আমরা করেছি জয়

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: বিষ্যুদ, ১৪/১০/২০১০ - ১১:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেশ দখলের লড়াইয়ে অতি কর্মঠ ছাত্রদল আর ছাত্রলীগ।... 

আমিনবাজারে তুরাগ নদীতে ডুবে গেছে বাস, মৃতের সংখ্যা প্রায় ৫০ ধরে ফেললো।...

মোটা চালের দাম প্রায় ৩৬ থেকে ৩৮ টাকা, শঙ্কিত নিম্নআয়ের মানুষ।...

 

জাতি হিসেবে আমরা বড়ই বিস্মৃতিপ্রবণ, অতএব এইসব খবরে মাথা ঘামিয়ে লাভ নেই। পূজার ছুটির প্রথমদিন হওয়া সত্ত্বেও সকাল ৮টা ৫০এ কেন ঘুম ভেঙ্গে যাবে, এইসব মহাজাগতিক চিন্তায় ব্যস্ত থেকে চোখটা খেলার পাতায় এনে ফেলা মাত্রই দৌড় দিয়ে টিভির সামনে। এই প্রথম ঘরের মাঠে পূর্ণশক্তির একটি ক্রিকেট দলের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশ ক্রিকেট দলের সামনে।

বাংলাদেশের ক্রিকেটে নতুন দিনের শুরুর আশা নিয়ে টিভির সামনে ঘুমঘুম চোখে বসে যাই বেলা ন'টা বাজতেই। এতোটা আশা নিয়ে টিভি সেটের সামনে বসেছিলাম শেষ কখন ?? ... 

মনে পড়ে, ২০০৭ সালের বিশ্বকাপের কথা। বাংলাদেশ বনাম ভারত ম্যাচ। দুঁদে ভারতের সামনে দূর্ঘটনায় অকাল মৃত বোলিং অলরাউন্ডার মানজারুল রানা'র স্মৃতিতে-শোকে আচ্ছন্ন বাংলাদেশ দল। সেই বিষাদকে শক্তিতে রুপান্তর করে অধিনায়ক হাবিবুল বাশার সুমন এই ম্যাচের পূর্বেই ঘোষণা করেছিলেন- এই ম্যাচের সম্ভাব্য 'জয়'কে রানার জন্যে উৎসর্গ করতে চান তাঁরা। RUN for RANA - স্লোগান বুকে ধারণ করে সেই বাংলাদেশ পেরেছিলো। বিশ্ব ক্রিকেট দেখেছিলো তামিম ইকবাল নামের এক অনালোকিত বিস্ময়ের উত্থান, দেখেছিলো রাজ্জাক-রফিক-সাকিবের বাঁহাতি স্পিনে স্পিন জাদুকর ভারতীয়দের বধ, দেখেছিলো সদ্য কৈশোর পেরুনো তামিমের ব্যাটে দিশেহারা মুনাফ প্যাটেল আর জহির খানের পিচ্চি সাহিত্যে অনুচ্চারণসম্ভব কথামালা...

বলে কয়ে ধারে এবং ভারে পরাক্রান্ত প্রতিপক্ষকে হারানোর অভিজ্ঞতা সেই ছিলো প্রথম। সেই কাজটা সেই বাংলাদেশ পেরেছিলো, এই বাংলাদেশ পারবে তো ??

 

... সন্দেহ হয়। টিভি সেটের সামনে বসা মাত্র পত্রপাঠ ড্রেসিংরুমে ইনফর্ম শাহরিয়ার নাফীস। উইকেটের চারপাশে চারের ঠিকমত ফুলঝুড়ি ফোটানোর পূর্বেই বিদায় নিলেন জুনায়েদ সিদ্দিকী। ধীরস্থির রাকিবুল হাসানের বিদায় খানিক পরেই হলো। পঞ্চাশ পেরুনোর পূর্বেই সাজঘরে তিন ব্যাটসম্যান, একপ্রান্ত আগলে আছেন রক্ষণাত্বক ওপেনার ইমরুল কায়েস। টসে জিতে ফিল্ডিং বেছে নেওয়া কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেটোরির সাজানো চিত্রনাট্য অনুযায়ীই যেন চলছিলো সব।...

