কর্নেল নাথানিয়াল জেসাপ,কমান্ডিং অফিসার,আমেরিকান মেরিনস অফ গুয়ানতানামো বে,কিউবা। কঠোর নিয়মানুবর্তীতা,শৃঙ্খলা ও আনুগত্য- এই তিনটি গুণ এই ভদ্রলোককে করে তুলেছে তাঁর সমসাময়িকদের তুলনায় কার্যক্ষেত্রে অধিক সফল। সেনাবাহিনীর কঠিন জীবন যাপন তাঁকে করেছে ইষ্পাতদৃঢ়। তিনি জানেন কী করে একটা সেনাদল চালাতে হয়, কী করে বজায় রাখতে হয় শৃঙ্খলা। শৃঙ্খলা বজায় রাখতে আন্তর্জাতিক মানবাধিকার যেটিকে স্বীকৃতি দেয় না, সেই 'কোড রেড' [সেনাবাহিনীর অভ্যন্তরীন নিয়ম- যার আওতায় পড়ে শৃঙ্খলাভঙ্গকারীকে খেতে না দেয়া,শারিরীকভাবে নিগৃহীত করা ইত্যাদি।] জারি করতেও তাঁর দ্বিধা নেই। তিনি জানেন, মানবাধিকারের বুলি কপচানো ঐ নিয়ম যারা বানিয়েছে-তাদের কেউ এই গুয়ানতানামো বে'র নরকতুল্য পরিবেশে প্রতিমুহুর্তে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করেনি। সব মিলিয়ে কর্নেল জেসাপ একজন খাঁটি দেশপ্রেমিক, যে কোন সেনাবাহিনীর গর্বের বস্তু বলে তিনি গণ্য হবেন। কখনো আপোস না-করা একজন সৎ,ভালো মানুষ; সন্দেহ নেই।
কর্নেলের সহকারী কমান্ডিং অফিসার- ম্যাথু মার্কিনসন। কর্তব্যনিষ্ঠ,সৎ। তিনি আবার কর্নেলের মত কঠোর নন, ঈশ্বরে বিশ্বাসী এই ভদ্রলোকের জীবন কাটে টানাপোড়েনে। কর্নেলের অধঃস্তন বলে তাঁর দমননীতি তাঁকে সহ্য করে নিতে হচ্ছে- আর ভেতরে তিনি দগ্ধ হচ্ছেন। তিনি একজন ভালো মানুষ।
প্লাটুন কমান্ডার জোনাথন কেনড্রিক। কর্নেল জেসাপের ডান হাত। অবিকল কর্নেলের আদর্শে বিশ্বাসী- কর্নেলের যাবতীয় আদেশ বাস্তবায়ন করেন। সেনাবাহিনীর এক অনুকরণীয় দৃষ্টান্ত- সন্দেহ নেই। ইনিও একজন ভালো মানুষ।
উইলিয়াম সান্তিয়াগো- গুয়ানতানামোতে পাঠানো শিক্ষানবিস এক সৈন্য। সদ্য তারুন্যে পা দেয়া এই তরুণ পারে না কঠোর পরিশ্রম আর নিয়মের এই বেড়ায় নিজেকে আটকে ফেলতে। নিজের দলনেতা বা প্লাটুন কমান্ডারকে না জানিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একের পর এক চিঠি লিখে যায় সে, তাকে অব্যহতি দেয়ার জন্যে। ছবি শুরু হয় এই সান্তিয়াগোর মৃত্যু দিয়ে।
হত্যা দৃশ্যে উপস্থিত এবং সান্তিয়াগোকে হত্যার জন্যে সামরিক আদালতে অভিযুক্ত দুই মেরিন- প্লাটুন লীডার হ্যারল্ড ডসন ও তাঁর অধঃস্তন লাউডেন ডাউনী। 'Unit-Cops-God-Country' এই মন্ত্রকে জীবনের মূল করে তারা সেনাবাহিনীতে যোগ দিয়েছে। রেকর্ড বলে, সান্তিয়াগোকে হত্যা করার যথেষ্ট মোটিভ রয়েছে হ্যারল্ডের। অথচ, এই দুজনও নিঃসন্দেহে ভালো মানুষ।
