আমাদের গল্পসমূহ

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: শুক্র, ২০/০৮/২০১০ - ৮:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ধারণাটা এই সচলায়তন থেকেই পাওয়া। মাহবুব মুর্শেদ ভাইয়ের সেই পোস্টটির নাম ছিলো, "সংগ্রহে রাখার মত ১০টি ছবির নাম বলুন।" অজস্র মানুষের নানামুখী পছন্দের এই তালিকা থেকে হঠাৎ করেই আরেকটি তালিকা তৈরীর ধারণা এলো মাথায়। এবার পালা পড়ুয়াদের। 

 

পাঠক মাত্রেই সাহিত্য পাঠ করেন, অধিকাংশ ক্ষেত্রেই। পদ্যের চাইতে গদ্যে লোকের আগ্রহ বেশি, এতাও সত্যি বলে জানি। কাজেই ব্লগের পাঠকেরা জীবনে ছোটগল্প কম পাঠ করেননি- এই ধারণাও সত্য। তাহলে বসে না থেকে একটু সময় নিয়ে নিজেদের পড়া পছন্দের ছোটগল্পগুলোর একটা ছোট্ট তালিকা করাই যায়। আমি আমার পছন্দের গল্পগুলোর একটি তালিকা পেশ করলাম উদাহরণ স্বরুপ। অতি অবশ্যি এই তালিকায় পছন্দ অনুযায়ী অনুক্রম করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে স্মরণীয় গল্পগুলোই স্থান পেয়েছে।

 

পাঠকের পড়বার দৌড় আমার চাইতে অনেক বেশি হবে- এইটাই জানি। কাজেই একটু কষ্ট করে আপনার পছন্দের ছোটগল্পগুলোর একটি তালিকা দিয়েই দিন না। গল্প কোন ভাষায় লেখা, কার লেখা, কালের নিরিখে কোন গল্পের স্থায়িত্ব কতক্ষণ, গল্পের বিষয়বস্তু যাই হোক না কেন- প্রাধাণ্য দিন আপনার নিজের ব্যক্তিগত পছন্দের গল্পগুলোকেই। তালিকায় যেমন আসতে পারে সাহিত্যের কোন চিরায়ত ক্লাসিক- তেমনি অতিপ্রাকৃতিক গল্প, রহস্য গল্প, এডভেঞ্চার গল্প, ভালোবাসার গল্প, শিশুতোষ গল্প মায় বৈজ্ঞানিক কল্পকাহিনী পর্যন্ত থাকতে পারে পাঠকের পছন্দের গুণেই। কোন জাতীয় গল্প পছন্দ করেন, পাঠক উল্লেখ করতে পারেন সেটাও। 

 

তাহলে আর দেরী নয়। যারা গল্প পড়তে ভালোবাসেন, ভালোবাসেন গল্প শুনতে- সেই সকল গপ্পোপ্রেমী পাঠক এই তালিকাকে সমৃদ্ধ করুন। আপনার পছন্দের তালিকা হতে অপঠিত কোন গল্প হয়ে উঠতে পারে আমাদের সকলের প্রিয় গল্পসমূহের একটি। লিস্টিতে পাঁচটি গল্প থাকলেও ক্ষতি নেই, পনেরোটি নাম থাকলেও পাঠকেরই লাভ দেখতে পাই। ...

 

আমার পছন্দের গল্প তালিকাঃ

১। তারাবিবির মরদ পোলা- আখতারুজ্জামান ইলিয়াস।

২। রুপা- হুমায়ূন আহমেদ।

৩। দ্যা থ্রী কোয়েশ্চেনস- লিও টলস্টয়।

৪। গিমপেল দ্যা ফুল- আইজ্যাক বাশেভিচ সিঙ্গার।

৫। ডুমুরখেকো মানুষ- শহিদুল জহির।

৬। অচিন পাখি- শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।

৭। দ্যা লাস্ট লিফ- ও' হেনরি।

৮। দ্যা সেইন্ট- গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ।

৯। ঈশ্বর- মুঃ জাফর ইকবাল।

১০। দ্যা এভিডেন্স- আইজ্যাক আজিমভ।


মন্তব্য

বিপ্লব কুমার কর্মকার এর ছবি

আপনার পছন্দের গল্পগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
সমস্যা হল- এই অধম এই তালিকার একটাও পড়েনি।
এক কাজ করেন- সবগুলো পিডিএফ করে পাঠিয়ে দেন। পড়ে নিব।

