অনেকের সাথেই যোগাযোগ সম্ভব হয়েছে, কিন্তু জানাশোনার অভাবে অনেকের সাথে হয়নি। যাই হোক, বার্লিন থেকে আগত সচলায়তন এবং 3rd World View-এর ব্লগার রেজওয়ানের সাথে কিছু লন্ডনী সচল আগামীকাল বৃহষ্পতিবার ৬ তারিখ ওয়াইটচ্যাপেলের 'ঐতিহ্যবাহী' কলাপাতা রেস্তোরায় সান্ধ্যভোজনের আয়োজন করেছেন। সেখানে ৫-৬জন সচলের উপস্থিত থাকার সমূহ আশংকা আছে - শোমচৌ, অলৌকিক হাসান, ধ্রুব হাসান, সুশান্ত, সুবিনয় ইতিমধ্যে মোটামুটি কনফার্ম করেছেন। অন্যান্য লন্ডনী সচল যাদের সাথে যোগাযোগ সম্ভব হয়নি, তারা আগ্রহী থাকলে অবশ্যই চলে আসবেন। ডিটেইলস নীচে --
দিন - ০৬ ডিসেম্বর, বিষ্যুদ
সময় - সন্ধ্যা ৭,৩০
স্থান - কলাপাতা (ওয়াইটচ্যাপেল টিউব)
যোগাযোগের জন্যে এখানে মেসেজ রাখুন।
(মডুগণ, এই পোস্ট অনুচিত হইলে কাইট্টা দিতে পারেন। অন্য কারো আপত্তি থাকলেও জানাবেন।)
মন্তব্য
আপত্তি?? স্টিকি করা হইল।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বেশী চেনা জানা হয়ে গেলে মন্তব্য কিংবা আলোচনায় নিজস্বতা হারিয়ে যাবেনাতো !!!
তবুও উদ্যেগকে স্বাগত জানাই।
-------------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
কানাডার সমাবেশটা কবে হইবো? এস্কিমো ভাই কি উদ্যোগ নিবেন? (আমি নিতে পারি, কিন্তু টরন্টো ভিত্তিক কিছু হলে ভাল হয়, কেন্দ্রবিন্দুতে তো তাই)
টরন্টো হলে এই অধম একবার চেষ্টা করে দেখবে। ভার্জিনিয়া থেকে নাহয় গেলাম গিয়ে এক টানে। ভিসার চিন্তায় তো খুব বেশি দূর যাওয়ার উপায় নাই, তাই কানাডা-ই সই!
ধ্যাত!!!
ভ্যানকুভার হৈলে ও তো ১টা কথা ছিলো !!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ভ্যানকুভার হইলে আমি নাই। প্লেনের টিকিট কেনার এত পয়সা নাই। টরন্টো হলে ৪০০ কিলো ড্রাইভ করতে পারি।।
এখন দেখতাসি, ট্রিপ বাতিক কইরা লস হইসে।
সুবিনয়, ফটো তুলার আশঙ্কা আছে কি নাই?
একটা অনুষ্ঠানে গিয়া আইজকা রাইতে ক্যামেরাটা খোয়ায় আইলাম। তাই আমার তরফ থেকা আর ফটুর আশা দেখতাছি না।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
ইনশাল্লাহ দেখা হবে...কথা হবে।আমি অবশ্য আরেক সচল যিফরান খালেদ কে বলসি...
--------------------------------------------------------
ঘুম মানেও একধরনের বেঁচে থাকা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
সুশান্ত,এই ধরুন আপনার সাথে আমার বাস্তব জীবনে বেশ সখ্যতা গড়ে উঠলো , আপনার একটা লিখার সাথে আমি হয়তো দ্বিমত পোষন করলাম, তখন নিজের মধ্যে একটা জড়তা চলে আসবে.....
আচ্ছা আমি মন্তব্য করলে সুশান্ত কি মনে করবে......
তারচে' বরং মন্তব্য না করাই ভালো... এমনটা হলে আমরা কি অনেক ভালো সমালোচনা মিস করবোনা ?? নিজের ভুল গুলো শুধরে নেবার সুযোগ কমে যাবার সম্ভাবনাটা একেবারেই মনে হয় উড়িয়ে দেয়া যায়না।
---------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
প্রিয় থার্ড আই ও সুশান্ত,
হুট করে আপনাদের আলোচনায় ঢুকে পড়ার জন্য ক্ষমা করবেন। এই প্রসঙ্গে আমার একটা পর্যবেক্ষণ রয়েছে।
কারো লেখায় দ্বিমত পোষণ বা কারো লেখার সমালোচনা ব্যক্তিগত সম্পর্ক নষ্ট না করেও করা যায়। আমার মনে হয় প্রকাশভঙ্গি একটা জরুরি বিষয়। আমার কোন আপাত ত্রুটি যদি আপনি আমাকে ধমকে দেখিয়ে দেন, আমি সেই ত্রুটি স্বীকারের বা সংশোধনের সময় হয়তো এ-ও ভাববো, লোকটা আমাকে ধমক দিলো! সরস পরিবেশন করুন, দেখবেন কাজে দিচ্ছে সাথে সাথে।
সচলে আলোচনায় এই সৌহার্দ্যটুকু বজায় থাকুক বহুলাংশে, টেবিল চাপড়ে তর্ক করবো আমরা, কিন্তু গ্লাসে গ্লাসে ঠুকে পান করার সম্পর্কটুকু যেন নষ্ট না হয়।
ধন্যবাদ।
হাঁটুপানির জলদস্যু
জলদসসু এর সাথে একমত...
