এডাম গিলক্রিস্ট, আইপিএল এবং প্রতিবন্ধী শিশুদের গল্প

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: শনি, ২৩/০৫/২০০৯ - ১:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ক্রিকেট সাহিত্যের একটু মনোযোগী পাঠক মাত্রই জানেন পুরোনো ক্রিকেটীয় প্রবাদটা - " An Australian walks only when his fuel tank becomes empty." [একজন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান তখনই ওয়াক করেন,যখন তার গাড়ির তেল ফুরায়।] সন্দেহ নেই,প্রায় একযুগ ধরে আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় সকল ফরম্যাটে অস্ট্রেলিয়া এক দানবের মত যেভাবে সাফল্যের আগ্রাসী- তাদের ক্রিকেট বহির্ভূত কর্মকান্ড ঠিক এর বিপরীত। কথার লড়াইয়ে অকথ্য কথন,উপমহাদেশের প্রতি নিয়ত অবজ্ঞা প্রকাশ,মাঠে এমনকি আম্পায়ারের সিদ্বান্তে অসন্তোষ প্রকাশ-গ্লেন ম্যাকগ্রা থেকে মাইকেল ক্লার্ক- বাদ পড়েননি কেউ। ... কেবল একজনকে সর্বদাই দেখেছি এসবের বাইরে থাকতে। দেখেছি অপরিহার্য সদস্য হয়েও 'স্লেজিং' নামক শিল্পটির চর্চা না করতে,দেখেছি স্পোর্টিং স্পিরিটের জন্যে নিশ্চিত ড্র হতে যাওয়া টেস্টম্যাচকে চিরকালীন শত্রু ইংরেজদের পাতে তুলে দিতে, দেখেছি একজন অস্ট্রেলিয়ান হয়েও উপরের প্রবাদকে ভুল প্রমাণ করতে-এমনকী বিশ্বকাপ সেমিফাইনালেও !! এডাম ক্রেইগ গিলক্রিস্ট- আপনার তুলনা একমাত্র আপনিই...।

সর্বকালের সেরা উইকেটকীপার ব্যাটসম্যান,সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি ব্যাটসম্যান,পরপর তিনটি বিশ্বকাপ ফাইনালে ৫০+ রানের অনবদ্য কীর্তি (যার মাঝে আছে ২০০৭ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে করা ৭২ বলে করা ১৩৮ রানের এক অতিমানবীয় ইনিংস)...।গিলক্রিস্টের ক্রিকেটীয় সাফল্যের ফিরিস্তির যেটুকু স্মৃতিতে আছে তাইতো যথেষ্ট তার গ্রেটনেস বোঝাতে- পরিসংখ্যানের সাধ্য কী অমন ভয়ংকর সুন্দর ব্যাটিংকে বর্ণনা করে। অস্ট্রেলিয়ান টেলএন্ডকে নিয়ে কত টেস্টম্যাচ তিনি বাঁচিয়েছেন,তার হিসাবও দেয়া যাচ্ছে না। ব্যাটসম্যান গিলক্রিস্ট নিয়ে মাতামাতি আজ আর করলাম না।

এই পোস্ট দেয়ার একমাত্র কারণ হচ্ছে- মাত্রই শেষ হওয়া আইপিএলের প্রথম সেমিফাইনাল। শেবাগের দিল্লী ডেয়ারডেভিলসের ১৫৩ রানের জবাবে ১৭ ওভারেই ৬ উইকেটে জিতে গেছে ডেকান চার্জার্স- অধিনায়ক গিলক্রিস্টের ৩৫ বলে করা ৮৫ রানের সুবাদে। অবিশ্বাস্য এই ইনিংস এবারের আইপিএলে সবচেয়ে মনোমুগ্ধকর কী না- এই প্রশ্নের জবাবে শতকরা ৯২ ভাগ ভোট গেছে 'হ্যাঁ' অপশনে। দুর্দান্ত এই ইনিংস দেখার পরও বলি, আজকের লেখার বিষয় ক্রিকেট নয়- বরং ছক্কা।

