেপ্ট উইথ আ ফিশ বিফোওর?" স্প্ল্যাশ, জন ক্যান্ডি।
"হোল্ড দ্য লাইন।" গ্ল্যাডিয়েটর, রাসেল ক্রো।
"ইউ ক্যান্ট ফাইট হিয়ার! দিস ইজ দ্য ওয়ার রুম!" ডক্টর স্ট্রেইঞ্জলাভ, পিটার সেলার্স (প্রেসিডেন্ট)।
আরো অসংখ্য, খ্যাল নাই।
- ওকি, হলিউডি আংরেজী ছিলিম কেনো বাবা? বাংলায় ফিরে এসো বাবা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কিংকং আর ইশতিয়াক রউফের সাদৃশ্য আসলেই বিপজ্জনক
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
০১। হৃদয়স্পর্শী কোন চলচ্চিত্রটি দেখে আপনি সবচেয়ে বেশী কষ্ট পেয়েছিলেন ?? অথবা কেঁদেছিলেন ??
- লাইফ ইজ বিউটিফুল, আগুনের পরশমণি। আরো আছে, ভাবলে বের হবে।
০২। সম্ভাব্য পরিণতি সম্পর্কে আপনার ধারণা ভুল করে সম্পূর্ণ ভিন্ন ভাবে শেষ হয়েছিলো কোন চলচ্চিত্র ??
- দি প্রেস্টিজ, মেমেন্টো
০৩। আপনার দেখা সবচেয়ে স্মরণীয় প্রেমের চলচ্চিত্র কোনটি ?
- লেক হাউস, নটিং হিল, ফোর ওয়েডিংস এন্ড আ ফিউনেরাল, জাব উই মেট
০৪। চলচ্চিত্রের কোন "খলনায়ক" আপনার কাছে গৃহীত হয়েছিলেন "নায়ক" রুপে ??
- ব্রোকেন অ্যারো তে ট্রাভোলটা আমার কাছে ক্রিস্টিয়ান স্লেটার-এর চেয়ে অনেক বেশি আকর্ষণীয়।
০৫। চলচ্চিত্রের পর্দায় আপনার দেখা সবচেয়ে স্মরণীয় দৃশ্য কোনটি ??
- বেশ অনেকগুলি আছে। বিশেষ করে 'লর্ড অফ দি রিংস'-এর অনেকগুলি দৃশ্য। এখন বিশেষ করে মনে পড়ছে 'রিটার্ন অফ দি কিং'-এর শেষে অ্যারাগন যখন বিস্মিত হয়ে তাঁর সম্বর্ধনায় এলফ কাজকন্যা আরওয়েন কে দেখতে পায়।
সাউন্ড অফ মিউজিকে মারিয়া যখন বাচ্চাদেরকে পাহাড়ে নিয়ে যান
রোমান হলিডেতে ব্র্যাডলি যখন প্রিন্সেস কে সিংহের মুখ থেকে হাত বের করে ভয় দেখান।
০৬। কোন চলচ্চিত্রের গল্প,গতি,রোমাঞ্চ - আপনার হৃদস্পন্দন বাড়িয়ে তুলেছিলো সর্বাধিক ??
- সর্বাধিক আপাতত আপেক্ষিক আছে, এটা বেশ পরিবর্তনশীল। চট করে মনে পড়ছে - হ্যারি পটার এন্ড দি গবলেট অফ ফায়ার, প্রেস্টিজ, ম্যাট্রিক্স ১
০৭। চলচ্চিত্রের পর্দায় আপনার দেখা সবচেয়ে যৌনাবেদনময়ী দৃশ্য কোনটি ??
০৮। কোন চলচ্চিত্র দেখে আপনার মনে হয়েছিলো সুযোগ পেলে দেশ/কাল প্রেক্ষাপটে ঠিক ঐ চলচ্চিত্রটি-ই আপনি তৈরী করতেন ??
- ঠিক ঐটাই তৈরি করতাম এমন নাই। তবে আমি তৈরি করব, এমন বেশ কিছু আছে। বড় হয়ে নেই আগে।
০৯। চলচ্চিত্রের পর্দায় আপনার শোনা সেরা সংলাপ কোনটি ??
- "সামবডি স্টপ মি" - দি মাস্ক
নাহ! এইটা মনে বেশ দাগ কেটেছিল -
"We breathe. We pulse. We regenerate. Our hearts beat. Our minds create. Our souls ingest. 37 seconds, well used, is a lifetime." এডোয়ার্ড মাগোরিয়াম, মি. মাগরিয়াম'স ওয়ান্ডার এম্পোরিয়াম।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
নতুন মন্তব্য করুন