খুবই কাজপাগল এক মহিলা- কমান্ডার জোয়ানা গ্যালাওয়ে। ডেস্ক ওয়ার্ক থেকে নিজে থেকে অনুমতি প্রার্থনা করে ডসন ও ডাউনীর পক্ষের অন্যতম সহকারী আইনজীবি হিসেবে নিয়োগ পেয়েছে। সে বিশ্বাস করে অভিযুক্ত মেরিনরা সান্তিয়াগোর মৃত্যুর জন্যে দায়ী নয়। কারণ প্রতিরাতে সে ঘুমোতে যাবার আগে এই মেরিনেরাই আমেরিকার রক্ষা প্রাচীরের উপর দাঁড়িয়ে বলে- 'Nothing will hurt you tonight, Not on my watch'। এই ভালো মানুষটি মেরিনদের রক্ষার জন্যে প্রতিনিয়ত প্রেরণা যুগিয়ে যায় অভিযুক্ত পক্ষের প্রধান আইনজীবি - ড্যানিয়েল ক্যাফীকে।
ড্যানিয়েল ক্যাফী,হাভার্ড স্নাতক - তার প্রয়াত পিতা লিওনেল ক্যাফী ছিলেন সামরিক আদালতের প্রবাদপ্রতিম এক আইনজীবি। লোকে ড্যানিয়েলের মাঝে ইদানীং খুঁজে পায় তার পিতার ছায়া। প্রচন্ড ছটফটে,অস্থির,সবকিছু হালকাভাবে নেয়ার প্রবণতার সাথে ড্যানিয়েলের আছে ক্ষুরধার এক আইনজীবির মস্তিষ্ক। এই কেস নিয়ে তার আক্ষরিক কর্মজীবনের শুরু, এর আগে কখনো এমনকী কোর্টরুম স্বচক্ষে দেখেনি সে। অভিযুক্ত ডসন এবং ডাউনীকে অপরাধী ধরে নিয়ে তাদের সেনাবাহিনী থেকে অবসর নেয়া উচিৎ এমন সিদ্ধান্ত নিয়ে কেস আরম্ভ করলেও অচিরেই পরিস্থিতি পালটে যায়। ভুল করলেই শেষ হয়ে যেতে পারে ড্যানিয়েলের ক্যারিয়ার...।
সত্যি বলছি- 'এ ফিউ গুড ম্যান' নামের আমার অসম্ভব প্রিয় এই ছবিটার কাহিনী আপনাদের বলিনি,কেবল সব পরষ্পরবিরোধী অথচ সঠিক চরিত্রগুলোর আদর্শের বর্ণনা দিয়েছি কেবল। রব রেইনার পরিচালিত ১৩৩ মিনিট দৈর্ঘ্যের এই ছবিতে ছিলেন জ়্যাক নিকলসন,টম ক্রুজ,ডেমি মুর,কেভিন বেকন প্রমুখ। ছবিতে গতি আসতে একটু সময় লাগলেও কাহিনী আর সংলাপ এতই অসাধারণ- অনায়াসে উপভোগ করা যায়।
সু-অভিনয়ের জন্যে আলাদা করে দুইজনের কথা বলতেই হয়। স্বল্প সময়ের জন্যে হলেও অসামান্য বিস্তারের একটা চরিত্রে অভিনয় করেছেন জ্যাক নিকলসন [কর্নেল জেসাপ]। আর আমার দেখা টম ক্রুজের [ড্যানিয়েল ক্যাফী]সেরা অভিনয় দেখা গেছে এই ছবিতে।
ঈদের আর পূজার ছুটি বোধ করি সবারই চলছে। তাহলে দেরী কিসের আর ?? যত দ্রুত পারেন- আশা রাখি সংগ্রহ করে দেখে ফেলবেন 'এ ফিউ গুড ম্যান'। কথা দিচ্ছি, হতাশ হবেন না।
[বিঃদ্রঃ পূর্ণ সচল হবার এটি আমার প্রথম লেখা। মূলতঃ গল্প লেখার অপচেষ্টা করেছি আর খেলাধূলা নিয়ে বিভিন্ন শিশুতোষ পোস্ট দিয়েছি। সেইসব পোস্টে অগণিত ভুলভ্রান্তি আর বিভ্রাট আপনারা ধরে দিয়েছেন, আমার কৃতজ্ঞতার সীমা নেই। কৃতজ্ঞতা মডারেটরদেরও, ছাইপাঁশ দিয়ে যাদের প্রায়ই বিরক্ত করা হয়েছে। যারা এইসব ভুল ধরে দিয়ে সাহায্য করেছেন,তাদের ধন্যবাদ। আশা রাখি ভবিষ্যতেও আপনাদের পাশে পাবো।
ভালো থাকেন সবাই-ঈদ আর পূজার শুভেচ্ছা নেন। ]
মন্তব্য
ক্রুজের অভিনয় সবচে ভালো লাগসে জেরী ম্যাগুয়ের আর রেইনম্যান এ ... আর মুভি হিসেবে সবচে ভালো লাগসে মাইনরিটি রিপোর্ট ...
