ক্রিকেটীয় রস

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: রবি, ০২/০৮/২০০৯ - ৪:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

[টাইগার বাহিনীর চুনকাম দিবসের উদযাপনে আমার এই ক্রিকেটীয় পোস্ট (দিশি-বিদিশি উভয় স্বাদের)। ওগো চুনকাম চলুক, আর মুখ ও য্যান বন্ধ না করে।]

দেশী রস
০১।
বিবরণঃ ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশ দঃআফ্রিকাকে পরাজিত করবার সময় লাঞ্চ টাইমে আশরাফুলের ৮৭ রান প্রসঙ্গে ইয়ান চ্যাপেল আর টনি গ্রেগের কথোপকথন।

-"আশরাফুল খেললে কি হয় জানো তো ??"
-"জানি, অস্ট্রেলিয়াও হারে !"

০২।
"খালেদ মাহমুদ সুজন- বাংলাদেশের স্টিভ ওয়াহ !"-উৎপল শুভ্র।
বিবরণঃ মন্তব্য নিষ্প্রয়োজন।

০৩।
বিবরণঃ ২০০০ সালের দঃআফ্রিকা সফরের প্রথম ম্যাচে বাউন্সি উইকেটে ৫১ রানে অলআউট হবার পর নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ দলের জনৈক সিনিয়র ব্যাটম্যান।

-"ভাই, আর কী বলবো। এই দেশে ঘাস হচ্ছে ক্রিকেট সংস্কৃতির একটা অংশ; আর আমাদের দেশে ঘাস ছাগলের খানা। "

০৪।
বিবরণঃ লর্ডসে স্টিভ হার্মিসনের মুখোমুখি হবার পর আশু।

-"বাপরে ! য্যান দুইতালা থেইক্যা বল মারতাসে !!"

বৈদেশী রস

০৫।
বিবরণঃ ১৯৩৮ সালের এশ্যাজের নটিংহ্যাম টেস্টে আর্চি ম্যাকবেব ২৩২ রান করেন-ক্রিকেটের রুপকথা হয়ে যাওয়া সে ইনিংস দেখাতে স্বয়ং স্যার ডন পুরো অস্ট্রেলিয়া দলকে নিয়ে এসেছিলেন ব্যালকনিতে। সে ইনিংসের এক পর্যায়ে হতাশ বোলার কেন ফার্নেস প্রশ্ন করেন ম্যাকবেবের ব্যাটিং পার্টনার বিল ও রিলি'কে।

-"একে নিয়ে এবার কি করি বলো তো ??"
-"কি আর করবে, অটোগ্রাফ নিয়ে নাও। "

০৬।
বিবরণঃ অসি স্পিনার আয়রনমুঙ্গার তাঁর বাজে ব্যাটিং-এর সুবাদে টানা আট ইনিংসে শুণ্য করেছিলেন। অষ্টমবারের সময় তিনি ক্রীজে যাওয়া মাত্র তাঁর স্ত্রীর ফোন এলো ড্রেসিংরুমে।

-"আয়রন তো এইমাত্র ব্যাটিং এ নেমেছে। "
-"অসুবিধে নেই, আমি লাইনে আছি। "

০৭।
বিবরণঃ ইংরেজ রাজকবি লর্ড টেনিসনের নাতি ছিলেন ইংরেজ ক্রিকেটার লর্ড টেনিসন জুনিয়র। একবার খারাপ আলোতে ব্যাট করতে নেমে ও প্রান্তের জ্যাক নিউম্যানকে তিনি বললেন,"ও হে নিউম্যান, আলো তো খুবই কম। আম্পায়ারকে খেলা বন্ধের আপীল জানাও।" নিউম্যান একটু বেশীই সরেস, জবাব দিলেন-

-"লর্ড টেনিসন, আপনি কোথায় ?? আপনার কথা শুনতে পাচ্ছি- আপনাকে তো দেখতে পাচ্ছিনা।"