বিপ্লব কুমার কর্মকার

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

উপন্যাসের লিস্টি করলে মজা হইত। গল্পতো মনে পড়ি পড়ি করেও মনে পড়তেছেনা। মন খারাপ

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সংসপ্তক এর ছবি

কঠিন কাজ! চেষ্টা করিঃ

১. ক্ষুধিত পাষাণ - রবীন্দ্রনাথ ঠাকুর।
২. In der Strafkolonie (In the penal colony) - Franz Kafka
৩.The Cask of Amontillado - Edgar Allan Poe
৪. Domain of Arnheim - Edgar Allan Poe
৫. The Music of Erich Zann - H.P. Lovecraft
৬. My kinsman, Major Molineux - Nathaniel Hawthorne
৭. The Open Window - Saki
৮. The Lotus Eater - Somerset Maugham
৯. The Sniper - Liam O' Flaherty
১০. Big Two Hearted River (I,II) - Ernest Hemingway

আরো শ' খানেকের জন্য যায়গা লাগবে।

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ক্ষুধিত পাষাণ? পোস্টমাস্টার বেটার না?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সংসপ্তক এর ছবি

ফ্যান্টাসি আমার সবসময় প্রিয় যনরা...."তফাত যাও!সব ঝুট হ্যায়!" পাগলটার (মেহের আলী না নামটা?) চরিত্রটা অসাধারণ।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অতিথি লেখক এর ছবি

বেদম দৌড়ের ওপর,কারন আশা করি বুঝিয়ে বলার দরকার নেই মন খারাপ

যাই হোক,ঝটিকা মন্তব্যে বলি,দারুণ উদ্যোগ ! বেশ কিছু কালজয়ী গল্পের সুলুকসন্ধান পাওয়ার আশা রাখি। আপাতত কিছু দিই, মনে পরলে বাকিগুলো দেব খন।

যুগলবন্দি, অন্য ঘরে অন্য সুর, দোযখের ওম- আখতারুজ্জামান ইলিয়াস
প্রাগৈতিহাসিক, হলুদ পোড়া, সমুদ্রের স্বাদ, আফিম- মানিক বন্দ্যোপাধ্যায়
প্রতিদিন একটি রুমাল, হৈরব ও ভৈরব ,অচল সিকি-মাহমুদুল হক
আত্মজা ও একটি করবী গাছ- হাসান আজিজুল হক
মাতৃহত্যার নান্দীপাঠ- আব্দুল মান্নান সৈয়দ
আগরতলা কলোনীতে নয়নতারা ফুল কেন নেই-শহীদুল জহির।

বাকি আলাপ পরে...
অদ্রোহ।

সুহান রিজওয়ান এর ছবি

শ্রদ্ধেয় ইলিয়াস সাহেবের গল্পটির নাম 'অন্যঘরে অন্য স্বরে' নয় ?? ...

তোর হাতের কাছের বইগুলো থেকে সব গল্পই তুলে দিলি যে... দেঁতো হাসি
আমিও তোর মতোই হাতের কাছের বইগুলো দেখে চট করে লিস্টি করতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম, হাতের কাছে না থাকা অথচ পূর্বে পড়া কিছু চমৎকার গল্প পাঠ বাদ পড়ে যাচ্ছে।

_________________________________________

সেরিওজা

অতিথি লেখক এর ছবি

ঠিক হ্যায়,টাইপো।

হাতের কাছের বই থেকে সব গল্প তুলে দিলে কম্মো কাবার হয়ে যেত, বইতো আর নেহায়েত কম নয় ;)। আগে পড়া বইগুলোর নাম চট করে মাথায় আসেনা, সমস্যা এটাই।

অদ্রোহ

বইখাতা এর ছবি

খুবই ভাল এই উদ্যোগের জন্য সুহানকে আগে ধন্যবাদ জানাই। না পড়া ভাল গল্পের একটা তালিকা পাওয়া যাবে।

কত শত গল্প যে পছন্দের তালিকায় আছে তার কোনো হিসাব নিকাশ নাই। গল্পের নামও মনে নাই। পোস্টটা পড়ে একটু চিন্তা করতে গিয়েই দেখলাম মাথা একদম ফাঁকা। কোনো নাম মনে পড়ছে না। তারপরও তিন চারটা নাম সাথে সাথেই মনে পড়লো, সেগুলোই লিখছি, মনে পড়লে আরও লিখবো।
১। খোকাবাবুর প্রত্যাবর্তন - রবীন্দ্রনাথ ঠাকুর
২। নিম অন্নপূর্ণা - কমলকুমার মজুমদার
৩। মহানগর - প্রেমেন্দ্র মিত্র
৪। Ernesto's Mother - Abelardo Castillo (বাংলা উচ্চারণ কী হবে? আবেলার্দো কাস্টিলো বোধহয়।)