চললো না। চললো না, কারণ ইমরুল কায়েসের সাথে তিনি ছিলেন। তিনি বিশ্বক্রিকেটের শীর্ষ অলরাউন্ডার, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সেরা প্রতিনিধি, প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে কাউন্টি দল উস্টারশায়ারে খেলতে গিয়ে পতনোন্মুখ দলটিকে প্রথম বিভাগে তুলে দিয়ে আসা খেলোয়াড়- তিনি, সাকিব আল হাসান ছিলেন। 

ইমরুল কায়েসকে সাথে নিয়ে টুকটাক সিঙ্গেল আর মাঝে মাঝে চারের মার- এই নিয়ে সাকিব প্রথমে মেরামত করলনে স্কোরবোর্ড। দলীয় শতরানের কাছাকাছি এসে অদ্ভূত এক শটে উইকেটকীপারকে ক্যাচ দিয়ে আসা ইমরুল বিদায় নিলেও সাকিব ছিলেন। এলেন ছোটোখাটো চেহারার মুশফিকুর রহিম। আরেকটি পঞ্চাশোর্ধ্ব জুটি। এই জুটি ভাঙ্গলো দেড়শো এর কাছাকাছি এসে। এলেন মাহমুদউল্লাহ। বোলিংটাই মূল কাজ হলেও মাহমুদউল্লাহ ব্যাটিংটাও ভালোই পারেন। স্বভাবসুলভ দ্রুত গতিতে রান তোলার সাথে সাথে চলছিলো সাকিবের সাথে সমানে স্ট্রাইক বদলের প্রতিযোগিতা। সাকিব অপরপান্তে পুরোটা সময় জুড়ে স্বচ্ছন্দ। এই কবজির মোচড়ে মিড উইকেট দিয়ে বল পাঠাচ্ছেন সীমানার বাইরে, এই লং অনের উপর দিয়ে মারছেন বিশাল ছয়। সাইটস্ক্রীনের উপর দাঁড়িয়ে আয়েশ করতে থাকা দর্শকদের সরাতে গিয়ে খেলা যখন বন্ধ, তখন আগ্রাসী মনোভাব দেখিয়ে সাকিব নিজেই ছুটে গেলেন বাউন্ডারি লাইনে। 'Eat cricket, Drink cricket, Think cricket'- ভারতীয় মিডিয়ার ক্রিকেট বিজ্ঞাপণের সবচেয়ে সেরা মডেলতো বাংলাদেশের অধিনায়ককেই বলতে হবে, না কি ??!! ...

অধিনায়ক সাকিব সেঞ্চুরি করলেন। কান্ত হয়ে পড়ে দূর্বল শট তুলে দিয়ে এলেন প্রতিপক্ষ অধিনায়ক ভেটোরির হাতেও। মাহমুদউল্লাহ থাকলেন, সাক্ষী হলেন আরেকটি পাওয়ার প্লে ট্রাজেডি'র। হাতে যথেষ্ট উইকেট নিয়েও বরাবরের মতোই বাংলাদেশ পাওয়ার প্লে নিতেই চাইলো না শেষ পাঁচ ওভারের আগে। মাহমুদউল্লাহের বিদায়ের পর ওই সময়টা ব্যাটিং করলেন লোয়ার অর্ডারের শুভ, রাজ্জাক, শফিউল আর রুবেল। যে স্কোর অনায়াসে পেরুতো পারতো ২৬০-২৭০, আড়াইশো হবার আগেই থামতে হলো তাকে, 'মাত্র' ২৪১ রানে...

 

ঘুমঘুম দুপুরে টিভি সেটের সামনে বসে থাকার কষ্টটা করবো কি না ভাবছিলাম, আর হলো না। কারণ ঘুমোচ্ছিলো না বোলিং-এ নামা টাইগারেরা। কিউই শিবিরে প্রথম ধাক্কা দিলেন স্পিনার হয়েও বোলিং ওপেন করা আবদুর রাজ্জাক। খানিক পরেই আপদের অপর নাম- ম্যাককালাম ভাইদের বড়টি- ব্রেন্ডন ম্যাককালামকে ফলো-থ্রুতেই দুর্দান্ত এক ক্যাচ নিয়ে ফিরিয়ে দিলেন শফিউল ইসলাম। ব্লাকক্যাপদের শুরুটা অবিকল বাংলাদেশের হলো, যখন ৩৫ রানেই গতম্যাচের নায়ক সোহরাওয়ার্দী শুভকে উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছে ধরা পড়লেন রস টেইলর। 