০৮।
বিবরণঃ নাটকের জন্যে অভিনেতা চেয়ে একবার ব্রিটেনে পত্রিকায় এক বিজ্ঞাপন বেরুলো।

-" laertes & lysender নাটকে অভিনয়ের জন্যে অভিনেতা প্রয়োজন। স্লো-লেফট আর্ম বোলারদের অগ্রাধিকার দেয়া হইবে।"

০৯।
বিবরণঃ নাট্যকার জর্জ বার্নাড শ'একদমই ক্রিকেট বুঝতেন না। তাঁকে একবার বলা হলো যে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মাঝে টেস্ট ড্র হয়েছে। শ' এর উক্তি ছিলো-

"ওরা কি টেস্ট করছিলো ??"


মন্তব্য

রাফি এর ছবি

চলুক

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

মুস্তাফিজ এর ছবি

-"আয়রন তো এইমাত্র ব্যাটিং এ নেমেছে। "
-"অসুবিধে নেই, আমি লাইনে আছি। "

১৪ টেস্টে ওর রান ৪২, সর্বোচ্চ ১২

...........................
Every Picture Tells a Story

সুহান রিজওয়ান এর ছবি

এতো তলিয়ে জানিনে অবশ্য। ... তবে এই অষ্টম ইনিংসের শুন্য নিয়ে আরেকটা গপ্পো আছে। কথার রাজা প্যাটসি হেন্ড্রেন (যাকে অনেকেই মানেন জন্টি রোডসের আগে ক্রিকেটের সেরা ফিল্ডার) এই ইনিংসে ব্যাট করার সময় দারুণ ভয় দেখিয়েছিলেন। ফলে, আয়রনের আউট হওয়া দ্রুততর হয়।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

রণদীপম বসু এর ছবি

"ওরা কি টেস্ট করছিলো ??"

হা হা হা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সুহান রিজওয়ান এর ছবি

দেঁতো হাসি
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

মামুন হক এর ছবি

খুব মজা পাইলাম। সন্ন্যাসীদা আশেপাশে থাকলে আরও জমত।

সুহান রিজওয়ান এর ছবি

ঠিক বলসেন মামুন ভাই। সন্ন্যাসী আর লুৎফুল আরেফীন ভাইয়ের মাথা এইগুলাতে ভালো খেলে।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

ঋদ্ধ [অতিথি] এর ছবি

মজাক পাইছি

ছায়ামূর্তি [অতিথি] এর ছবি

-"লর্ড টেনিসন, আপনি কোথায় ?? আপনার কথা শুনতে পাচ্ছি- আপনাকে তো দেখতে পাচ্ছিনা।"

গড়াগড়ি দিয়া হাসি

আপনার লেখা পড়ে কয়েকটা গল্প মনে পড়লো। সত্য-মিথ্যা জানি না।

শেফিল্ড শিল্ড টুর্নামেন্টে নিউ সাউথ ওয়েলস আর সাউথ অস্ট্রেলিয়ার খেলা চলছে। স্টিভ ওয়াহ ব্যাটিং এ নেমে ধীরেসুস্থে গার্ড নিলেন, চারদিকে তাকিয়ে ফিল্ডারদের পজিসন দেখলেন, ক্রিজে ব্যাট দিয়ে ঠুকঠাক করলেন। স্লিপে দাড়ানো জেমি সিডন্স অধৈর্য্য হয়ে চিৎকার করে বলে উঠলেন - "ঈশ্বরের দোহাই লাগে ! এইখানে কোন টেস্ট ম্যাচ হচ্ছে না !" স্টিভ ওয়াহ মুচকি হেসে উত্তর দিলেন - "ওটা তোমাকে এখানে দেখেই আমি বুঝতে পেরেছি।" বলা বাহুল্য সিডন্স কখনো টেস্ট খেলার সুযোগ পাননি। হাসি

কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগন আর সমারসেটের খেলা চলছে। গ্ল্যামারগনের পেসার গ্রেগ থমাস ভিভ রিচার্ডসকে কয়েকবার পেসে বিট করলেন। একটু সামনে এগিয়ে ভিভকে বললেন - "তুমি হয়তো দেখতে পাচ্ছ না, জিনিসটা লাল, গোল আর ওজন পাঁচ আউন্সের মতো !"। ভিভ কিচ্ছু বললেন না। দুই বল পর এক বাউন্সারকে হুক করে বল ফালালেন মাঠের পাশের ডোবায়। মুখ খুললেন ভিভ - "গ্রেগ তুমিতো জানই বলটা কেমন। যাও, গিয়ে নিয়ে এসো।" দেঁতো হাসি

ফ্রেড ট্রুম্যান বল করছেন। ব্যাটের কানায় লেগে বল স্লিপে দাড়ানো রমন সুব্বা রাওয়ের পায়ের ফাঁক দিয়ে চলে গেলো সীমানার বাইরে। চার রান। ট্রুম্যান ক্ষ্যাপলেও কিছু বললেন না। ওভার শেষে রাও ট্রুম্যানের কাছে এসে দুঃখ প্রকাশ করে বললেন - "আসলে আমার দু'পা একসাথে রাখা উচিৎ ছিল। ফাঁক করে রাখা ঠিক হয় নি।" ট্রুম্যান রাগে গজগজ করে বললেন - "তোমার মায়েরও তাই করা উচিৎ ছিল।" হো হো হো

সুহান রিজওয়ান এর ছবি

তিনটা ঘটনাই সত্যি... মানে আমি পড়েছি আর কী। তবে আমি আসলে স্লেজিং নিয়ে কিছু লিখতে চাইনি- সেজন্যেই এই জাতীয় বহু রস বাদ পড়েছে।
স্টিভ ওয়াহ, শেন ওয়ার্ন, মার্ভ হিউজ, প্যাটসি হেন্ড্রেন- নাম বলে তো শেষানো যাবে না দেঁতো হাসি

ছায়ামূর্তি ভাইয়ের মনে হয় এই বিষয়ে আগ্রহ আছে। দিয়া দ্যান লেখা, আগ্রহ নিয়া পড়ুম। আমি এগুলার ব্যাপক ফ্যান। আপনার লগে মনে হয় ভালো জমবো।

---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

রেনেট এর ছবি

আপনার গল্পগুলো মজা লাগলো খুব হো হো হো

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সুহান রিজওয়ান এর ছবি

সবার মন্তব্যের জবাব পরে দিমু।
এখন টাইগারদের সর্বশেষ আপডেট বলি।

৩ ওভারে ১৩ রান, ৩টা পরসে।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হো হো হো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনিকেত এর ছবি

হা হা হা -------
তুখোড়!!

রেনেট এর ছবি

চমৎকার পোস্ট চলুক

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সুহান রিজওয়ান এর ছবি

ধন্যবাদ রেনেট ভাই। সচল সংকলনে আপনার ক্রিকেটীয় রসালো লেখাটাও আমার চমৎকার লেগেছিলো।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

কীর্তিনাশা এর ছবি

-"বাপরে ! য্যান দুইতালা থেইক্যা বল মারতাসে !!"

গড়াগড়ি দিয়া হাসি

সবগুলা জোশ......... চলুক

আরো থাকলে আরো দেন।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুহান রিজওয়ান এর ছবি

থ্যাঙ্কু কীর্তিনাশা।
যদ্দুর মনে পড়ে সচলে আমার প্রথম লেখাটা ছিলো গ্রায়েম স্মিথকে নিয়ে- সেই ক্রিকেটীয় পোস্টেও আপনিই প্রথম কমেন্টাইসিলেন...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

পান্থ রহমান রেজা এর ছবি

৬ আর ৭ এ বেশি মজা পাইছি।

সুহান রিজওয়ান এর ছবি

থ্যাঙ্কু ! !
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

দিগন্ত এর ছবি

ডাব্লিউ জি গ্রেসের গুলোও বেশ মজার ... এগুলো পড়েও ভাল লাগল ...