আ ফিউ গুড ম্যান দেখা হয় নাই, তবে দেখবো ... একটু সময় বের করি ...
শুরুতে জেসাপ আর মার্কিনসনের ক্যরেক্টারের বর্ণনা শুনে ক্রিমসন টাইডের হ্যাকম্যান আর ওয়াশিংটনের ক্যরেক্টার দুইটার কথা মনে পড়লো ... না দেখলে দেখতে পারো, চমৎকার ছবি ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
রেইনম্যান বা জেরি ম্যাগুয়ের এর চেয়ে এটাতেই আমার টমেরে বেশি ভাল্লাগসে...
ক্রিমসন টাইড দেখা হয় নাই- দেখি পাই কি না...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
এই সিনেমাটার নাম মনে আছে কারণ এই সিনেমার ভিসিডি আমাকে আমার এক বান্ধবী গিফট করসিলো![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
বান্ধবীর নাম,রক্তের গ্রুপ,ডিএনএ টেস্টের রেসাল্ট ঝাতি ঝানতে চায়![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ঝাতির এতো জাইনা লাভ নাই। নির্দোষ বান্ধবী। তবে ভালো মানুষ, আমারে গিফট দিসিলো বেশ কিছু।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
এই ছবিটা আমার দেখা প্রিয় ছবিগুলোর মধ্যে একটি। চরিত্রগুলোর যথার্থ বর্ণনা দিয়েছ। বিশেষ করে জ্যাক নিকলসনের সেই উদ্ধৃতিটি আমার বিশেষ পছন্দেরঃ
পূর্ণ সচল হবার জন্য অভিনন্দন সুহান।
----------------------------------------------------------------------------
জাহিদুল ইসলাম
zahidripon এট gmail ডট কম
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
স্যার, এই ছবিতে অসংখ্যা মনে রাখার মত সংলাপ আছে- আপনি যেটা বললেন, ঠিক তার আগের সংলাপটাই আমার মনে গেঁথে আছে। যখন ক্যাফী কর্নেলকে বলেন-
Dont call me son you son of a beach, i m a lawyer of american navy & you are under arrested......
ধন্যবাদ।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ফিউ গুড মেন- অনেক আগে একবার দেখসিলাম। যখন প্রথম দেখসিলাম ভালোই লাগসিল। পরে আবার দু' তিনবার দেখসি টিভিতে (একবার সারা মাস ম্যারাথন এই ছবি দেখাইসিল)। বোরিং লাগসে। খালি ভ্যাজর ভ্যাজর।
কী বলেন বস !! আমি তো তিন চারবার দেখসি...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ছবিটি অনেক বারই দেখেছি (কেননা টিভিওয়ালারা মাঝেসাঝেই দেখায়)। খুবই ভালো লেগেছে আমার কাছে। বিশেষতঃ জ্যাক নিকলসনের দুর্ধর্ষ অভিনয় আর তার মনে থাকা সংলাপ, "ইউ ক্যান্ট হ্যান্ডল দ্য ট্রুথ!"
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
শেষ ৪৫ মিনিট আসলেই দুর্দান্ত- বার বার দেখার মত।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
সুহান,
রিভিউ চমৎকার হয়েছে।
আমি টম ক্রুজের খুব বড় ভক্ত নই। কিন্তু জ্যাক নিকলসনের বি-শা-ল ভক্ত। টম ক্রুজের সম্ভাবনা ছিল একজন বিরাট কিছু হবার। কিন্তু মাঝপথে লোকটার কি যে হলো-----
A few good men-এ, আমার স্বীকার করতেই হবে, টম এবং জ্যাক দুই জনেই দারুণ অভিনয় করেছেন।
যারা দেখেন নি এখনও---জলদি দেখে ফেলেন!