---------------------------------------------------------
ঘুম মানেও একধরনের বেঁচে থাকা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
মাস ছয়েক আগে প্ল্যান করলে সস্তায় ফ্রাঙ্কফুর্ট-লন্ডন জোগাড় হইতো। :(
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
৬ মাস?! ৬ দিন আগেও কোন প্ল্যান ছিল না রে ভাই!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
বুঝলাম।
একটা জার্মান ব্লগারস সমাবেশও করা লাগবো...
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
তাইলে কি আগামি বসন্তের কোনো সপ্তাহান্তে বার্লিন এ একটা সমাবেশ এর আশঙ্কায় থাকুম?
বিলাতে থেকে ও লন্ডনী হইতে পারলাম না ।
দুঃস্ক :(!
শুভকামনা সচলস । জমিয়ে আড্ডা মারুন ।
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
কেমন কথা, বুঝলাম না।
অফটপিক: আপনার এই ছবিটা কেমন জানি র্যাব র্যাব লাগে।
কথা হলো এই, রানীমাতার রাজত্বেই আছি কিন্তু নগর লন্ডন থেকে বহুক্রোশ দূরে । তাই 'লন্ডনী' হওয়া হইলোনা আমার!
অফটপিকঃ পুরানা দিনের ছবি লাগাইয়া বাড়তে থাকা বয়স একটু কমাতে চাইলাম আর আপনি দিলেন র্যাব বানাইয়া :(
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ছোটকালে দেখতে ড়্যাবের মতো ছিলেন, হে হে হে ...।
হাঁটুপানির জলদস্যু
শুভ উদ্যোগ। সফল হোন!
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
স্টিকি ছুটাইলাম। ঘটনা জানায়েন আলাদা পোস্ট দিয়া।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আড্ডা বেশ ভালোই জমছিলো। উপস্থিত ছিলেন -
- রেজওয়ান
- সুশান্ত
- অলৌকিক হাসান
- ধ্রুব হাসান
- নিঝুম
- জিফরান খালেদ
- সুবিনয়
- আসিফ দিপংকর
- থার্ড আই
- আন্দালিব (নিয়মিত পাঠক)
কারো নাম কি বাদ পড়লো? মনে তো হয় না। যাক, আজকে সন্ধ্যার আড্ডা বিষয়ে উপস্থিত অন্যান্যদের থেকে পোস্ট আশা করছি! দুই হাসান, মামা-ভাগিনা জুটি, সুশান্ত, রেজওয়ান বা তৃতীয় নয়ন - ঝেড়ে দেন একটা বিবৃতি! :) আন্দা, তুমিও একটা অতিথি পোস্ট দিয়া দেও।
P.S. সবাইকে আসার জন্যে অনেক ধন্যবাদ। জমিয়ে আড্ডা দেয়া গেলো বেশ।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
ইটের সড়ক তাহলে ভালোই সচল হয়েছিল :)
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
দ্বিমত দ্বিমত! আমি তো অনেকই লেখি ইদানীং। এই যাত্রা অলৌকিক আর অন্যরা কনলাপাতার লেখাটা নামায় দেন - রসাইয়া লেইখেন কিন্তু! প্লাস একটা দুইটা ফটোও...
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
দারুন দারুন! আড্ডার গপ্পের এপিটাইজারটা ভালই লাগল। এখন আন্ত্রেঁ আশা করছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দুধ সাগরের স্বপ্ন আবার না জল কুয়ো হয়ে যায়!!
সবাই দেখি লেখা নিয়ে ঠেলা ঠেলি শুরু করেছে ..... !! মতলবটা কি শুনি??
সবার অঙ্গুলি সুবিনয়ের দিকে , দায়িত্বে অবহেলা চলবে না।
-------------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
একমত।। সুবিনয়দা, জলদি আলাদা পোস্ট নামান। আমরা আপনার বিস্তারিত বয়ান জানতে চাই।...
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
নতুন মন্তব্য করুন