যন্ত্রণা শুরু হলো এরপরেই। অনভিজ্ঞ দুই নিউজিল্যান্ডার হাল ধরলেন ডুবন্ত জাহাজের। রেমন্ড আর উইলিয়ামসন। স্কোরবোর্ড আরেকটু সচল হতেই আঘাত হানলেন সেই সাকিব, তুলে নিলেন রেমন্ডের উইকেট। খানিক পরেই রানের গতি বাড়াতে গিয়ে প্রতিপক্ষ অধিনায়ক এবং সবচেয়ে বড় আতঙ্ক ভেটোরিও যখন শিকার হলেন মাহমুদউল্লাহের- মনে হওয়া শুরু হলো, দিনটা বাংলাদেশেরই আজ।

কাজটা সহজ হলো না। কারণ আমাদের ত্রাতা সাকিবের পথ অনুসরণ করে দাঁড়িয়ে গেলেন তরুণ তুর্কি কেন উইলিয়ামসন। ইমরুল আর মুশফিকুরের ভূমিকায় নামলেন প্রথমে গ্রান্ট এলিয়ট, এরপর কাইল মিলস। ১৭২ রানে সপ্তম উইকেট তুলে নেওয়ার পরেও যে বাংলাদেশের দুশ্চিন্তা কমলো না, তার কারণ ওই কেন উইলিয়ামসন আর নাথান ম্যাককালাম-  ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে টাইগারদের আরেকটা পরাজয়ের স্বাদ দিতে তাঁকে দেখালো বড় একাগ্র। 

কেন উইলিয়ামসন একেকটা চার মারেন, সমগ্র  বাংলাদেশে হতাশার আওয়াজ শোনা যায়। এডি মরগানের কথা মনে পড়ে, ইংল্যান্ডের হয়ে অভিষেকের ম্যাচে যে স্কটিশ তরুণ শেষ দুই ওভারে ঘুচিয়ে দিয়েছিলেন বাংলাদেশের ইংল্যান্ড বধের স্বপ্ন। ইংল্যান্ডকে হারানোর স্বপ্ন পূরণ হয়েছে কিছুদিন আগেই, অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন ফিকে হতে থাকে ক্রমাগত। কিন্তু না, ফিকে হয় না। ডাবলস চুরি করতে ব্যস্ত ম্যাককালামের স্ট্যাম্প মিড উইকেট থেকে এক রকেট থ্রোতে উড়িয়ে দেন বদলি ফিল্ডার নাইম ইসলাম, 'ছক্কা নাইম' দলে না থেকেও এমন এক ছয় হাঁকালেন- যার জের আরো বহুদিন বয়ে বেড়াবে নিউজিল্যান্ডের ক্রিকেট। পরের বলেই উড়িয়ে মারতে গিয়ে ড্যারেল টাফির বিদায়ে ম্যাচ হেলে পড়ে বাংলাদেশের দিকেই।

শেষ ওভারে ১৬ রান। শফিউলের প্রথম দুই বলে ব্যবধানটা কমিয়ে ৪ বলে ১০ রানে নিয়ে আসেন কেন উইলিয়ামসন। পরের বলেই ইতিহাস। মিড উইকেটে সীমানার কাছে রাকিবুলের হাতে ধরা পড়লেন অসাধারণ শতক হাঁকানো উইলিয়ামসন... সিরিজ জয় !!! বাংলাদেশ ৩- নিউজিল্যান্ড ০ !!!

 

আমি নিশ্চিত, ষোলো কোটি বাংলাদেশীর সকলেই না হলেও একটা বিশাল বড় অংশ তখন আমার মতই দু'হাত উর্ধ্বমুখী করে " জিতসি, জিতসি !! " বিজয়োল্লাসে ফেটে পড়েছে। ভার্চুয়াল বন্ধুজগৎ ফেসবুকের পুরো হোমপেজ জুড়ে মুহুর্তের মাঝে টাইগারদের বন্দনা, নতুন দিনের বাংলাদেশের জন্যে উল্লাস- শুভকামনা...