দেখি, আর কী কী নাম মনে পড়ে। আমি মূলত অন্য সবার নামের তালিকার অপেক্ষায় আছি।

পছন্দের অনেক নামই দেখি চলে এসেছে অনেকের মন্তব্যে, আরো কয়েকটা নাম দিইঃ

৫। নষ্টনীড় - রবীন্দ্রনাথ ঠাকুর
৬। সরীসৃপ - মানিক বন্দ্যোপাধ্যায়
৭। রাতা - শওকত ওসমান
৮। বেঁচে থাকো সর্দিকাশি - সৈয়দ মুজতবা আলী
৯। খেড়বাড়ির মাঠ - অরুণেশ ঘোষ (নাম ভুল হতে পারে)
১০। তাহাদের কথা, বাগান পরিধি - কমলকুমার মজুমদার
১১। The Gates Were Locked - Morag Greer
১২। In the Penal Colony - Franz Kafka

রবীন্দ্রনাথ, সমরেশ বসু, চেকভ, মপাঁসার অনেক অনেক গল্প।

বোহেমিয়ান এর ছবি

বিশাল পরিশ্রমের কাজ, গপ্পের লিস্টি দেয়া।
তবে লিস্টটা হয়ে গেলে, গুগ্লিং করে না পড়া গপ্প গুলো পড়ে নেব!

_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

নকীব [অতিথি] এর ছবি

হঠাৎ করে মনে করাটা খুব কঠিন.........কারন এতো গল্প পড়া হয়...লেখক উল্লেক করে বলি

১. বনফুল
২. মানিকচন্দ্র বন্দোপাধ্যায়
৩. রবীন্দ্রনাথ ঠাকুর

এদের অনেক গল্প আছে প্রিয়। জাফর ইকবাল-এর কপোট্রনিক সুখ দুঃখ,
ইলিয়াসের খুব একটা না কিছু কিছু......অনেক গল্পই পড়া হয়।

বাইরের মধ্য
১. ও হেনরি
২. লেভ টলস্টয়
৩. সামারসেট মম
৪. মোপাসা
৫. আসিমভ
৬. নিকোলাই গোগল
১০টা বাছাই করতে পারলাম না..................

শাহেনশাহ সিমন এর ছবি

গল্পের নাম ধরে বলা তো মুশকিল, বিশেষতঃ সর্বশেষ যেটা পড়েছি সেটাই মনে পড়ে অগ্রাধিকারভিত্তিতে... যাকগে, কয়টা নাম এখানে বলিঃ

১. ফিরে যাও নির্বাসন
২. সমান্তরাল
৩. থা-মো-পা
৪. অণুগল্প: বই, বিবাহ আর বদমানুষ
৫. প্রেমিকা
৬. ফিনিক্স
৭. বেকুব
৮. নিশানদিন
৯. শহরে যখন গল্প নেই
১০. অচিনপুর- মাহমুদুল হক
১১. নিরুদ্দেশ যাত্রা- আখতারুজ্জামান ইলিয়াস
১২. ডিনার- শেখ আবদুল হাকিম (উইলিয়াম আইরিশ এর 'আফটার ডিনার স্টোরি' থেকে অনুবাদ)

আপাতত যে কয়টা মনে পড়লো আর কি...
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

তিথীডোর এর ছবি

না পড়া ভালো গল্পগুলোর তালিকা বানানোর একটা সুযোগ পাওয়া গেলো...

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দারুণ!
কঠিন কাজ হবে, তবে পরে ভেবেচিন্তে লিস্টি দেবো।

জোহরা ফেরদৌসী এর ছবি

এই মুহুর্তে কেন কে জানে সৈয়দ মুজতবা আলীর “পন্ডিতমশাই” গল্পটির কথা মনে পড়ছে । খুব সম্ভব সেভেনের পাঠ্যবইতে ছিল । আট জনের পরিবারের প্রধান পন্ডিতমশাইয়ের বেতন ছিল পঁচিশ টাকা আর তিন পেয়ে সাহেবের কুকুরের পেছনে মাসিক বরাদ্দ ছিল পচাত্তর টাকা…

