সন্ন্যাসী কাগু'গুপ্ত

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: বুধ, ২১/০৪/২০১০ - ৭:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

[প্রিভিউতে কবিতার বড় একটা অংশ বেরিয়ে পড়ছে, সেটাকে কমানোর জন্যে এই উপক্রমণিকা।

কবিতাটা কাগু'র খাতিরে লেখা। ভদ্রলোক একের পর এক মেইলের জবাবে বড় কষ্ট করে ইংরেজী লিখছেন। বাংলা ভাষার ঠিকাদারি নিয়ে এতো কষ্ট করছেন যিনি, তার জন্যে এটুকু কষ্ট এমন কিছু নয়।

কাজেই, ওয়ান ফ্লিউ ওভার দ্যা কাগু'স নেস্ট ... ]

সন্ন্যাসী কাগু-গুপ্ত, 
জনকণ্ঠের ভবন আড়ালে একদা ছিলেন ছিলেন সুপ্ত।
মনের শান্তি নিয়াছে পবনে,
কাগু বসিছেন ডিজিটালাসনে,
"এইবার তবে অভ্র-কে মুই করিবোই আশু লুপ্ত।"
***
পুত্রসমেত কাগুর সে ছবি- ভগবান, কর রক্ষে !!
কাগু-গুপ্ত মিচকে হাসিলো,
স্ক্রিনশট থমকে রহিলো,
আবালতা'র আলোক লাগিলো অর্থলিপ্সু চক্ষে। 
***
উন্মুক্ত অভ্র চলে- যৌবনমদে মত্তা,
ফোনেটিকেই নবজাগরণ,
স্ক্রিনশট সবুজ বরণ,
কাগু'র গায়ে পড়িতে চরণ, কাগু চ্যাঁচালেন -"কত্তা !!"
***
কহিলো কাগু বেহায়া কন্ঠে, চক্ষে ছিলো না লজ্জা- 
পঞ্চকোটির অর্থ-শোকে
কাগু স্বয়ং প্রলাপ বকে,
"অভ্র হলো পাইরেসি আর বিজয়েতে ফুলশয্যা !!!"
***
সময় তখনো হয় নাই শেষ, আসে নাই কলিকালটা,
আন্তর্জাল দামাল, তুখোড়,
প্রতিবাদে সবে হইলো মুখর,
"অভ্রের জোরে বাংলা চলে, তুমি ছিঁড়িয়াছ বালটা !!!"
***
সহসা এমন ঝড়ের দাপটে কাগু হারালেন ভাষ্য,
পড়িয়া এমন ভীষণ বাটে
কাগু ফেসবুকে বন্ধু কাটে,
তামাম বিশ্বে টেকি-বাঙালি হাসিলো অট্টহাস্য।
***
অভ্র জনকে অবশেষে কহে, "অয়ি, ভাষা বেনিয়া;
অভ্র কদাচ পাইরেসী নয়,
সকলের তরে ব্যবহার হয়,
ভাষা তব হোক সকলের- যেন না হয়, নিতে কিনিয়া।"
***
ঝরিছে মুকুল, কূজিছে কোকিল, যামিনী জোছনামত্তা,
আশা রাখি কাগু ভুল বুঝিবেন,
ঘাউড়া কাগু শির নোয়াবেন,
"আজি রজনীতে হয়েছে সময়, ক্ষম, হে বাসবদত্তা। "


মন্তব্য

হরফ এর ছবি

অনবদ্য:-)।
বাঁটে? নাকি বাটে হবে?

"ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে"

ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে

সুহান রিজওয়ান এর ছবি

হ্যাঁ, ওটা বাটেই হবে- শুধ্রে নিচ্ছি...

_________________________________________

সেরিওজা

স্নিগ্ধা এর ছবি

হা হা হা - দারুণ!!!

অতিথি লেখক এর ছবি

কাগু'র মান-ইজ্জত নিয়ে গ্যালাখেলা করেছেন যে!

কৌস্তুভ

তুলিরেখা এর ছবি

দারুণ! হাসি
চমৎকার!!!!হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

টিউলিপ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
কা গু রে!
___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

বর্ষা এর ছবি

সাধু, অতি উত্তম।

******************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

অতিথি লেখক এর ছবি

কবিতা বুঝি না। কিন্তু এটা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয় নাই। একদম অভ্রের মত ঝরঝরে।

---শিশিরকণা--

পলাশ রঞ্জন সান্যাল [অতিথি] এর ছবি

উপযুক্ত জবাব সম্বলিত কবিতা। চমৎকার হয়েছে দোস্ত। তুই কবিতা লিখিস আগে জানতাম না। চালিয়ে যা।
পলাশ রঞ্জন সান্যাল

তাসনীম এর ছবি

অসাধারণ হয়েছে সুহান...