মাঠে তখন দর্শকের উন্মাতাল উৎসব। কোচ জেমি সিডন্সের মুখে উদাস হাসি- যে হাসিতে স্বস্তি মিশে আছে, হয়তো মিশে আছে একটা অলিখিত বার্তাও- ' আমরা প্রস্তুত। দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ... '।  নতুন দিনের বাংলাদেশের মুখপাত্র সাকিব আল হাসান খুব বেশি হাসেন না, কেবল দু'হাত দুপাশে মেলে দিয়ে বোঝালেন নিজের ভেতরের চেপে রাখা আবেগটাকে। জানালেন, আমরা উঠে আসছি। ওদিকে শেরে-বাংলা নগর স্টেডিয়াম তখন লাল সবুজে ছেয়ে গেছে। ...

জাতি হিসেবে আমরা বড়ই বিস্মৃতিপ্রবণ। দূর্ঘটনায় মৃত্যু, দ্রব্যমূল্য আকাশমুখী বৃদ্ধি, রাজনৈতিক কোন্দল আমাদের মনে থাকবে না। অথচ এই ইতিহাস গড়বার মুহুর্তটি, আমি ঠিক জানি, আমরা ভুলবো না কখনো। আমাদের ছেলেরা থেমে যেতে মাঠে নামেনি। তারা অতি অবশ্যি এগিয়ে যাবে। একদিন না একদিন তারা বিশ্বসেরা হবেই। আমরা পারবোই, আমরা নিশ্চিত। 

 

অধিনায়ক সাকিব বলছেন, " Things will fall into place if we can improve our performance."

১৯৯৬ সালে বিশ্ব ক্রিকেটের মানচিত্র চিরকালের জন্যে পালটে দেয়া শ্রীলঙ্কা দল বিশ্বকাপের ঠিক পূর্বে এই নিউজিল্যান্ডকে হারিয়েই প্রস্তুতি শুরু করেছিলো বিশ্বকাপের। বাকিটা ক্রিকেট রুপকথার অংশ। 'মাতারা হারিকেন' জয়সুরিয়া, রুমেশ কালুভিথারানা, অরবিন্দা ডি সিলভা, অর্জুনা রানাতুঙ্গা, মুরালিধরণ আর ভাসেদের ইতিহাস লিখতে দেখেছিলাম আমরা।

ইতিহাস বাংলাদেশও লিখবে। লিখবেন সাকিব-তামিম-মুশফিকুর-মাশরাফি-রাজ্জাকেরাই। বিশ্বকাপ আমরা জিতবোই। এবার না হলে পরেরবার, কিংবা তার পরেরবার। তবে জিতবোই, এতে সন্দেহ নেই। আমরা করবো জয়...

 

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

[ছবি কৃতজ্ঞতাঃ দৈনিক প্রথম আলো, অনলাইন এডিশন]


মন্তব্য

স্বাধীন এর ছবি

অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে। অভিনন্দন সাকিবকেও।

বাংলাদেশের এত বড় অর্জন কিন্তু সচলে এখনো কোন লেখা না দেখে মনটা খারাপ ছিল। তাই অভিনন্দন সুহানকেও এই লেখাটির জন্য।

মুস্তাফিজ এর ছবি

অভিনন্দন বাংলাদেশ।

কেন উইলিয়ামসন আসলেই একটা জিনিষ হবে ভবিষ্যতে (সম্ভবত ওদের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন)।

...........................
Every Picture Tells a Story

জাহামজেদ এর ছবি

ক্যান উইলিয়ামস একদিনের ম্যাচে সর্বকনিষ্ট কিউই সেঞ্চুরিয়ান হিসেবে জায়গা করে নিয়েছেন। হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে দুর্দান্ত খেলেছে ছেলেটা।
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

মুস্তাফিজ এর ছবি

আচ্ছা কেউ একটা ব্যানার বানায়না কেন এখনও?

...........................
Every Picture Tells a Story

শাহেনশাহ সিমন এর ছবি

আপনে বানান বস দেঁতো হাসি
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

টিউলিপ এর ছবি

একমত, ব্যানার চাই!