এছাড়া রবীন্দ্রনাথের “পোস্টমাস্টার” গল্পটিও মনে পড়ছে ।

পরে মনে পড়লে আরো জানাব । তবে, খুবই ভাল উদ্যোগ, অভিনন্দন এ জন্যে ।

……………………………………
বলছি এক জ্যোতির্ময়ীর কথা

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

অতিথি লেখক এর ছবি

অসংখ্য ধন্যবাদ আপনাকে শাহেনশাহ সিমন। 'ফিরে যাও নির্বাসন' এর মত এত সুন্দর গল্পটা আপনার কারনেই পড়া হল। আগেরবার কোন কারনে মিস হয়েছিলো। লেখককেও ধন্যবাদ। চমতকার সব গল্পের তালিকা পাওয়া যাচ্ছে।

রানা মেহের এর ছবি

আরে! মজা তো।
দাঁড়ান। চিন্তা করে তালিকা করতে হবে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অনিকেত এর ছবি

জটিল উদ্যোগ,বস
আমি খাপ ধরে বসে রইলাম ---সবার লিষ্টি দেখে লিষ্টি বানাব

মঙ্গল হোক

নীড় সন্ধানী এর ছবি

‍‌"কে তুমি?"
সেবার অনুবাদ ছিল। লেখকের নাম মনে নেই। এখন পর্যন্ত পড়া সেরা রহস্যগল্প। কেন যেন সব গল্প ছাড়িয়ে এটার কথাই মনে পড়লো।

বাকীগুলোর মধ্যে রবীন্দ্রনাথের একশো গল্পের কোনটা বাদ দেই। চেখভের দুইশোর কোনটা বাদ দেই, মাহমুদুল হকের দেড় ডজনের মতো পড়েছি, কার কথা বলি, আরো কত কত কত গল্প............কোন তালিকা দিতে পারলাম না।

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

অনিন্দ্য এর ছবি

সত্যজিতের নাম এখনো কেউ বলছেন না দেখে একটু অবাক হলাম।রবীন্দ্রনাথের ছোটগল্পগুলো অসাধারণ, তবে তার গল্পে মানুষের তীব্র অনুভূতিগুলোর ব্যবহার বেশি। একেবারেই সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া একটু ব্যতিক্রমী কোন ঘটনাকে কেন্দ্র করে অল্প একটু কল্পনা মিশিয়ে যে কি অসাধারণ ছোটগল্প লেখা যায়, তা সত্যজিত রায় বার বার দেখিয়েছেন। আমার পছন্দের কিছু গল্পঃ

১। খগম
২।রতনবাবু আর সেই লোকটা
৩।অসমঞ্জবাবুর কুকুর
৪।কুটুম-কাটাম
৫।বারীন ভৌমিকের ব্যারাম
৬।বহুরূপী
৭।সাধনবাবুর সন্দেহ
৮।লোড শেডিং
৯।গণেশ মুৎসুদ্দির পোর্ট্রেট
১০।মৃগাঙ্কবাবুর ঘটনা

সুহান রিজওয়ান এর ছবি

আমার ব্যক্তিগত পছন্দের তালিকায় গল্পকার হিসেবে রবিবুড়ো এবং মাণিকবাবুর স্থান বেশ উঁচুতে। পছন্দের গল্প তালিকায় ওনাদের কোন গল্প না থাকলেও রবিবুড়োর নিশীথে, খোকাবাবুর প্রত্যাবর্তন, কর্তার ভূত, কাবুলিওয়ালা- এই কয়েকটি গল্পকে আমার বহুল পঠিত গল্পের তালিকায় রাখি...

মাণিকবাবুর সেরা গল্পটি আমার কাছে- নির্দ্বিধায় অসমঞ্জবাবুর কুকুর। দ্বিতীয় এবং তৃতীয়স্থানে বঙ্কুবাবুর বন্ধু এবং মিঃশাসমলের শেষ রাত্রি- কেই রাখবো...

_________________________________________

সেরিওজা

ওডিন এর ছবি

আমি এখন এই লেখাটা পড়তে পড়তেই 'রতনবাবু আর সেই লোকটা'র কথা ভাবছিলাম। আমার পড়া সেরা গল্পগুলোর মধ্যে একটা।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

তিথীডোর এর ছবি

'সাপের ভাষা, সাপের শিস.. বালকিষণের বিষম বিষ..'
'খগম' গল্পটা আমার অদ্ভুত লাগে!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সুমন সুপান্থ এর ছবি

গল্প তো ! ১০০ লিখলেও শেষ হবে বলে মনে হয় না ! তবু, যাকে তুমি চিরায়ত বললে সুহান, বাংলা গল্পের সেই তালিকা থেকে প্রিয়তম গল্পগুলোর একটা তালিকা হতে পারে আপাতত।
আরেকটা মন্তব্যে বাদবাকী জানানো যাবে ।