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

সুহান রিজওয়ান এর ছবি

ধন্যবাদ। হ্যাঁ, জি গ্রেসের কথা বেমালুম ভুলে গেলুম কী করে ভাবছি...
কথাবার্তায় মনে হচ্ছে এই গুলোকে নিয়ে একটা সিরিজ করা যায়।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

ভুতুম এর ছবি

মজা পাইলাম সেইরকম।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

সুহান রিজওয়ান এর ছবি

ধন্যবাদ ভুতুমদা ! !
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

সাইফুল আকবর খান এর ছবি

হাসি
রস বেশ ভালো হৈছে। মজা পাইছি। দেঁতো হাসি
চলুক
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা হো হো হো

সিরিজ বানান একটা।

সুহান রিজওয়ান এর ছবি

বলছেন ?? হুম, দেখি মাল-মসলা কদ্দুর আছে...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

ধুসর গোধূলি এর ছবি

-

কোটি কোটি বছর আগে যখন আরবের লোকেরা ভাতমাছ খাইতো তখন এইসব রঙঢং নিয়া আমি নাড়াচাড়া করছিলাম। তুইলা দেই আপনের সম্মানে এইখানে।


এইটা ফুটবল নিয়াঃ উরুগুয়েতে যেবার বিশ্বকাপ হয় তখনকার কথা। ফাইনাল খেলা, তুমুল উত্তেজনা। সেকেণ্ড হাফের ও শেষের দিক। যে কেউ একটা গোল দিয়ে ফেললেই কেল্লা খতম!
আর্জেন্টাইন কোচ ভদ্রলোক ঘেমে নেয়ে ফেলে শার্ট খুলে টিশার্ট পরেছেন। অস্থিরচিত্তে হাফদৌড় দিচ্ছেন সাইড লাইনের সমান্তরালে। হঠাৎ আর্জেন্টিনা দলের প্রধান খেলোয়ার প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ঠ্যাঙের সাথে প্যাঁচ খেয়ে ধরাশায়ী। গ্যালারীতে সবাই হায় হায় করে উঠলো। অবস্থা গুরুতর, খেলোয়াড়টি শুয়ে পড়ে এপাশ ওপাশ করছে। হাতের সিগারেট ফেলে দিয়ে, থেরাপিস্টের ব্যাগখানা তুলে কোচ নিজেই দৌড় লাগালেন প্রিয় খেলোয়াড়ের শুশ্রূষা করতে। কিন্তু বাধ সাধলো অমসৃন মাঠ। উল্টে পড়ে গেলেন তিনি। ব্যাগের ভিতরে থাকা কাঁচের ক্লোরোফর্মের শিশিও গেলো ভেঙে। ফলফল যা হবার তাই। খেলোয়াড়কে ফেলে রেখে এখন কোচকে স্ট্রেচারে করে এনে শুইয়ে রাখা হলো রিজার্ভড বেঞ্চের পাশে।
খেলার বাকি সময়টা নিশ্চিন্তে তিনি নাক ডেকে গভীর ঘুম ঘুমিয়েছেন!


এইটা সাদাকালো আমলের ক্রিকেট নিয়াঃ স্যার ডন ব্র্যাডম্যানের সময়ের একটা ম্যাচের কথা বলি। তখন ক্রিকেটের অনেক নিয়ম কানুনই পাকাপোক্তভাবে আসেনি। অস্ট্রেলিয়া ইংল্যাণ্ডের একটা ম্যাচ চলছে তখন। অস্ট্রেলিয়ান ইনিংস। বেলা শেষের দিকে উইকেটের টার্ণ কাজে লাগিয়ে স্পিনাররা বল করছেন। এরকমই এক ঘূর্ণীবলে মারতে যাবার আগে পা পিছলে পড়ে গেলেন ব্যাটসম্যান আর বল গিয়ে আঘাত করলো ঠিক তার মাথায়। না ভাইসব ভয় পাইয়েন না, রমন লাম্বার মতো কিছু হয়নি, মাথায় হেলমেট ছিলো! কিন্তু ঘটনা প্যাঁচ খাইছে অন্য জায়গায়। স্ট্যাম্পের সামনে ঠ্যাঙ থাকলে এলবিডব্লিউ দেয়া যায়, মাথা থাকলে কি আউট দিবে আম্পায়াররা?