দেঁতো হাসি
___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

স্পর্শ এর ছবি

মুস্তাফিজ ভাই! ব্যানার চাইইই!! শিগগিরি করেন। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতিথি লেখক এর ছবি

জাতি হিসেবে আমরা বড়ই বিস্মৃতিপ্রবণ

জাহামজেদ এর ছবি

দুর্দান্ত ম্যাচ রিপোর্ট, পড়ে পুরো মুগ্ধ। আজ অনেকদিন পর মাঠে বসে খেলা দেখছি, টিকেটের টাকা পুরোপুরি উঠে গেছে !

অভিনন্দন সাকিব আল হাসান, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল।

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

অতিথি লেখক এর ছবি

অভিনন্দন বাংলাদেশ।!!!!!!!
এগিয়ে যাও

সাবাস বাংলাদেশ সাবাস BCB

শাহেনশাহ সিমন এর ছবি

থ্যাঙ্কস দিয়ে তোকে আর ছোটো করলাম না চোখ টিপি

(গুড়) জব খাইছে

এ খবরটা পড়ে মনটা আরো ভালো হয়ে গেলো হাসি
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অদ্রোহ এর ছবি

হ ,একটা ব্যানার এখন সময়ের দাবি...

অনটপিকঃ দিলি তো শালা আমার ভাত মেরে...

--------------------------------------------

আজি দুঃখের রাতে, সুখের স্রোতে ভাসাও তরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

স্পর্শ এর ছবি

চলুক
সাকিব রক্স! সে শুধু বাংলাদেশ ক্রিকেটেই না, বিশ্ব ক্রিকেটেও একজন লিজেন্ড হতে যাচ্ছে। আশাকরি এই স্পিরিট সে ধরে রাখতে পারবে। এবং তাকে দেখে তরুণরাও আরো বেশি উজ্জীবিত হবে।

নিজেদের 'আন্ডারডগ' ভাবার দিন শেষ। ভাবতেই কী যে ভালো লাগছে! দেঁতো হাসি
সাবাশ বাংলাদেশ!!


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সচল জাহিদ এর ছবি

ইতিহাস বাংলাদেশও লিখবে। লিখবেন সাকিব-তামিম-মুশফিকুর-মাশরাফি-রাজ্জাকেরাই। বিশ্বকাপ আমরা জিতবোই। এবার না হলে পরেরবার, কিংবা তার পরেরবার। জিতবোই, এতে সন্দেহ নেই। আমরা করবো জয়...

সেই ইতিহাসের স্বাক্ষী হইতে মঞ্চায়। দারুণ লেখা সুহান।

----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
সচল জাহিদ ব্লগস্পট


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

অতিথি লেখক এর ছবি

অভিনন্দন বাংলাদেশ!

রেশনুভা এর ছবি

আমাদের এখন আর ক্যাচ ধরতে যেয়ে বল ফসকায় না। তীরের মত বল ছুড়ে আমরা লক্ষভেদ করতে পারি। আমরা পারি। পারতেই থাকবো।

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল।

অনিন্দ্য রহমান এর ছবি

হায় বিস্মৃতি ...

(আমাদের চাবিগুলা অন্ধকারে হারাইসে। ওইগুলা আলোতে খুঁজলে পাওয়া যাবে না)


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো। একটা মিছিল দিতে মন চায়। আফসোস, কোন উপায় নাই মন খারাপ

সজল

বইখাতা এর ছবি

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। এইরকম একটা পোস্ট আর একটা ব্যানারের অপেক্ষা করছিলাম আজকে। পোস্ট পাওয়া গেল। এখন যদি একটা ব্যানার পাওয়া যেতো! হাসি

ধুসর গোধূলি এর ছবি
ফাহিম এর ছবি

একমত! এক পা মনে হয় কবরে চৈলা গেছে

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

বালক এর ছবি

ডাবলস চুরি করতে ব্যস্ত ম্যাককালামের স্ট্যাম্প মিড উইকেট থেকে এক রকেট থ্রোতে উড়িয়ে দেন বদলি ফিল্ডার নাইম ইসলাম, 'ছক্কা নাইম' দলে না থেকেও এমন এক ছয় হাঁকালেন- যার জের আরো বহুদিন বয়ে বেড়াবে নিউজিল্যান্ডের ক্রিকেট।

নিউজিল্যান্ড তখনই হেরে যায়। রান আউট'টা মিস হলে ম্যাচ বদলে যেতে পারতো।

আপনার লেখাটি খুবই ভালো লেগেছে।

:::::: :::::::: ::::::::::::::: ::::::::::::::: ::::::::: ::::::::: :::::: ::::::: ::::::::::::
অভিলাষী মন চন্দ্রে না-পাক জোৎস্নায় পাক সামান্য ঠাঁই

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

সুহান রিজওয়ান এর ছবি

কেন উইলিয়ামসন মার্টিন ক্রো'র ২৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙ্গে সেঞ্চুরি করেছেন...