থ্যাঙ্কু অনিকেতদা !! জ্যাক নিকলসন, ডাস্টিন হফম্যান, টম হ্যাঙ্কস, আল পাচিনো- আমার সবচেয়ে প্রিয় অভিনেতাগুলো...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ছবিটি অনেক বার দেখেছি। খুবই ভালো লাগা একটি ছবি। টম ক্রুজের অভিনয় ভাল লাগলেও তার চেয়ে বেশি ভাল লেগেছিল জ্যাক নিকলসনের দুর্ধর্ষ অভিনয়। কোর্ট রুমে টমের সাথে তার ক্রস এক্সামিনের অংশটুকু অসাধারন। মানব জীবনের অনেক পর্যায়ে সেই কথোপকথনের রিফ্লেক্সশন দেখা যায়। তবে এ ব্যাপারে পরে আসছি। আগে ডায়ালগটুকু দিয়ে নেই।
JESSEP (COLONEL, Jack Nicholson)
>> You want answers?
KAFFEE ( LAWYER, Tom Cruise)
>> I think I'm entitled to them.
JESSEP
>> You want answers?!
KAFFEE
>> I want the truth.
JESSEP
>> You can't handle the truth!
>> (continuing) Son, we live in a world that has walls. And those walls have to be guarded by men with guns. Who's gonna do it? You? You, Lt. Weinberg? I have a greater responsibility than you can possibly fathom. . . You have that luxury. You have the luxury of not knowing what I know. . .
>> (continuing) You don't want the truth. Because deep down, in places you don't talk about at parties, you want me on that wall. . .
>> (continuing) I have neither the time nor the inclination to explain myself to a man who rises and sleeps under the blanket of the very freedom I provide, then questions the manner in which I provide it. I'd prefer you just said thank you and went on your way. Otherwise, I suggest you pick up a weapon and stand a post. Either way, I don't give a damn what you think you're entitled to.
শেষের লাইনগুলো লক্ষ্য করুন একজন সামরিক বাহিনীর অফিসার বলছেন যে তিনি দেশের স্বাধীনতা রক্ষার জন্য কাজ করছেন এবং বিনিময়ে তিনি কি পেয়েছেন? আরও বলছেন যে তিনি দেশের স্বাধীনতা রক্ষার জন্য কাজ করেন তাই তাকে রাখতে হবে সকল প্রশ্নের বাহিরে, তার কাজ কর্ম নিয়ে সাধারন মানুষ যারা স্বাধীনতা উপভোগ করেন তারা কোন কথাই বলতে পারবে না!
বিডিআর বিদ্রোহের পরে যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন সেনাকুন্জে গিয়েছিলেন অফিসারদের সাথে কথা বলতে তখনকার অডিও টেপ রিলিজ হয়েছিল বেশ ক'দিন আগে। সেই টেপের কথোপকথনের কথা কি মনে পড়ে? সেই টেপে অফিসারদের রাগ-ক্ষোভ-হতাশার কথা উঠে এসেছিল। এছাড়াও ডার্টি সিভিলিয়ানদের উপর সামরিক বাহিনীর সুপ্রিমিসির কথাও উঠে এসেছিল। যাক সে কথা, এক কথায় বলা যায় যে ছবিটি অসাধারন।
কানা বাবা
কানাবাবা@হটমেইল.কম
(kanababa@hotmail.com)
ডাবল পোস্ট হয়ে গিয়েছিল বলে মুছে দিয়েছি।
কানা বাবা
কানাবাবা@হটমেইল.কম
(kanababa@hotmail.com)
বাপরে, বস তো পুরা সাবটাইটেল নামায়া দিলেন...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
এটা আমারও একটা প্রিয় সিনেমা (যতোটা হলে ডিভিডি কিনে রাখি ততোটা)। চরিত্র বর্ণনা করতে গিয়েই হোক বা অন্য কারণে, কাহিনী শোনাতে যতোটা সময় নিয়েছেন, আপনার অভিমত ও অনুভূতি ততো গুরুত্ব পায় নি, সেই ব্যাপারটায় খেদ রয়ে গেলো। ভেবে দেখুন, ছবিটা যাঁরা দেখেছেন তাঁদের জন্য কী ভ্যালু অ্যাড হলো। সমালোচনা শুনে মনে-টনে কিছু করবেন না, এই আশায় বললাম। পরের রিভিউটা চটপট লিখে ফেলুন।
আর এ ছবির "ক্রিস্টাল" তো কালজয়ী সংলাপ, কেউ কিছু বুঝিয়ে "ক্লিয়ার?" বললেই এক লাফে শুনিয়ে দিই সেটা।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
ঠিক বলেছেন পাঠুদা... দেখা যাচ্ছে, আমার ভালো লাগার কারণটা প্রকাশ করতে পারিনি...