*. নিম অন্নপূর্ণা __ কমল কুমার মজুমদার
*. তেলেনাপোতা আবিস্কার ___ প্রেমেন্দ্র মিত্র
*. প্রাগৈতিহাসিক ___ মানিক বন্দ্যোপাধ্যায়
*. মীরাবাঈ ___ সন্দীপন চট্টোপাধ্যায়
*. তাঁতীবউ ___ অমিয়ভূষণ মজুমদার
*. আত্মজা ও একটি করবী গাছ ___ হাসান আজিজুল হক
*. মা মেয়ের সংসার ____ হাসান আজিজুল হক
*. অ ___ স্বপ্নময় চক্রবর্ত্তী
*. তারাবিবির মরদ পোলা ___ আখতারুজ্জামান ইলিয়াস
*. নিরুদ্দেশ যাত্রা __ আখতারুজ্জামান ইলিয়াস
*. চতুর্থমাত্রা ___ শহীদুল জহির
*. কোথায় পাবো তারে ___শহীদুল জহির
*. আমাদের কুটির শিল্পের ইতিহাস __ শহীদুল জহির
*. ইব্রাহিম বক্সের সার্কাস ___ শাহাদুজ্জামান
*. জল ডাঙ্গার বায়োস্কোপ ___ মনিরা কায়েস
*. কেষ্টযাত্রা ___ জ্যোতিপ্রকাশ দত্ত
*. শান্ত সন্ত্রাসের চাঁদমারি ___ মামুন হুসাইন
*. যাই ___ মুহাম্মদ জুবায়ের

এবং

*. গল্পসমগ্র ___ রবীন্দ্রনাথ ঠাকুর

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

একজন দুর্বল মানুষ
বলদ
একজন অপদার্থ পিতা
আজব ছেলে
ফেরা
ভালোবাসার নক্ষত্র
নূরুল ও তার নোটবুক
চোখ
ইরা নামের হরিণ

সবগুলোই মুহম্মদ জাফর ইকবালের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা গল্প ... আরো কিছু আছে এই মূহুর্তে মনে পড়ছে না ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

মনমাঝি [অতিথি] এর ছবি

পছন্দের ছোটগল্পের নাম মনে করা ভীষন কঠিন কাজ মনে হচ্ছে। উপন্যাস হলে সহজ হতো। তবু একটা তালিকা দিচ্ছি - তবে গল্পের নাম, বইয়ের নাম আর লেখকের নাম মিলিয়ে মিশিয়ে।

১। প্রেমেন্দ্র মিত্রের অনেকগুলি গল্প - তারমধ্যে একটি হচ্ছে "তেলেনাপোতা আবিস্কার"। আরো অনেক আছে!
২। "অসমঞ্জবাবুর কুকুর" - সত্যজিত রায় (এবং আরো বেশ কিছু গল্প)
৩। পঞ্চ রোমাঞ্চ, ছয় রোমাঞ্চ, ছায়া অরন্য, তিনটি উপন্যাসিকা - এর সবগুলিই সেবা প্রকাশনির "আজব" সিরিজভুক্ত অনুবাদ গল্পের সঙ্কলনের নাম। দুর্দান্ত!
৪। আরব্য উপন্যাসের সিন্দবাদের ৭টি গল্প - বিশেষ করে স্যার রিচার্ড বার্টনের অনুবাদে
৫। ইটিএ হফম্যানের কয়েকটি গল্প
৬। নাক, ওভারকোট - নিকোলাই গোগল
৭। শী - জন উইন্ডহাম
৮। ক্ষুধিত পাষান - রবীন্দ্রনাথ ঠাকুর
৯। নয়নচারা - সৈয়দ ওয়ালীউল্লাহ (অসাধারন!)
১০। হাও ইট হ্যাপেন্ড - আইজাক আসিমভ (অনেকদিন আগে আমি এর একটা অনুবাদ করেছিলাম)
১১। মার্ক টোয়েনের কিছু গল্প
১২। ইরিনা - হূমায়ুন আহমেদ (সাইন্স ফিকশন)
১৩। 'ডেকামেরন'-এর বেশ কিছু গল্প -- জিওভান্নি বোকাচিও
১৪। সমরেশ বসুর গল্প

* উপন্যাসের একটা তালিকা করুন না ?

তিথীডোর এর ছবি

উদ্ধৃতি
'উপন্যাসের একটা তালিকা করুন না'
হুমম, ওটাও দরকার!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।