তবুও ম্যাচের হিরো সাকিবই...

_________________________________________

সেরিওজা

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ সুহান, এমন একটা লেখার জন্য। বাংলাদেশ এখন শুধু 'ফাইট' নয়, জিতে যাওয়াটাও শিখে ফেলেছে। একদিন এটাই স্বাভাবিক হয়ে যাবে আর আমরা বিশ্ব সেরার আসনে নিজের দেশকে নিয়ে যাবো ... ... আমরা করবো জয় ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনিকেত এর ছবি

সুহান, তুমি বস!
এমন একটা লেখার দরকার ছিল এমন একটা অসাধারণ জয় উদযাপন করার জন্য!!

স্যালুট বাংলাদেশ!
স্যালুট সুহান!!!

তানভীর এর ছবি

অভিনন্দন বাংলাদেশ! ক্রিকইনফোতে একটা কমেন্ট দেখলাম সাকিবের নাম 'সুপার্ব আল হাসান' দেঁতো হাসি আসলেই সুপারম্যান দেঁতো হাসি :D

অটঃ এই লেখায় কে যেন রেটিং কমিয়েছে দেখে মেজাজ খারাপ হলো!

অতিথি লেখক এর ছবি

সাবাশ বাংলাদেশ! পুরো পৃথিবী অবাক তাকিয়ে রয়।
জ্বলে-পুড়ে ছাড়খার তবু মাথা নোয়াবার নয়।

১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপের চমক ছিল শ্রীলঙ্কা। আর ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের চমক হবে বাংলাদেশ। এটা আমার দৃঢ় বিশ্বাস। বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন। সেই সাথে ধন্যবাদ জানাই পোস্টলেখককেও।

কুটুমবাড়ি

যুধিষ্ঠির এর ছবি

অভিনন্দন বাংলাদেশ!!! রাত জেগে খেলা দেখা আর এখন ঘুম ঘুম চোখে অফিসে বসে পত্রিকায় খেলার রিপোর্ট পড়া স্বার্থক!

লেখা মচমচে হয়েছে, সুহান!

অটঃ এই লেখায় কে যেন রেটিং কমিয়েছে দেখে মেজাজ খারাপ হলো!

আমারও!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভাগ্যিস খেলা দেখতে বসিনি। শাবাশ বাংলাদেশ! বাঘের বাচ্চাদের জন্য অভিনন্দন।

অতিথি লেখক এর ছবি

সেদিন এক ব্রিটিশ ছেলে জিজ্ঞাসা করে তুমি কোন দেশ থেকে এসেছ। বাংলাদেশ শুনেই বলল সে তামিম ইকবাল এর খুব বড় ফ্যান। কি যে ভাল লাগছিল।এই বিদেশ বিভূইয়ে হাজারও কষ্টে্র মাজে রাত জেগে এবং ক্লাস ফাকি দিয়ে খেলা দেখাতে একটু ও কষ্ট লাগে না তখন। টাইগারদেরকে অভিনন্দন।

অতিথি লেখক এর ছবি

আমাদের এবং পার্শ্ববর্তী দেশের ক্রিকেটারদের একটা প্রবলেম হলো ক্যাপ্টেন হলেই হাডু কাঁপে কিন্তু সাকিব দেখাচ্ছে যে তার হাডু আয়রন-মেড। সাকিবের হাডু সোনা দিয়া বান্ধায় দিতে মঞ্চায়।
বাংলার বাঘদের অভিনন্দন। সুহানকে ধন্যবাদ জোশ একটা লেখা দেবার জন্য।

অনন্ত আত্মা

দ্রোহী এর ছবি
সুহান রিজওয়ান এর ছবি

পূর্বের ছবিটা সরিয়ে এইটে দিলাম।...