পরেরবার মুভি রিভিউ লেখার সময় নিজের মনোভাবটাও যাতে প্রকাশ পায়- সে চেষ্টা থাকবে।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ছবিটার অনেক নাম শুনলেও দেখা হয় নাই। আজকাল লম্বা দৈর্ঘ্যের ড্রামা দেখা হয় না, তবে এইটা দেখবো আশা রাখি।
[অভিনন্দন!]
"Life happens while we are busy planning it"
২ ঘন্টার একটু বড়- কিন্তু বোরিং না লাগারই কথা। পারলে দেখে ফেলেন...
[থ্যাঙ্কু]
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
তুই তো অসাধারন লেখিয়ে হয়ে যাচ্ছিস!!! আমার ভাত তো নাই, খ্যাক-খোক ও কাইড়া নিবি নাকি![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
রিভিউ ভালো হইছে। স্পয়লারের ভয়ে ডিটেইলে যান নাই নাকি?
আর হ্যা, অভিনন্দন সচল সুহান![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
_________________
ঝাউবনে লুকোনো যায় না
কষ্ট করে পর্সেন, এই জন্যে ধন্যি দিলাম সচল সিমন ভাই![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
তোরে তাড়াতাড়ি সচল করার জন্য আমার অবদান অনস্বীকার্য।![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
সিনেমাটা আমার খুবি প্রিয়, দেখছি অবশ্য মাত্র কয়েকমাস আগে। রিভিউ![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা
হুম , তাইলে আপনি নিশ্চয় খোদ মডারেটর !!!
রিভিউ ভাল্লাগসে তাইলে ?? ধইনাপাতা...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ছবিটির জার্মান ডাবিং বেশ কয়েকবার দেখেছি। দারুন ছবি! জ্যাক নিকলসনের অভিনয় আমার সবচেয়ে ভালো লেগেছে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
একদম সহমত তীরুদা !!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
পূর্ণ সচল হওয়ার অভিনন্দন ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ধন্যবাদ। ---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ছবিটা দারুণ। জ্যাক নিকলসন আমার প্রিয় অভিনেতাদের একজন। এই সিনেমায় তাঁর অভিনয় দুর্দান্ত ছিল।
আরো রিভিউ আসুক..
জ্যাক নিকলসন তো গুরু !! ওয়ান ফ্লিউ ওভার দি কাক্কুস নেস্ট, দা শাইনিং, দা ডিপার্টেড, এইটা - বহু ভালো ছবির জন্যে তাঁর ফ্যান আমি...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
হ! দেখছি।
যাক, একটা কামের কাম কর্সেন...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
জবর লেখা।
সচল সুহানকে অভিনন্দন।
**সচল হইতে 'সচল সংকলন' পড়া বাধ্যতামুলক করা হউক।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
ধন্যবাদ জনাব !!
সচল সংকলন তো পইড়া ফালাইসি...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ও আইচ্চা। গুড।
আমি বোধ হয় সিমনরে কইতে চাইছিলাম। সবারই পড়া উচিত, মানে.....
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
বুঝতে আর দেরী নাই
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
দেখতে হবে, হাজার হোক ছোটবেলার পছন্দ ডেমি যখন আছে।
**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ডেমির ভূমিকা ছবির প্রথম দিকে বেশ গুরুত্বপূর্ণ হলেও পরে অবশ্য তার অভিনয়ে করার মত কিছু ছিলো না...।
মোটের উপর ওকে এই ছবিতে বেশি ভালো লাগে নাই।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
বহুবার টিভিতে কাটপিস দেখছি। পুরা ছবি দেখা হয় নাই। কেন জানি টানে নাই।
আপনেরে সচল হওনের শুভেচ্ছা
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমারে কিন্তু পুরা ছবিই টান্সে...
শুভেচ্ছার জন্যে ধন্যবাদ।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
মুভিটা ডাউনলোড দিলাম....
দেখিয়া মন্তব্য করিব...
তবে মনে হচ্ছে ভাল লাগবে
(জয়িতা)
নতুন মন্তব্য করুন