+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

স্পার্টাকাস এর ছবি

"অভ্রের জোরে বাংলা চলে, তুমি ছিঁড়িয়াছ বাল'টা !!!"

এক্কেরে খাঁটি কথা দেঁতো হাসি

-------------------------------
জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

মর্ম এর ছবি

ওহে সেরিওজা গুপ্ত,

তোমারি আধারে কতোনা প্রতিভা
রহিয়া গিয়াছে সুপ্ত।

কাগুরে আঘাতে বিবশ করিলে,
আমাদেরে তুমি কী বশ করিলে,
কেমনে চালাও লেখনী তোমার
কহ; রহিওনা চুপ তো।

ঝঞ্ঝা উঠিলো কম্পু-চাবিতে,
কি যে হলো তাহা
পারিনে ভাবিতে,
কেমনে সহজে তুলিয়া ধরিলে
মহাকায়-কাগু-রূপ তো!

কুর্নিশ করি সেরিওজারে,
সর্পের তরে এ কী ওঝা রে!
এমন করিয়া লেখনী চলিলে
সকলেই দিবে ডুব তো!

দূর হতে ফের
তোমারে সেলাম,

সেরিওজা কবিগুপ্ত!!

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

মর্ম এর ছবি

এইটে চুপি চুপি ওইটের লেজ ধইরে চইলে এইসেছে, এইটেরে গনতিতে ধরা তাই বারণ! দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

অতিথি লেখক এর ছবি

সময় তখনো হয় নাই শেষ, আসে নাই কলিকাল'টা,
আন্তর্জাল দামাল, তুখোড়,
প্রতিবাদে সবে হইলো মুখর,
"অভ্রের জোরে বাংলা চলে, তুমি ছিঁড়িয়াছ বাল'টা !!!"

দোস্ত কোবতে অসাধারণ হইসে, কিন্তু এইখানে এক্টুসখানি সংস্কার করলে মনে হয় আরো সুন্দর লাগবে।

'সময় তোমার হইয়াছে শেষ, আসিয়াছে কলিকালটা,'

কলিকাল ছাড়া কাগুরে এমন হেনেস্তা করার সাহস কোন কালে কোন বীরপুরুষ করতে সাহস পেত?!
(আপ্সুস কইরেন না কাগু, কলিকালে আরো কত কী দেখবান!!!)

ভাষা হোক উন্মুক্ত...

---- মনজুর এলাহী ----

সচল জাহিদ এর ছবি

কাগুরে এহেন ন্যাংটা কইরা রাস্তায় ছাইড়া দেওয়নের তেব্র পেত্যিবাদ আর দিক্কার জানাই।

----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

রনি পারভেজ [অতিথি] এর ছবি

খুব ভাল লেগেছে কবিতাটা।
ফেসবুকে শেয়ারে দিলাম।

সাইফ তাহসিন এর ছবি

আহা! দারুণ লাগল

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

নাসিম [অতিথি] এর ছবি

এক কথায় দারুন।

শরতশিশির এর ছবি

বাহ! চমৎকার!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

নাশতারান এর ছবি

একজন সন্ন্যাসীর কৌপীন ধরে টানা হেঁচড়া করার জন্য তীব্র দিক্কার! কস্কি মমিন!

|| শব্দালাপ ||

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সুহান রিজওয়ান এর ছবি

চলুক

ঠিক্কর্লাম।

_________________________________________

সেরিওজা

লীন এর ছবি

ওরেরেরেরেরে...

auto
______________________________________
লিনলিপি

______________________________________
লীন

সাফি এর ছবি

দারুন হয়েছে সুহান ভাই। তবে এটাকে প্যারোডি করে জোড়াসাঁকোর ঠাকুর্দা একটা কোবতে লিখেছিল

সুহান রিজওয়ান এর ছবি

হক্কথা ... এটা ঐ ঠাকুর্দা'র কোবতের স্মৃতি থেকেই লেখা...

_________________________________________

সেরিওজা

অতিথি লেখক এর ছবি

কাগু
-------------

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তোফা!

তিথীডোর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ওডিন এর ছবি

দিস ওয়ান জাস্ট ডিডনট সিম্পলি ফ্লিউ ওভার দ্য কাগুস নেস্ট- ইট মার্সিলেসলি ডেস্ট্রয়েড ইট উইথ ইটস ওমনিয়াস শ্যাডো হোয়াইল ফ্লাইং ওভার!

গুরু গুরু

অটঃ কাগুর ইংরেজি পইড়া এই কয়দিন বেশ আমোদ পাইলাম!

I have borne to allow you to write Bangla in a Computer
গড়াগড়ি দিয়া হাসি
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

জি.এম.তানিম এর ছবি

চলুক
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।