অফটপিকঃ ভালো কথা, কেউ জানেন উৎপল শুভ্র এখন প্রথম আলো স্পোর্টস ডেস্কে আছেন কি না ?? আজকাল এই পত্রিকায় উনি বড় অনিয়মিত লিখছেন...

_________________________________________

সেরিওজা

রায়হান আবীর এর ছবি

আছেন বৈকি! উনি সম্পাদক!

সুহান, পতিক্রিয়া পোস্ট ভালু পাইলাম।

বাউলিয়ানা এর ছবি

উনি আলু পেপারেই আছেন। তৃতীয় ওডিআই খেলার পর তেনার রিপোর্ট দেখলাম খোদ প্রথম পাতায়!

সুহান রিজওয়ান এর ছবি

ধন্যবাদ হয়রান ভাই এবং বাউলিয়ানা। তাঁর লেখা এখনো প্রথম আলোতেই দেখা যায়, কিন্তু পূর্বের চাইতে অনেক অনিয়মিত এবং হ্রস্বহারে। তাই প্রশ্নটা করেছিলাম।

_________________________________________

সেরিওজা

বাউলিয়ানা এর ছবি

দারুন লেখা সুহান। আপনাকে চলুক

এই খেলার পরে জাফর উল্লাহ শরাফত কী বলে জানতে মঞ্চায়।

নিঃসঙ্গ গ্রহচারী [অতিথি] এর ছবি

তোরা সব জয়ধ্বনি কর! দেঁতো হাসি

জি.এম.তানিম এর ছবি

জাফর উল্লাহ শরাফতের বক্তব্য, দেখার জন্যে ফেইসবুক এ অ্যাকাউন্ট লাগবে কিনা শিউর না...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নিঃসঙ্গ গ্রহচারী [অতিথি] এর ছবি

ইতিহাস বাংলাদেশও লিখবে। লিখবেন সাকিব-তামিম-মুশফিকুর-মাশরাফি-রাজ্জাকেরাই। বিশ্বকাপ আমরা জিতবোই। এবার না হলে পরেরবার, কিংবা তার পরেরবার। তবে জিতবোই, এতে সন্দেহ নেই। আমরা করবো জয়...

দারুণ লিখেছেন, নেভিল কার্ডাস জুনিয়র! চলুক

সুহান রিজওয়ান এর ছবি

নেভিল কার্ডাস খুব বেশি পড়া নাই।

শঙ্করীপ্রসাদ বসু পড়েছেন ?? তিনি কিন্তু দুর্দান্ত...

_________________________________________

সেরিওজা

নিঃসঙ্গ গ্রহচারী [অতিথি] এর ছবি

শঙ্করীপ্রসাদ বসু পড়ি নাই। মন খারাপ
কোথায় পাওয়া যেতে পারে কোন আইডিয়া আছে?

জোহরা ফেরদৌসী এর ছবি

এই অনন্য জয়ের কান্ডারী সাকিবসহ বাংলাদেশ ক্রিকেট টিমের সবাইকে অভিনন্দন ।

……………………………………
বলছি এক জ্যোতির্ময়ীর কথা

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

অতিথি লেখক এর ছবি

লেখাটা ভাল হয়েছে। তবে আমাদের পত্রিকা গুলো ভাবের সাগরে যা যা লেখে সেটাই আমাদের এই প্রজন্মের ক্রিকেটাররা ভাবলে আর এই জয় আসত কিনা সন্দেহ। কালের কন্ঠে বঙ্কিমযুগের এই লেখাটা দেখলাম।

অনন্ত

বিষণ্ণ বাউন্ডুলে [অতিথি] এর ছবি

তিনটা ম্যাচ-ই মাঠে বসেই দেখার সৌভাগ্য হয়েছে।অপেক্ষায় ছিলাম সচলে কারো লেখার।সবুরে মেওয়া ফলে!দারুন লিখেছেন।। হাসি

সুহান রিজওয়ান এর ছবি

পড়বার এবং মন্তব্য করবার জন্যে সকলকে ধন্যবাদ জানাই।

আগামীকালকের ম্যাচের জন্যে টাইগারদের জন্যে শুভকামনা থাকলো।

_________________________________________

সেরিওজা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।