এই নিয়ে রীতিমতো হাউকাউ। আউট হয়েছে এটা কনফার্ম শুধু টাইপটা নিয়েই জটলা। পরে অনেক হুমড়িতুমড়ির পর ঠিক হলো, 'এইচবিডব্লিউ'। বিশ্বাস করেন, ক্রিকেট ইতিহাসে এটাই একমাত্র 'এইচবিডব্লিউ' আউট, মানে "হেড বিফোর দ্যা উইকেট!"।।


এইটাও ক্রিকেট সংক্রান্তঃ আঠারশো শতকের কোন এক সময় ক্রিকেট খেলায় ব্যাটসম্যান ডেনিস লিলি টাইপের বলে খিইচ্যা আতাইল্যা ব্যাট চালাইয়া শরীরের ভারসাম্য আর রক্ষা করতে না পেরে পিছলা খেয়ে পড়ে গেলো ক্রিজে আর বল সোজা স্ট্যাম্পস উপড়ে ফেলে চলে গেছে কীপারের হাতে। আউট!!!

ফিল্ডাররা যখন আউট উদযাপনে ব্যস্ত, সহযোদ্ধা ব্যাটসম্যান দলের বিপর্যয়ে চোখ বন্ধ করে প্রার্থনারত, আম্পায়ারদ্বয় নিজেদের ওয়াইফ নিয়ে 'বীচিং'-এ মগ্ন, আউট হওয়া ব্যাটসম্যান তখন মাটিতে পড়ে থাকা ব্যাটখানা বগল দাবা করে প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করলেন।

বাউণ্ডারী লাইনের কাছে এসে হঠাতই কোন এক ফিল্ডারের চিতকার কানে এলো তার। কী ব্যাপার, আউট হওয়া ব্যাটসম্যানকে আবার ডাকে কেনো? খুব বিরক্তিভরে পেছন ফিরে তাকালেন। এক কামান গালি ছুড়তে যাবেন অমনি তাকিয়ে দেখেন এক আম্পায়ার তারদিকে ভুড়ি দুলিয়ে দৌড়ে আসছেন আর বলছেন, "আরে করছো কি!! দিয়ে যাও বলছি, দিয়ে যাও..."!

একেতো মনের ক্ষেদ তারওপর পেছন থেকে ডাকাডাকি! আম্পায়ারের মাথা বরাবর বারি দেবার জন্য বগলের ব্যাটটা রেডি করতে গিয়ে বেচারা ব্যাটসম্যান সামনে তাকিয়ে দেখেন ক্রিজে তার ব্যাট পড়ে আছে, আর ব্যাটের বদলে পড়ে থাকা স্ট্যাম্প বগলে নিয়ে হাঁটা দিয়েছেন বাল্লেবাজ মহাশয়!!


___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সুহান রিজওয়ান এর ছবি

কেবল মাঝেরটাই জানতুম...দেঁতো হাসি
এ কেবল ধুগোদার পক্ষেই সম্ভব।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

সাইফ তাহসিন এর ছবি

আগে একবার কমেন্টাইসিলাম, কেন যেন আসে নাই, যাউক আবার দেই, লেখাটা পড়ে সেবার ক্রিকেটরঙ্গ বইটার কথা মনে পড়ে গেল, ঐটার ২য় খন্ড কেউ যদি লিখতে পারে তো সেইটা হবে শব্দশিল্পী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।