আজকের অবিশ্বাস্য ইনিংসটিতে গিলি ছক্কা মেরেছেন পাঁচটি। এবারের আসরে সর্বমোট ২৯টি ছক্কা মারলেন গিলি, অথচ তার আজ প্রয়োজন ছিলো কেবল একটি ছক্কা। কারণ,গিলি এই আইপিএলে ২৫টি ছক্কা মারবেন এই অঙ্গীকার করে এসেছেন এবারে। অস্ট্রেলিয়ান সংগঠন "এমওয়ে'স ফ্রিডম হুইলস"এর সাথে এই অঙ্গীকারের ফলে গিলি পাবেন ২৫টি বিশেষ ধরণের খেলনা বাইক- যা দান করা হবে ২৫টি প্রতিবন্ধী শিশুকে। গিলক্রিস্ট পেরেছেন। তিন সন্তানের জনক গিলি জানেন "একটি শিশুর হাসির কত মূল্য। আমার একটা ছক্কার বিনিময়ে যদি কোন শিশু হাসতে পারে,তবে এর চেয়ে ভালো আর কী হতে পারে ?? "।

প্রতীক্ষায় ছিলাম গিলি ছক্কা হাঁকাবেন আর আজকের খেলায় প্রতীক্ষা ছিলো ৩৭ বলে সেঞ্চুরীর আফ্রিদীয় রেকর্ডটিও হয়তো গিলি ছাড়িয়ে যাবেন। ...কে বলে গিলক্রিস্ট পারেননি ?? ২৫টি হতভাগ্য শিশুর মুখে বাইক চালানোর হাসি কি রেকর্ডের চেয়ে ঢের দামী নয় ??

ধন্যবাদ, এডাম গিলক্রিস্ট !!! অভিনন্দন !!!


মন্তব্য

রেনেট এর ছবি

গিলক্রিস্ট!! গিলক্রিস্ট!!! গিলক্রিস্ট!!!!
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ইশতিয়াক রউফ এর ছবি

খেলা দেখা হয়নি, তবে লেখার বিষয়বস্তু পড়ে গিলি'র প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। খেলাটা কেমন যেন ধুমধাড়াক্কা হয়ে যাচ্ছে দিন দিন। ভাল লাগে না এমনটা। এমনিতেই ছিলাম টেস্ট ক্রিকেটের ভক্ত, এখন ওডিআই ফেলে এলো টি-২০!

এবার পয়েন্ট কামাই কিছু।

পুরোনো > পুরানো
করেন,যখন তার > করেন, যখন তাঁর[যতি'র পর স্পেস নেই অনেক জায়গায়ই, "করেন" লিখলে "তাঁর" হবে]
কর্মকান্ড > কর্মকাণ্ড
ক্রিকেট বহির্ভূত > ক্রিকেট-বহির্ভূত
সিদ্বান্তে > সিদ্ধান্তে
উইকেটকীপার > উইকেটকিপার
তার গ্রেটনেস বোঝাতে > তাঁর
তার আজ প্রয়োজন > তাঁর

১৮ + ৮ = ২৬

রায়হান আবীর এর ছবি

এক তাঁর বানান তিনবার। হইবো না। হইবো না।

আচ্ছা আমার কখনও তাঁর দিতে ইচ্ছে হয় না। চন্দ্রবিন্দু দেওয়াটা হুদাই মনে হয়। না দিলে হয় না?

ইশতিয়াক রউফ এর ছবি

খিয়াল কৈরা লিখা উচিত আছিলো... দেঁতো হাসি যান, দুই খান কমায় দিলাম।

তেনার, উনার, যেনার, ইত্যাদিরে সংক্ষেপে কইতে গেলে তো চান্দের বিন্দু লাগাইতেই হবে! মন খারাপ

সুহান রিজওয়ান এর ছবি

বস, আমারে ছাইড়া দেন...!!!
"শের-এ-বানান " আমার জন্যে না- আমি "ইঁদুরে বানান" প্রতিযোগিতায় ও নামার অযোগ্য...

তাঁর বানান আসলে আমি জাইনাই তার লিখি- কুঅভ্যাস !!!
...বাকিগুলা আসলেই ভুল করসি, কিসু কওনের মুখ নাই।:P
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

রায়হান আবীর এর ছবি

গিলক্রিস্টকে শ্রদ্ধা।

সুহান রিজওয়ান এর ছবি

কথা সত্য !!!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

অতন্দ্র প্রহরী এর ছবি

গিলক্রিস্টের আজকের ইনিংসটি নিঃসন্দেহে এবারের আইপিএল-এর সেরা। মুগ্ধ হয়ে ওর ব্যাটিং দেখলাম। সব বোলারদের যেভাবে তুলোধুনো করল ও, বিশেষ করে শেবাগকে পরপর তিন বলে তিন ছক্কা হাঁকানো তো একদম লাজওয়াব।

আচ্ছা, এক্সট্রা ৪ টা ছক্কার জন্য বাইক পাবে না ও? তাহলে লাইনে দাঁড়াতাম চোখ টিপি

আপনাকে যে দেখাই যায় না ইদানিং, খুব ব্যস্ত নাকি?

সুহান রিজওয়ান এর ছবি

গিলি আসলেই বড় ম্যাচের খেলোয়াড়...। কাল খেলা দেখে এক পর্যায়ে প্রায় নিশ্চিত হয়ে গেছিলুম যে আজ আফ্রিদির রেকর্ড আর থাকবে না- তখনি গিলি আউট হয়ে গেলো...

ব্যস্ততার কথা আর বইলেন না ভাই; কূটকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রণায় আমি জেরবার !!!!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

সুহান রিজওয়ান এর ছবি

গিলি আসলেই বড় ম্যাচের খেলোয়াড়...। কাল খেলা দেখে এক পর্যায়ে প্রায় নিশ্চিত হয়ে গেছিলুম যে আজ আফ্রিদির রেকর্ড আর থাকবে না- তখনি গিলি আউট হয়ে গেলো...

ব্যস্ততার কথা আর বইলেন না ভাই; কূটকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রণায় আমি জেরবার !!!!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

দিগন্ত এর ছবি

সম্প্রতি এক ব্যক্তি ওনার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে উনি নাকি পেডোফাইল। আমি এই ব্যাপারটা নিয়ে ধোঁয়ায় পড়ে গেছি। গিলি আর পেডোফাইল !!

আজকেও খেলাটা দেখলাম। নতুন করে বলার কিছু নেই, ওয়ান ম্যান শো।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

সুহান রিজওয়ান এর ছবি

অবাস্তব কথা, অবিশ্বাস্য ...।
গিলি আদ্যন্ত ভদ্রলোক।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

Charui এর ছবি

congratulations to the Bike company as well, who has offered such a nice gift for the disable childern.
More companies should come forward and offer these types of gift insteed of just prize money to the sportsman.

সুহান রিজওয়ান এর ছবি

ফেসবুকীয় পরিভাষায় বলতে গেলে "লাইক্স দিস" ! ! !
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

আলাভোলা এর ছবি


গুরু গুরু

সুহান রিজওয়ান এর ছবি

বাঙ্গালি হলে অনায়াসে বলতাম "ভাব নিতাসে"; কিন্তু গিলি আর হেইডেন আসলেই অন্য ধাতুতে গড়া- এটাই এবারের আইপিএলে প্রমাণ হলো...

---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

দ্রোহী এর ছবি

ইশ। কতদিন ক্রিকেট খেলা দেখি না!!!!!!!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।